কিশোর হান্নানের অপূর্ণ স্বপ্ন (ষষ্ঠ পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


যেহেতু সে শহরের সবকিছু এখনো ভালোভাবে চেনে না। তাই বন্ধু সবুজকে ফোন দিয়েছিল। পূর্ব পরিকল্পনা মতো নির্ধারিত সময়ে হান্নান সমস্ত টাকা পয়সা নিয়ে রওনা দেয় সবুজের বাসার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে হান্নান দেখে সবুজ আগে থেকেই তার জন্য তৈরি হয়ে আছে। তবে হান্নান সবুজের সাথে আরো ৪-৫ জন ছেলেকে দেখতে পায়। তখন হান্নান সবুজকে জিজ্ঞেস করে এরা কারা? সবুজ হান্নানকে জানায় তুই এতগুলো টাকা নিয়ে যাবি শুনে আমি ওদেরকে আসতে বলেছি। ওরা সবাই আমার বন্ধু-বান্ধব। এতগুলো টাকা নিয়ে দুজনে রওনা দেয়া ঠিক হবে না।

Black and Gold Fancy New Year Card_20240908_103516_0000.png

এই কথা বলার পর তারা একটা অটো রিক্সা নিয়ে কাঙ্খিত জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। তবে অটো রিক্সা কিছুদূর আগানোর পর হান্নান খেয়াল করে অটো রিক্সা একটা অচেনা রাস্তার দিকে রওনা দিয়েছে। তখন হান্নান সবুজকে জিজ্ঞেস করে এটা আমরা কোন দিকে যাচ্ছি? সবুজ তাকে জানায় এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। তুই রাস্তাটা চিনবি না। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। হান্নান খেয়াল করে দেখে তাদের অটো রিক্সা একেবারে নির্জন একটা জায়গায় চলে এসেছে। এর ভেতরে হঠাৎ করে সবুজ অটো রিক্সা থামাতে বলে। সবুজ হান্নানকে বলে আমার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তুই একটু অপেক্ষা কর।

এই কথা বলে সবুজ অটো রিক্সা থেকে নেমে কিছুটা দূরে গাছের আড়ালে চলে যায়। এর ভেতরে সবুজের সাথে থাকা সেই চার পাঁচ জন হান্নানকে জাপটে ধরে। তাদের ভেতরে একজন কোমর থেকে ছুরি বের করে হান্নানকে বারবার আঘাত করতে থাকে। যতক্ষণ পর্যন্ত হান্নান নিস্তেজ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে ছুরি মারতে থাকে। যখন তারা নিশ্চিত হয় হান্নান মারা গিয়েছে। তখন তারা হান্নানের কাছে থাকা টাকাগুলো নিয়ে নেয়। আর অটো রিক্সা সিটের নিচে থেকে একটা বস্তা বের করে সেই বস্তায় হান্নানের লাশ ভরে পাশের নদীতে ফেলে দেয়। আর এভাবেই হান্নানের স্বপ্ন অধরা অপূর্ণ রয়ে যায়। (সমাপ্ত)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.22
JST 0.036
BTC 98531.65
ETH 3359.79
USDT 1.00
SBD 3.16