শিক্ষার কোন বয়স নাই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষার কোন বয়স নাই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে শিক্ষা অমূল্য সম্পদ। এই পৃথিবীতে শিক্ষার মাধ্যমে একটা জাতি একদম নিম্ন স্তর থেকে একদম উচ্চস্থারে পৌঁছে যেতে পারে। আসলে শিক্ষার গুরুত্ব যে কতটা বেশি তা একমাত্র শিক্ষিত লোকরা জানতে পারে। এই পৃথিবীতে যখন মানুষ শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছে তখন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করেছে এবং এই শিক্ষার সঠিক দিকগুলো কাজে লাগিয়ে মানুষ আজ বিভিন্ন উঁচু স্তরে পৌঁছে গেছে। আসলে মানুষ যদি শিক্ষা গ্রহণ না করে এভাবে অশিক্ষিত লোকের মতো চারিপাশে বসবাস করত তাহলে আমাদের দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারতো না। এজন্য একটা দেশ যখন শিক্ষার দিক থেকে এগিয়ে থাকে তখন সেই দেশ সারা পৃথিবীর সর্বোচ্চ স্তরে অবস্থান করে। আমরা যখন অন্যান্য উন্নয়নশীল দেশগুলো দেখতে পাই তখন এর গভীরে গেলে আমরা দেখতে পাই যে সেসব দেশে অশিক্ষিত লোকের সংখ্যা খুবই কম। এছাড়াও সেই সব দেশের লোকেরা শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং সঠিক শিক্ষা গ্রহণ করে তারা আজ জীবনে অনেক উন্নতি করতে পারে।

আসলে একটা জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা সবচেয়ে বেশি। কারন শিক্ষা ছাড়া কোন জাতির বিকাশ এবং উন্নয়ন কখনোই সম্ভব হতে পারে না। আসলে আমাদের মানবদেহে যেমন বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের মানব দেহের জন্য দরকার। ঠিক তেমনি শিক্ষাও আমাদের মানুষের জীবনে চলাফেরা এবং বিভিন্ন উন্নতির চরম শিখরে আরোহন করতে পারার জন্য খুবই দরকার। আসলে এই শিক্ষার গুরুত্বের জন্য আজ মানুষ সঠিক শিক্ষা গ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। আপনি একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন যে একটা শিক্ষিত লোক যদি কোন কাজ খুব সহজে করতে পারে ঠিক তেমনি একজন অশিক্ষিত লোক সেই কাজটি খুব সহজে কখনোই করতে পারবে না। কারন শিক্ষা মানুষের বৃদ্ধিকে বিকাশিত করে। আর মানুষের বুদ্ধি যখন বিকশিত হয় তখন তার মধ্যে নতুন নতুন সৃজনশীল কাজ করার ক্ষমতা জন্ম নেয়। তাইতো শিক্ষার গুরুত্ব একমাত্র শিক্ষিতরাই বোঝে।


এছাড়াও আমরা পৃথিবীতে দেখতে পাই যেসব খারাপ ব্যক্তিরা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে তারা কিন্তু কখনোই শিক্ষিত লোক নয়। আসলে শিক্ষিত লোক কখনো এই ধরনের খারাপ কাজকর্ম করতে পারে না। কারণ শিক্ষা মানুষের মধ্যে কোনটা খারাপ এবং কোনটা ভাল এই পার্থক্য বুঝতে শেখায়। আর এজন্য এই শিক্ষিত লোক পৃথিবীতে সবার কাছ থেকে সম্মান পেয়ে থাকে। আসলে বর্তমান সময়ে বিভিন্ন ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ না করে তারা এদিক-ওদিক ঘুরে বেড়ায় এবং এসব বাচ্চারাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। আসলে আমাদের অবশ্যই শিক্ষার গুরুত্ব গ্রহণ করে সবার মাঝে এই শিক্ষাকে পৌঁছে দিতে হবে। আসলে আমরা যদি সবার মাঝে এই শিক্ষাকে পৌঁছে দিতে না পারি তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর এজন্য আমাদের সবাইকে দেশের অশিক্ষিত লোকদেরকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝাতে হবে।



আসলে মানুষ যে কোন বয়সে এই শিক্ষা গ্রহণ করতে পারে। কারন আমরা জন্মের পর থেকে এই পৃথিবী থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করি। আসলে প্রকৃতি থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। আর এজন্য মানুষ জন্মের পর থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত বিভিন্ন শিক্ষা গ্রহণ করে এবং এই শিক্ষা তাদের সারাজীবন কাজে লাগে। আর এই শিক্ষার গুরুত্ব বুঝে সরকার আজ আমাদের মাঝে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। আসলে একজন শিক্ষিত লোকের পক্ষে এই পুরো জাতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আসলে আমরা যদি সবাই মিলে শিক্ষিত হতে পারি তাহলে আমরা সবাই মিলে এক এক করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নিজেদের দেশকে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারব। তাইতো আমাদের সবাইকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

আমি যদি বাংলায় পারদর্শী হতে পারতাম...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 61236.82
ETH 2672.65
USDT 1.00
SBD 2.61