তাপদাহ ও ২০৫০ সাল!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া এই দুই দেশের কথা যদি বলি। তাহলে বর্তমানে এই দুটি দেশে একটা ব্যাপার খুব ট্রেনন্ডিংয়ে রয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে এমন কোনো মানুষ নেই যে জানে না। অর্থাৎ ব্যাপারটি হলো, বর্তমানে যেনো এসি কেনার ধুম পরে গিয়েছে। অর্থাৎ সবদিকেই যেখানেই যাই সেখানেই শুধু এসি কেনার পোস্ট দেখতে পাচ্ছি এবং কেউ এসি কিনতে পারলে মনে করছে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বিশেষ করে এই তাপদাহ কিংবা গ্রীষ্মের অতিরিক্ত গরমের সমস্যার সমাধান একমাত্র এসি, এটাই সবাই ভেবে নিয়েছে।

কিন্তু কেউ একবারও ভাবছে না যে ২০২৪ সালে যদি গরমের তীব্রতা এতো বেড়ে যায়। তাহলে ২০৪০ কিংবা ২০৫০ সাল হতে হতে আমাদের এই পৃথিবী আদোও বসবাসযোগ্য থাকবে কিনা? কারণ যে পরিমাণ হারে গাছ কাটা হচ্ছে এবং যে পরিমাণ হারে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাতে কিন্তু কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তার পরিমাণে কিন্তু অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। সেই সাথে গাছ কাটার কারণে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন অনেক বেশি বেড়ে যাচ্ছে।

আরো একটি ব্যাপার হলো,এই যে এসি গুলি কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব একটা ভালো জিনিস নয়। কিন্তু তাও আমরা আমাদের স্বস্তির জন্য বর্তমানে এসি কিনে কাজ চালিয়ে দিচ্ছি। কিন্তু যখন ২০৫০ সালে এই পৃথিবী একেবারে অবাসযোগ্য হয়ে পরবে। তখন কি আমরা সবাই মাথায় করে করে একটা একটা এসি নিয়ে বের হতে পারবো?নিশ্চয়ই ব্যাপারটা খুব হাস্যকর! তাহলে আপনারাই চিন্তা করুন বর্তমান সময় যদি এই পরিমাণ গরম পরে। তাহলে ২০৫০ সালে কি হবে!

সবচেয়ে তিক্ত একটি সত্যি কথা হলো। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অবাসযোগ্য দেশ কিংবা পৃথিবী রেখে যাচ্ছি। যে পৃথিবীতে আসলে আর কোনো ভাবেই বাস করা সম্ভব হবে না। সেই সাথে তখন তারা কিন্তু গাছ লাগিয়েও আর কোনো লাভ হবে না। কারণ একটা গাছ বড় হতেও কিন্তু চার থেকে পাঁচ বছর সময় লাগে। হয়তো তখন তারা সেই সময়টাও হাতে পাবে না।
Sort:  
 28 days ago 

আপনার এই চিন্তাপ্রসূত লেখাটি পাঠকদের মধ্যে নিশ্চয়ই একটি ইতিবাচক পরিবর্তন আনবে। আশা করি, আমরা সবাই মিলে একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।

 25 days ago 

বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা যায় ২০৫০ সালে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাপমাত্রা এত বেশি থাকবে যেটা অসহনীয় হবে। এসি ছাড়া কখনোই ঘরের মধ্যে থাকা যাবে না। যেটি বর্তমানে আমরা নিজেরাই দেখতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভবিষ্যৎ পরিস্থিতিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য।

 24 days ago 

তীব্র গরম তো এখনই সহ্য করা যাচ্ছে না। আর ২০/২৫ বছর পরে যে কি হবে, সেটা কল্পনা করলেই তো হাত পা ঠান্ডা হয়ে আসে। আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবলে সত্যিই খুব খারাপ লাগে। তাদের তো বাংলাদেশে টিকে থাকাটা একেবারে মুশকিল হয়ে যাবে। অন্ততপক্ষে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55326.60
ETH 2348.86
USDT 1.00
SBD 2.32