স্কুল বন্ধুর সাথে কাটানো ভালো কিছু মুহূর্ত

@amarbanglablog কমিউনিটি এর সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভাল আছেন। সবাইকে সালাম, আদাব এবং নমস্কার জানিয়ে আমি আমার আজকের পোস্ট শুরু করছি।

ব্যস্ততা প্রতিনিয়ত আমাদের জীবনকে আঁকড়ে ধরে রাখে।জীবিকার তাগিদে হোক বা অন্যান্য কারণে হোক সবাই কোন না কোন কাজে প্রতিনিয়তই ব্যস্ত। এই সকল ব্যস্ততার মাঝখানে ও মানুষ একটুখানি সময় বের করে ভালো থাকার জন্য ভালো সময় কাটানোর জন্য। ঠিক তেমনি গত বেশ কয়েকদিন যাবত ভীষণ ব্যস্ত সময় কাটানোর পর আজ একটি ভালো মুহূর্ত পার করলাম। সেই ভালো সময় টুকুকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

আমার স্কুল বন্ধু রকিবুল শিকদার রাজু,যার সাথে আগে প্রতিটা দিন দেখা হতো। এক সময় একসাথে প্রচুর আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছে আমরা। ব্যস্ততার কারণে দুজনের গত কয়েক মাস যাবত দেখা নেই। আজ বিকেলে হঠাৎ রাজু ফোন দিয়ে বলল বের হবো কিনা। আমি এক কথায় রাজি হয়ে যাই। চলমান লকডাউন এর কারণে এলাকায় ঘোরাঘুরি করার মতো ভালো পরিবেশ নেই। যার কারণে দুজন মিলে প্ল্যান করি রেস্টুরেন্টে খেতে যাব। চলে গেলাম আমাদের এলাকার একটি ভালো রেস্টুরেন্ট যার নাম রোজ গার্ডেন রেস্তোরাঁ

IMG_20210807_191611.jpgIMG_20210807_191609.jpg

অবস্থান

খাবারে আমরা নান আর গ্রিল অর্ডার করি। কারণ সেখানকার নান আর গ্রিল টাই ভালো হয় অন্যান্য খাবারের চেয়ে। খাবারের জন্য অপেক্ষা চলতে থাকে আর আর ফোন দিয়ে ছবি তোলার চেষ্টাও চলতে থাকে । ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষার পর কাঙ্খিত খাবারটি আমাদের সামনে চলে আসে।

IMG_20210807_192051.jpgIMG_20210807_192059.jpg
IMG_20210807_192101.jpgIMG_20210807_192051.jpg

অবস্থান

অর্ডারকৃত খাবার

খাবার আসার সাথে সাথেই কয়েকটি ছবি নিলাম। আসলে লোভনীয় খাবার সামনে রেখে ছবি তুলতে বেশি ভাল লাগছিল না। এমনিতেই অনেকদিন বাইরে খাওয়া হয়না, তারপর আবার পেটের মধ্যে খিদে,সবমিলিয়ে দুই বন্ধু মিলে খাবারের উপর হুমরি খেয়ে পড়লাম।

IMG_20210807_192114.jpgIMG_20210807_192117.jpg

অবস্থান

খাবারের সাথে নিজেদের ক্যামেরাবন্দি

খাবার দাবার শেষ করার পর ওয়েটার বিলের কাগজ নিয়ে আসলো।আমাদের টোটাল বিল আসলো ৪২০(প্রায় ১০ স্টিম) টাকা।খাবারের মান খুবই ভালো ছিল।একটি ভালো ভুরিভোজ শেষে দুই বন্ধু মিলে যার যার বাসায় ফিরে গেলাম। মাঝখানে অনেক কথা হয়েছে, আড্ডা হয়েছে দুজনের। প্রায় অনেক দিনের জমানো কথা দুজন দুজনকে শেয়ার করলাম। এই ভাবেই দিনের সমাপ্তিটা অনেক সুন্দর হল।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য 💝

Sort:  
 3 years ago 

আসলেই সময়ের অভাবে সম্পর্ক গুলোর সক্রিয়তা কমে আসে ।তবে ভালো দিক সময় ও প্রকৃতি আমাদের আবার সুযোগ করে দেয় পুরোনো বন্ধুত্বকে মজবুত করতে ।।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

বেচেঁ থাকুক বন্ধুত্ব। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ মন্তব্যের জন্য

 3 years ago 

কলেজ বন্ধ থাকায় তেমন কোনো বন্ধু বন্ধবের সাথে যোগাযোগ হয় না এবং কোথাও হয় না হঠাৎ করেই মাঝে মাঝে অনলাইনে একটু কথা হয় কিন্তু আপনাদের মত মিট হয় না। আপনাদের একসাথে দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাদের।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 3 years ago 

শুভ কমনা ভাই।

 3 years ago 

অটুট বন্ধনে টিকে থাকুক আপনাদের বন্ধুত্ব।শুভকামনা রইলো দাদা।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ! বেশ উপভোগ করেছেন দিনটি মনে হচ্ছে।

সত্যি জীবন নিয়ে আমরা মাঝে মাঝে বড্ড বেশী ব্যস্ত হয়ে যাই, অনেক কিছুই মিস করি। কিন্তু তবুও চেষ্টা করা উচিত সম্পর্কগুলো যেন ঠিক থাকে। ধন্যবাদ

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43