ভুল

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের কাজ সবসময় করে থাকি। কখনো কখনো আমরা আমাদের মনের অজান্তে কোন কাজ ভুল করে ফেলি। আসলে এই পৃথিবীতে যারা কাজ করে তাদের দ্বারা যে দুই একটা ভুল হবে না এমন কোন কথা নেই। কারণ ভুল মাত্র মানুষই করে। আর যারা জীবনে কোন কাজ করে না এবং কোন বিষয়ে কোনো রকম মন্তব্য করে না তাদের জীবনে কখনো ভুল হয় না। আসলে এই ভুলের জন্য যদি আমরা কোন কাজ না করে বসে থাকি তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে আমাদের এই ভুলকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ যখনই আমরা কোন নতুন কাজ করব এবং সেই কাজ করার জন্য চেষ্টা করব তখন দু'একবার কিন্তু আমাদের ভুল হতেই পারে। আরে ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

আসলে এই পৃথিবীতে মানুষ কিন্তু সব সময় ভুল থেকে শিক্ষা নেয়। আর আমরা যদি কোন কাজে ভুল না করি তাহলে আমরা সেই কাজ সম্পর্কে তেমন কোন ধারনা পাবনা এবং অনেকটা আন্দাজ এর উপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আসলে যখন একটা কঠিন কাজ করতে যাব তখন সেই কাজে মাঝে মাঝে আমরা সফলতা অর্জন করব এবং মাঝে মাঝে ভুল করব। আসলে কোন কাজে যদি আমরা ভুল করি তখন আমরা সেই কাজের কোন জায়গাটিতে আমাদের ভুল হয়েছে সেই জায়গাটি আমরা বুঝতে পারবো এবং সেই জায়গাটি সংশোধন করে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ আমরা যদি ঘরে বসে বসে কোন কিছু চিন্তা করে সমাধান করার চেষ্টা করি তাহলে কখনোই কোন কিছু সমাধান করতে পারব না। কেননা ভুল আমাদের সবসময় সঠিক করার জন্য শিক্ষা দেয়।


এছাড়াও কোন কাজ দূর থেকে দেখতে একরকম কিন্তু যখন আমরা সেই কাজটি কাছে এসে করি তখন অন্য রকম মনে হয়। কারণ যে কাজটিতে আমরা মনে করি যে এই বিষয়টি কঠিন হবে কিন্তু করার সময় দেখি সেই বিষয়টি সব থেকে সহজ। এছাড়াও যখন কোন বিষয়ে আমরা ভাবি যে এই কাজটি খুবই সহজ কিন্তু যখন করতে যাই তখন দেখি যে সেই কাজটি সবথেকে বেশি কঠিন। আসলে কোন কিছু যদি আমরা না করি তাহলে সে সব জিনিস সম্পর্কে আমরা কোন ধারণা পাব না। এছাড়াও মানব জীবনে ভুলকে যারা কাজের অন্তিম জিনিস মনে করে তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ কোন কাজে ভুল হয়েছে আর সেই কাজটি করব না এটা কিন্তু একটা ভুল চিন্তা ধারা। আসলে ভুল হলে যে আমরা সেই কাজটি করব না এই ধরনের মন মানসিকতা দূর করে আমাদের সেই কাজে আরও বেশি চেষ্টা করতে হবে।

আসলে প্রতিটা জিনিসটা চেষ্টা করার ফলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে যদি মানুষ ভুল থেকে কোন শিক্ষা নিয়ে সামনে এগোতে পারে তাহলে মানুষ আর কখনো পরবর্তীতে কোন ভুল করে না। আর ভুল করে যদি মানুষ সেই কাজটি ছেড়ে দেয় এবং কখনো না করে তাহলে মানুষের কোন কিছু শিখতে পারে না। আসলে ভুল করার প্রধান দিক হলো মানুষকে সেই বিষয়ে শিক্ষা নিতে হয়। কেননা আমরা যদি কোন জায়গায় দুর্বল থাকি আমাদের সেই জায়গাতেই ভুল হয়। আর এজন্য আমরা ভুলকে সবসময় শিক্ষা নেওয়ার অন্যতম একটা দিক হিসেবে বিবেচনা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 13 days ago 

আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে ভুল থেকে যারা শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায় তারাই কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। তবে যারা ভুলকে ভয় পেয়ে গুটিয়ে রাখে নিজেকে তারা কিন্তু ভালো কিছু করতে পারেনা।

কোন কাজে ভুল হয়েছে আর সেই কাজটি করব না এটা কিন্তু একটা ভুল চিন্তা ধারা

এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে, ভুল হয়েছে এটা বোঝার পরও সে বারবার সেই ভুল করে। কারণ তার মন মানসিকতাই মূলত ভিন্নরকম।নিজেকে বদলাতে চায় না বা খাপ খাওয়াতে চায় না। মানসিকতার উন্নতি না করলে সেখানে কোন কিছুই ভালো হয় না।

সত্যি আপনি অসাধারন একটি ব্লগ শেয়ার কোরেছেন।আসলে সেই সফল, যে ভুলথেকে শিক্ষা গ্রহোন করে। @raintears আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের কে এতো সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য।

 11 days ago 

মানুষ মাত্রই ভুল এবং ভুল হওয়াটা একেবারে স্বাভাবিক। কিন্তু ভুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং একই ভুলের যাতে পুনরাবৃত্তি না ঘটে,সেদিকে খেয়াল রাখতে হবে। যে বা যারা একই ভুল বারবার করে, তারা জীবনেও সফলতা অর্জন করতে পারে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

মানুষ ভুল থেকেই শিক্ষার্জন করে। প্রতিটা মানুষই কম বেশি ভুল করে। আমরা দূর থেকে অনেক কিছুই দেখি কাছে গেলে ভুল প্রমাণিত হয়। আর সে ভুল থেকেই প্রকৃত মানুষ শিক্ষ অর্জন করে। আজকের পোস্টটি আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83