বয়সের সাথে সাথে স্বপ্নগুলো হারিয়ে যায়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে স্বপ্ন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-7067746_1280.webp



লিংক

এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে স্বপ্ন কখনো ছিল না। আসলে যখন আমরা এই পৃথিবীতে জন্ম গ্রহণ করি তখন বাস্তবতার সম্পর্কে আমাদের কোন ধারণা থাকে না। আর আমরা যত বড় হতে থাকি ততই এই পরিবেশের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও আমরা চারিদিকের প্রতিটা বিষয়বস্তু সম্পর্কে আস্তে আস্তে ধারণা পেতে থাকি এবং আমাদের জীবনের তখন সৃষ্টি হয় বিভিন্ন ধরনের স্বপ্ন। আসলে ছোটবেলায় অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। তখন তারা বাস্তব জীবনের পুরো ধারণাটা তাদের কখনোই থাকে না। আর আস্তে আস্তে তারা যখন বড় হতে থাকে এবং বাস্তব পরিবেশের সঙ্গে আস্তে আস্তে মেলামেশা করতে থাকে তখন তাদের স্বপ্নগুলো যেন আস্তে আস্তে ছোট হয়ে যায়। অর্থাৎ তাদের স্বপ্ন জীবন থেকে মুছে যেতে শুরু করে।


আসলে মানুষ যখন বাইরের এই লড়াই সম্পর্কে জানতে পারে তখন অনেকের ছোটবেলায় বিভিন্ন ধরনের স্বপ্নগুলো সেই সময় আর তার মনে থাকে না। কেননা এই পৃথিবীতে সব সময় মানুষকে সংগ্রাম চালিয়ে যেতে হয় এবং এই সংগ্রাম চালানোর সময় তাদের জীবনের সব স্বপ্নগুলো যেন আস্তে আস্তে মুছে যায়। আর এর ফলে তারা শুধুমাত্র তাদের পরিবারের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। আসলে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেননা মানুষ যত বড় হয় তত তাদের স্বপ্ন কমতে থাকে এবং অন্যের স্বপ্ন পূরণের জন্য তার সব সময় চেষ্টা করে। এখানে আমি উদাহরণ হিসেবে মা-বাবাকেই ধরি। আসলে আমাদের জন্মগ্রহণের পর থেকে কিন্তু মা-বাবা তাদের জীবনের সব স্বপ্নগুলো বাদ দিয়ে রেখে আমাদের জীবনের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করে এবং কি করে আমরা মানুষের মত মানুষ হবো সেই দিকে চেষ্টা করে।


আর এর ফলে মা-বাবার জীবনের দেখা স্বপ্নগুলো সব অপূরণ থেকে যায়। কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে আমাদের জীবনের স্বপ্নগুলো কি করে তারা পূরণ করতে পারে এবং এর জন্য তারা অনেক বেশি কঠোর পরিশ্রম করে। আর এজন্য তাদের বয়স কালে আমরা যখন ইনকাম করতে পারি তখন কিন্তু মা-বাবার সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব। কেননা যে মা-বাবা আমাদের জন্য নিঃস্বার্থভাবে তাদের সব স্বপ্নগুলো জলাঞ্জলি দিয়েছে তাহলে আমরা আমাদের যৌবনকালে কেন তাদের স্বপ্নগুলো অপূরণ রাখব। আসলে এজন্য আমাদের সব সময় অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় এই পরিবারের চাহিদাগুলো পূরণ করার জন্য। এরপর যখন আমাদের পরিবারে ভবিষ্যৎ প্রজন্ম চলে আসে তখন কিন্তু আমাদের পরিশ্রমের পরিমাণ আরও দ্বিগুণ বৃদ্ধি পায়।


শুধুমাত্র মা বাবার স্বপ্নগুলো তখন নয়, একই সাথে আমাদের সন্তানদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের দ্বিগুণ পরিশ্রম করতে হয়। আর এভাবে আমরা পরিশ্রম করতে করতে যখন বার্ধক্যের সময় চলে আসব তখন কিন্তু আমরা আর আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করার সময় থাকবে না। আমাদের সন্তানদের যদি আমরা মানুষের মতো মানুষ করে করে তুলতে পারি তখন কিন্তু তারা আমাদের জীবনে অপূরণ করার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবে। আর আমাদের সন্তানরা যখন আমাদের স্বপ্নগুলো পূরণ করবে তখনই কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে। আর এজন্য বয়স যত বাড়ে ততই স্বপ্নগুলো যেন আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তাই আমাদের সবার উচিত নিজেদের স্বপ্নকে নয় নিজের পরিবার এবং আপনজনদের স্বপ্নকে বড় করে তাদের স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমাদের।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33