হারিয়ে যাওয়া শৈশব।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হারিয়ে যাওয়া শৈশব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে শৈশব স্মৃতি আমাদের সবার জীবনে থাকে। এইসব স্মৃতি কারো কারো জীবনে আনন্দের আবার কারো কারো জীবনে অনেক দুঃখের হয়ে থাকে। আসলে শৈশবের স্মৃতি আমাদের মনে পড়লে আমাদের মনটা আবার সেই শৈশবে ফিরে যেতে চায়। মানুষ তার জন্মভূমিকে অবশ্যই ভালোবাসে। কারণ এই জন্মভূমির প্রতিটা অলিগলি রাস্তা সবকিছুই সে উপলব্ধি করেছে তার শৈশবকালে। আসলে প্রতিটা জিনিসের সাথে আমরা যেন মায়ার বাঁধনে জড়িয়ে পড়ি। কারণ মা বাবা যেমন আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের শৈশবকালে। তেমনি চারিদিকের প্রকৃতিতে থেকে আমরা অনেক কিছু পেয়েছি যা আমাদের শৈশব কালকে রঙিন করে দিয়েছে।

আসলে সত্যি কথা বলতে যে আমি যখন এই পোস্টটি লিখছিলাম তখনও আমার সেই শৈশব স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে কতই না দুষ্টুমি করেছি এই শৈশবকালে। তখনকার সময়ে বর্তমান সময়ের মতো এতসব আধুনিক যন্ত্রপাতি ছিল না। অর্থাৎ আমি বর্তমান সময়ের মোবাইলের কথা বলছি। তখনকার সময়ে আমরা দুপুরের পর পর যখন বিকাল হত তখন আমরা সবাই মিলে মাঠে গিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। আসলে বর্তমান সময়ে দেখি যে বাচ্চাকাচ্চারা বিকাল হলেই মোবাইল নিয়ে ঘরের ভিতরে বসে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের গেম খেলে।

আসলে তখনকার সময় আমরা প্রায় দুপুরের পর পর থেকে শুরু করে একদম সন্ধ্যার আগে পর্যন্ত মাঠে খেলাধুলার করতাম। এছাড়াও ছুটির দিনগুলোতে আমরা তেমন একটা পড়াশোনা না করে সকালবেলা ঘুম থেকে উঠে খাবার-দাবার খেয়ে ফেলে চলে যেতাম আর প্রায় সারাদিন খেলাধুলা করে যখন আবার ক্ষুধা লাগতো তখন আবার বাড়িতে এসে খেয়েদেয়ে এবং স্নান করে পুনরায় আবার খেলতে চলে যেতাম। আসলে বাইরে গিয়ে খেলাধুলা করায় যেমন শরীরের ভালো হয় তেমনি আমাদের মানসিক বিকাশও অনেক সুন্দর হয়। আসলে যারা এত মধুর শৈশব কাটাতে পারেনি তারা বর্তমান জীবনে খুব আফসোস করে।


আসলে শৈশবকালে যখন আমরা দলবেঁধে স্কুলে যেতাম সেই স্মৃতিগুলো কিন্তু অনেক মধুর ছিল। আসলে এই শৈশব কালটা সবার কিন্তু একই রকম যায়না। কারণ এই শৈশবকালটা মধ্যবিত্ত এবং ধনী পরিবারের লোকেদের সন্তানদের একটু ভালো গেলেও গরিব শ্রেণীর লোকেদের সন্তানেরা তাদের তেমন বেশি একটা উপভোগ করতে পারে না। কারণ তাদের জন্মটা হয় অভাবের মধ্য দিয়ে। আর তারা সামান্য একটু বড় হতেই তারা ছোটখাটো বিভিন্ন ধরনের কাজকর্ম করতে থাকে। আসলে তাদের সাংসারিক জীবন যাপন খুব কষ্টের মধ্যে যায়। এজন্য তারা খুব অল্প বয়স থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম লেগে পড়ে।



আসলে এর ফলে তারা মাঠে খেলাধুলা করতে যেতে পারে না এবং স্কুলেও যেতে পারে না। তাইতো এই সব শ্রেণীর লোকেরা যখন বড় হয় এবং তারা যখন তাদের শৈশব স্মৃতির কথা মনে করে তখন তাদের সেই সব শৈশব স্মৃতির কথা মনে করে কষ্ট ছাড়া আর কিছুই পেতে পারে না। আসলে শৈশবের অনেক কথা আজও আমাদের মনে থাকে। আমাদের সবার যেন মনে হয় আমরা পুনরায় যদি আবার সেই শৈশবকালে ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কারণ বর্তমান সময়ের শিশুদের শৈশবকাল বলতে কোন কাল থাকে না। কারণ তারা দিন দিন বড় হয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মধ্য দিয়ে। তাইতো তাদের মানসিক বিকাশও অনেক কম হয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 27 days ago 

আসলে শৈশব সবারই কম বেশি রঙিন হয় । তবে যার যে অবস্থান সেখান থেকে সবার শৈশব এক হয় ও না। শৈশবের কথা মনে পড়লে সবারই তখনকার দিনে ফিরে যেতে ইচ্ছা করে। কতই না ভালো ছিল সেই দিনগুলোই তখন মনে পড়ে । কিন্তু এখনকার বাচ্চাদের ঠিক বলেছেন শৈশবের কোন কিছুই মনে করার নেই তারা একটু বড় না হতে হতেই তাদের কাছে ফোন ,ফোন ছাড়া যেন তারা কিছুই বোঝেনা। আপনার শৈশবে কাটানো মুহূর্তের কথা এবং এখনকার বাচ্চাদের ভবিষ্যৎ অন্যরকম আপনার মতামত ভালো লাগছে। সেই সাথে আপনার শৈশব এর গল্প শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মতামত টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.55
ETH 3490.29
USDT 1.00
SBD 2.53