মানুষের পরিবর্তন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের পরিবর্তন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে একজন মানুষের মন যে কখন পরিবর্তন হয়ে যায় এটা আমরা কখনো বুঝতে পারি না। কারণ যে মানুষটা কয়েকদিন আগেও আমাদের কাছে অন্যরকম ছিল। কিন্তু হঠাৎ করে সে মানুষটা আজ আমাদের থেকে অনেক দূরে থাকে এবং আমাদের দেখলে সব সময় তারা পাশ কাটিয়ে চলে যায়। আসলে আমরা বিভিন্ন ধরনের লোক এই সমাজে বসবাস করি। কারণ এক একজন মানুষের মন মানসিকতা সবসময় এক এক ধরনের হয়ে থাকেন। এছাড়াও আমরা সমাজে দেখি যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে চলাফেরা করে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদের ওয়েট বজায় রেখে সমাজে বসবাস করে এবং চলাচল করে। তারা খুব একটা বেশি লোকজনের সাথে কথাবার্তা বলে না।

আসলে আমরা মানুষ হিসেবে একই সমাজে বসবাস করে যদি একই সমাজের সকল ব্যক্তিদের সাথে ভাল মন মানসিকতা নিয়ে কথাবার্তা না বলি তাহলে আমরা কখনোই একজন ভালো সামাজিক নাগরিক হিসেবে নিজেদের পরিচিত করতে পারবো না। কারণ সমাজের প্রতিটা লোকের দেখাশোনা এবং তাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। সমাজের কোন একজন যদি কোন বিপদে পড়ে তাহলে আমরা সবাই মিলে সেই বিপদ থেকে সেই লোকটিকে সবসময় উদ্ধার করব। কিন্তু দিন দিন মানুষের মন পরিবর্তন হচ্ছে এবং এই মন পরিবর্তন হওয়ার ফলে মানুষ আর আগের মতো সেই সাহায্যের মন মানসিকতা কখনোই রাখে না।

আসলে একজন মানুষকে সাহায্য করলে যে সেই মানুষটির ভালো হবে তাও কিন্তু এখন মানুষ চায়না। আসলে এখন মানুষের মন মানসিকতা অনেকটা নিচু হয়ে গেছে। কারণ তারা এখন শুধুমাত্র সমাজে নিজেদেরকে একাকী মনে করে এবং তাদের অন্য কাউকে কখনোই প্রয়োজন হয় না বলে মনে করেন। আসলে সমাজের কোন লোকটাকে যে আমাদের কখন প্রয়োজন হবে তা কিন্তু আমরা কখনোই নিজেরা বুঝতে পারি না। আসলে ধরুন আপনি বাড়িতে একা রয়েছেন এবং হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন এবং আপনার বাড়ির প্রিয়জন যদি বাড়িতে না থাকে তাহলে আপনার কি অবস্থা হবে। তখন কিন্তু আপনার পাশের প্রতিবেশীরা এসে আপনাকে সাহায্য করবে।


আসলে হুট করে মানুষের এসব পরিবর্তন কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি না। আর মানুষ যদি এভাবে নিজেদেরকে পরিবর্তন করতে চেষ্টা করে এবং পরিবর্তন হয়ে যায় তাহলে সমাজ আর সমাজ কখনোই থাকবে না। এই সমাজে দেখা যাবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা। কারণ সমাজে যদি বিশৃঙ্খলা তার সৃষ্টি হয় তাহলে দেশের আইন কানুন ব্যবস্থাও কিন্তু দিন দিন ভেঙ্গে পড়বে। আসলে আগেরকার মানুষের মন মানসিকতা অনেক ভাল ছিল এবং তারা কখনো অন্যের ক্ষতি করতে চাইতো না। আর এই মন মানসিকতার পরিবর্তন যাতে আমাদের না হয় আমরা সেদিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখবো।

আসলে তাইতো আমাদের সমাজের প্রতিটা লোককে এই হঠাৎ করে পরিবর্তনটাকে রোধ করতে হবে এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসতে হবে। আর আমরা যদি একে অন্যের সাহায্য না করি তাহলে আমরা কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারব না। কারণ যে সমাজের লোকজন একে অপরের প্রতি সহানুভবতার মন মানসিকতা না রাখে সেসব সমাজের লোকেরা সব সময় অন্যান্য সমাজ অপেক্ষা পিছিয়ে থাকে। তাইতো আমাদের আগের মতো হয়ে এটি অন্যকে ভালবাসতে হবে। কারণ আমরা যদি আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে একাকী সমাজের বসবাস করি তাহলে আমরা কখনোই সুখী হতে পারব না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 24 days ago 

প্রয়োজনের তাগিদে কিন্তু মানুষ সমাজবদ্ধ হয়েছে। কিন্তু বর্তমান সময়ে মানুষ নিজেরা নিজেদেরকে এত বড় বীর মনে করে কাউকে মানুষ মনে করতে চায় না সমাজের মানুষের সাথে মিল মহব্বত রেখে চলতে চায় না। বেশিভাগ দেখা যায় ক্ষমতার জোর নিজের কিছু শক্তির জোর। কিন্তু বিপদে পড়লে আত্মীয়-স্বজনের আগে কিন্তু পাড়া প্রতিবেশীদেরই বেশি প্রয়োজন পড়ে। আর এই সমস্ত বিষয়গুলো যারা মাথায় রেখে চলে তারা অবশ্যই সমাজের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং ভালো ব্যবহার করে চলে। খুব সুন্দর একটা বিষয়কে কেন্দ্র করে আপনি পোস্ট লিখেছেন পড়ে ভালো লাগলো আমার।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66917.83
ETH 3499.90
USDT 1.00
SBD 2.89