রেনডম ফটোগ্রাফি পোস্ট [Random Photography - Episode 03]

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। ছবিগুলো আমি আমাদের শহর থেকে তুলেছি। ছবিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন।

IMG_20240324_113504.jpg

ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি এটি আসলে একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি নদীর পাড়ে অবস্থিত। বর্ষা মৌসুমে এই রেস্টুরেন্টটি শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। তবে শুষ্ক মৌসুমে এই রেস্টুরেন্টে খুব একটা বেশি লোকজন আসে না।

IMG_20240324_113012_1.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশ রাখা হয়েছে। এই বাঁশগুলো বিক্রির জন্য এখানে রাখা আছে। শহরের মানুষজন বিভিন্ন প্রয়োজনে এখান থেকে বাঁশ কিনে নিয়ে যায়।

IMG_20240324_113035.jpg

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভ্যানের উপরে অনেকগুলো বাঙ্গি রাখা আছে। এই ফলটা রমজান মাসে রোজাদারদের কাছে দারুন পছন্দের একটি ফল। এই ফলটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাঙ্গি মূলত একটু বয়স্ক লোকজন বেশি খেয়ে থাকে। কম বয়সী ছেলেপেলেরা এই ফলটা খুব একটা বেশি পছন্দ করে না। তবে সারাদিন রোজা থাকার পর এই ধরনের ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 2 months ago 

চমৎকার রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেস্টুরেন্ট দেখে খুবই ভালো লাগলো আমার। পাশাপাশি বাঁশ পালা দেওয়া রয়েছে এক জায়গায়। বেশ ভালো লাগলো আপনার এই পোস্ট।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 61978.49
ETH 3408.83
USDT 1.00
SBD 2.48