অপরাজেয় শাকিল এর গল্প (দ্বিতীয় পর্ব)
তাদের অনেকেই পরীক্ষার হলে শাকিলের কাছ থেকে সাহায্য চায়। কিন্তু শাকিল তাদেরকে সাফ জানিয়ে দেয় পরীক্ষার হলে কাউকে খাতা দেখানো একটা অপরাধ। সে এই কাজ কিছুতেই করতে পারবে না। এই কথা শুনে তার বন্ধুবান্ধবরা সবাই তার উপরে ক্ষেপে যায়। যাইহোক শেষ পর্যন্ত শাকিলের সবগুলো পরীক্ষায় ভালো হয়। এসএসসি পরীক্ষার পরে কয়েক মাস একটা গ্যাপ থাকে। শাকিল তখন তার বাবার কাছে আবদার করে সে কম্পিউটার শিখবে। ছেলের আবদার শুনে শাকিলের বাবা টেনশনে পড়ে যায়।
সে খোঁজখবর নিয়ে দেখে কম্পিউটার কোর্স করতে প্রায় তিন হাজার টাকা লাগবে। তার মতো দরিদ্র কৃষকের পক্ষে এতগুলো টাকা যোগাড় করা খুব কষ্ট হবে। শাকিলের বাবা এই বিষয়টা নিয়ে তার স্কুলের এক মাস্টারের সাথে কথা বলতে যায়। পরবর্তীতে সেই মাস্টার জানান তার ভাতিজার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
শাকিলের চিন্তা ভাবনা খুবই ভালো। আশা করি শাকিল এসএসসি তে খুব ভালো রেজাল্ট করবে। পাশাপাশি শাকিল যদি ভালোভাবে কম্পিউটার শিখতে পারে, তাহলে পরবর্তীতে সেটা কাজে লাগবে। যাইহোক শাকিলের জন্য শুভকামনা রইলো।