বাংলা ভাষা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


বাংলা আমাদের মাতৃভাষা। আসলে এমন ভাষা আর পৃথিবীতে একটাও নেই। আর এই ভাষায় কথা বলতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমরা জন্মের পর আমাদের প্রথম বাংলা ভাষা হল মা। আসলে একমাত্র বাংলা ভাষায় মা ডাকার মধুরতা যে কতটা বেশি তা একমাত্র আমরাই বুঝতে পারি। এই ভাষা হল এমন একটা ভাষা যে ভাষার জন্য এই পৃথিবীতে বহু লোক তাদের প্রাণ দিয়েছে। আর পৃথিবীতে একটি মাত্র ভাষা নেই যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। তাহলে এ থেকেই বোঝা যায় যে বাংলা ভাষাকে মানুষ কতটা বেশি ভালোবাসে। আসলে বাংলা ভাষার গুনোগান করার মতো ভাষাও কিন্তু আমাদের কাছে নেই।



কারণ আমরা বাংলা ভাষাকে নিয়ে যতই কথা বলি না কেন সেই কথা কখনো শেষ হবে না। এই ভাষাকে যারা অপমান করে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। আর আমরা বাঙালি হয়ে এই বাংলা ভাষার অপমান কখনোই সহ্য করতে পারবো না। আসলে এই বাংলা ভাষার জন্য আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত। তবুও কোন কিছুর বিনিময়ে এই ভাষার অপমান আমরা হতে দেব না। আসলে এখন বিভিন্ন দেশে এই বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। আমাদের পৃথিবীতে যত কবি রয়েছে তার মধ্যে এই বাঙালি কবি সবথেকে বেশি এবং এই বাঙালি কবিদের নিয়ে অনেক বেশি চর্চা হয় বাইরের দেশে।

আসলে এই বাংলায় জন্মগ্রহণ করে আমাদের যেমন জীবনটা ধন্য হলো তেমনি বাংলা ভাষার মতো এমন একটা ভাষায় আমরা কথা বলতে পেরে আমাদের পুরো জীবনটাই যেন সার্থক হয়ে গেল। তাইতো আমরা কখনো কোন কিছুর বিনিময়ে এই বাংলা ভাষার অপমান করা এবং কেউ যদি কখনো অপমান করে তাহলে তার বিরুদ্ধে আমরা সব সময় রুখে দাঁড়াবো। এছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল গুলো রয়েছে। যেখানে বাংলা ভাষায় কোন পড়াশোনা করা হয় না। আসলে বর্তমানের পিতা মাতারা তাদের সন্তানদেরকে বাংলা মিডিয়াম রেখে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে। আসলে এতে করে বাংলার প্রাচুর্যতা নষ্ট হচ্ছে এবং এই বাংলার প্রতি মানুষের শ্রদ্ধাভক্তি অনেকটা কমে যাচ্ছে। তাইতো বাংলা ভাষাকে আবার জাগরিত করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা করতে হবে।


বাংলা ভাষা


বাংলা ভাষাকে যারা ভালোবাসে,

বাংলার টানে তারা ফিরে আসে।

ভাষার জন্য তারা জীবন দিতে,

আগে পিছনে একবারও না ভাবে।


এই বাংলার জন্য বহু মানুষ,

জীবন দিয়েছে এই পৃথিবীতে।

সেই বাংলায় আমরা কথা বলি,

তাই মনে গর্ববোধ জাগে।


গর্ব করে আমরা বলতে পারি,

এমন ভাষায় পৃথিবীতে আর নাই।

এই ভাষাকে যারা অপমান করে,

তাদের এই বাংলায় ঠাই নাই।


এমন সুন্দর মধুর ভাষা,

পৃথিবীতে আর কোথাও নাই।

বাংলায় তাই কথা বলে,

ধন্য হলো আমাদের পুরো জীবনটাই।


বাংলা আমাদের মাতৃভাষা,

বাংলা সকল বাঙালি অহংকার।

এই বাংলায় একবার জন্মগ্রহণ করে,

আবার আমরা জন্মাতে চাই বারবার।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 23 days ago 

বাংলা ভাষা নিয়ে অসাধারণ একটি কবিতা রচনা করেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। বাংলা ভাষা আমাদের অহংকার। বাংলায় একবার জন্মগ্রহণ করে, আবার আমরা জন্মাতে চাই বারবার। এ দুটি চরণ সত্যিই খুব দারুণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64310.07
ETH 3504.54
USDT 1.00
SBD 2.49