গাছ লাগান পরিবেশ বাঁচান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গাছ লাগান পরিবেশ বাঁচান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


কি মানুষের আপনারা কি এখনো কিছু টের পাচ্ছেন না? আসলে কবে আপনারা টের পাবেন। যখন আপনার মরার সময় হবে তখন আপনারা আপনাদের অপকর্মের সবকিছু মনে পড়বে এবং তখনই আপনারা সবকিছু বুঝতে পারবেন। আসলে আমি এখনকার সময়ে গরমের কথা বলছি। এখনো তো পুরোপুরি গরম পড়তে শুরু করেনি। আর এর মাঝেই আমরা সবাই গরমে হাঁসফাঁস করছি। আসলে পৃথিবীতে কয়েকজন খারাপ মানুষের জন্য আজ পৃথিবীর সকল মানুষেরা এত কষ্ট পাচ্ছে গরমে। আসলে আমরা আমাদের ঠাকুরদাদাদের মুখে শুনেছি যে তাদের সময়ে পরিবেশটা এতটা গরম ছিল না। শীতকালেও এত বেশি গরম পড়তো না কখনো।


তখনকার পরিবেশ ছিল নাতিশীতোষ্ণ পরিবেশ। তখন না ছিল বেশি অতিরিক্ত গরম এবং না ছিল অতিরিক্ত ঠান্ডা। এছাড়াও এখনকার সময়ের মতো এত বেশি দুর্যোগ তখন হত না। আসলে এই সব কিছুর মূলে হলো অতিরিক্ত হারে গাছ কাটা। কারণ প্রাচীনকাল থেকে মানুষের সংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করেছে সেই পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে এসে আমরা জনসংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। আর এইভাবে যদি জনসংখ্যা একই হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে এই পৃথিবী একসময় মরুভূমিতে পরিণত হবে। আর আমাদের সারা বছরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হবে।



আর কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে গরমের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে আমরা ঘরের এসির মধ্যেও কিন্তু ঠিকঠাক ভাবে থাকতে পারছি না। কারণ ঘরের এসিও ঘর ঠান্ডা করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আসলে বাইরে যারা এখনো ঘোরাফেরা করেন এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করেন তারা হয়তোবা প্রকৃত বুঝতে পারবে যে বাইরের গরমের পরিমাণ কতটা বেশি। কারণ আমরা ঘরের ভিতরে বসে যদি এসি চালিয়ে থাকি তাহলে এই বাইরের তাপমাত্রা আমরা সঠিকভাবে কখনোই বুঝতে পারবো না। আসলে আমরা যদি মানুষেরা এখনো নিজেদের এই অভ্যাসকে পরিবর্তন না করি তাহলে পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে।


আসলে প্রাচীনকাল থেকে অতিরিক্ত জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি এই অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর জায়গা। আর এজন্য মানুষ বন জঙ্গল কেটে ফেলে সেখানে বসবাসের উপযোগী জমি তৈরি করছে এবং আস্তে আস্তে সেই সব জায়গায় পুনরায় আবার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাইতো এক দিক থেকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্য দিক থেকে দেশের গাছপালার পরিমাণ কমতে থাকছে। আর এর ফলে বর্তমান সময়ে এত বেশি পরিবেশ গরম হয়েছে যে আমাদের এই গরমের মধ্যে থাকতে অনেক বেশি কষ্ট হচ্ছে।



তাইতো এখনই প্রত্যেকটা লোককে সচেতন হতে হবে এই অতিরিক্ত হারে গাছ কাটা ফল যে কতটা খারাপ। আসলে আমরা যদি এখনো মূর্খের মতো গাছ কেটে যাই এবং জনসংখ্যা বৃদ্ধি করি তাহলে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে এতটা কঠিন হচ্ছে এখনকার সময়ে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি করে এই পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে থাকতে পারবে। তাইতো আমাদের উচিত এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন পৃথিবী রেখে যাওয়া। এজন্য আমাদেরকে অতিরিক্ত গাছ লাগাতে হবে এবং পরিবেশ রক্ষা করতে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 28 days ago 

গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান টি অনেক আগেই শুনেছি।তবে এর কারণ টা এখন বুঝতে পারি।কেন শ্লোগানটি তৈরি করা হয়েছিল।পরিবেশ রক্ষা করতে গাছ লাগানো অপরিহার্য।তবে বর্তমান পরিবেশের পরিস্থিতি আর নাতিশীতোষ্ণ নেই আগেকার মত।সত্যি আফসোস হয় এতো গাছ মানুষ কেন কেটে ফেলে দালানকোঠা করে পরিবেশকে হুমকির দিকে ঠেলে দেয়।ভালো লাগলো পোস্টটি,ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

গরম যত বেড়ে যাচ্ছে মানুষের জীবন আরও বেশি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। গাছ লাগানো সত্যি অনেক উপকারী। বেশি করে গাছ লাগালে হয়তো এরকমটা কখনো হত না। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি গাছ লাগানো প্রয়োজনীয়। কিন্তু অনেক ক্ষেত্রে গাছ লাগানোর প্রতি আমাদের কোন আগ্রহ তৈরি হয় না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62567.99
ETH 3431.85
USDT 1.00
SBD 2.47