বাংলাদেশি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ( প্রথম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নাম যখন প্রথম শুনি। তখন তার সম্বন্ধে কোনো ধারনাই ছিলো না। তবে তার উপর খুবই মেজাজ খারাপ হয়েছিল। কারণ সে আমাদের সকলের প্রিয় উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটকে সরিয়ে দলে এসেছিলো। তখন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট সমর্থক খালেদ মাসুদকে পছন্দ করতো। কারণ খালেদ মাসুদ পাইলট যেমন দারুন কিপিং করতেন। তেমনি ব্যাট হাতেও প্রতিনিয়ত কিছু না কিছু রান করতেন। সেই লোককে সরিয়ে হঠাৎ করে আনকোরা ১৭ বছর বয়সী এক কিশোরকে দলে নেয়ায়।

IMG_20240824_233000.jpg

বাংলাদেশি সমস্ত দর্শক নির্বাচকদের উপর ক্ষেপে গিয়েছিলো। মুশফিকুর রহিমের প্রথম ম্যাচটা আমি দেখেছিলাম কিনা সেটা আমার মনে নেই। তবে তাকে আমি প্রথম খেলতে দেখি ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচে। সেই ম্যাচে তিনি দারুন ব্যাটিং করেছিলেন। প্রথম দিন তার ব্যাটিং দেখেই তার ভক্ত হয়ে গিয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত তার ব্যাটিংয়ের গুণমুগ্ধ দর্শক হয়ে রয়েছি। আপনাদের অনেকেরই মনে হতে পারে মুশফিকের ব্যাটিংয়ে কি এমন আহামরি আছে? মুশফিকের থেকে ভালো স্ট্রোক মেকার তো বাংলাদেশে অনেক আছে। বরং সেই তুলনায় মুশফিক কিছুটা ধীরে সুস্থে খেলে।

মুশফিক কে আমি যে কারণে পছন্দ করি সেটা হচ্ছে তার ব্যাটিং এর ধরন এবং কোয়ালিটি অপোনেন্টের বিপক্ষে তার পারফরমেন্স। বাংলাদেশে এখন পর্যন্ত ধারাবাহিক ব্যাটসম্যান খুব একটা বেশি আসেনি। যে কজন এসেছে তার ভেতর মুশফিক অন্যতম। মুশফিকের মত এমন টেকনিক্যাল সাউন্ড ব্যাটসম্যান এখন পর্যন্ত বাংলাদেশ দল পাইনি। বাংলাদেশের কতগুলো ম্যাচে যে মুশফিক দলকে বিপদ থেকে টেনে উঠিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84