সম্পর্কে ৩য় ব্যাক্তির ভূমিকা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের প্রতিটা মানুষের সম্পর্ক যখন শুরু হয়। তখন খুব মিষ্টি ভাবে সম্পর্ক গুলো শুরু হয়। কিন্তু এরপর এতো বেশি তিক্ততা নিয়ে সম্পর্কগুলো শেষ হয় যে একটা মানুষ একটা মানুষের মুখ দেখতেও দ্বিধাবোধ করে তখন। সম্পর্কে আসলে এসব ব্যাপারে একেবারেই স্বাভাবিক। অর্থাৎ একটা সম্পর্ক থাকলে সেখানে না না ধরনের সমস্যা হবে, না না ধরনের ঝামেলা হবে, এ ব্যাপার গুলো একেবারে স্বাভাবিক।

আর দুটো মানুষের মধ্যে যখন একটু মন কষাকষি হয়। তখন তারা প্রথমে যে ভুল পদক্ষেপটি গ্রহণ করে। সেটা হচ্ছে তাদের দুজনের মধ্যকার সমস্যা গুলো তৃতীয় কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে যায় এবং তৃতীয় ব্যক্তিটির সাথে সব শেয়ার করতে চায়। তখন সে নিজেও কিছু মতামত দেয়। আর যে মতামতটি দেয়,তা দুটি মানুষের সম্পর্কের জন্য একেবারে কাল হয়ে দাঁড়ায়।

কারণ যখন কোনো তৃতীয় ব্যক্তি দুটি মানুষের মধ্যকার কথা শুনে। তখনই তার মনে হয় যে এতো ঝামেলার চেয়ে এসব সম্পর্কে না থাকাই ভালো। কারণ সে শুধুমাত্র ঝামেলার কথাই শুনবে। সে সুখের সময়ের কথাগুলো কিন্তু শুনে নি। আর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনারা যতটা এফোর্ট দিচ্ছেন তার কিন্তু মতামত দিতে ততোটা এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই তার মনে প্রথমে যেটা আসবে। সেটাই সে আপনাকে বলে দিবে। আর তা বেশিরভাগ সময় হয় ' বিচ্ছেদ' । অর্থাৎ সাজেশন হিসেবে তৃতীয় ব্যক্তিরা সবসময় আলাদা হয়ে যাওয়ার কথাটাই বলে।

সে কিন্তু একবারও ভাবেনা যে কতটা কষ্ট করে দুটো মানুষ কাছাকাছি এসেছে। কারণ সে যখন আপনাদের মধ্যকার কথাগুলো শুনছে। তখন শুধুমাত্র আপনাদের ঝামেলাতে ফোকাস করছে। কিন্তু আপনারা তা করছেন না, আপনারা সব সময় আপনাদের সুখের ব্যাপারটাতে ফোকাস করছেন। আর ঠিক এখানেই কিন্তু মতের অমিলটা হয় আপনাদের সাথে তৃতীয় ব্যক্তির। তাই সব সময় চেষ্টা করবেন আপনাদের সম্পর্কে যেনো তৃতীয় ব্যক্তির কোনো ভূমিকা না থাকে। সেটা যে সম্পর্কই হোক না কেনো।
Sort:  
 3 hours ago 

প্রতিটি সম্পর্কের মধ্যে ভালো সময় যেমন থাকে, তেমনি খারাপ সময়ও আসে এবং এটা একেবারেই স্বাভাবিক। তবে নিজেদের সমস্যার সমাধান আলাপ আলোচনার মাধ্যমে, নিজেরা সমাধান করতে পারলে সবচেয়ে ভালো হয়। কারণ তৃতীয় ব্যক্তি যখন সমস্যার কথা জানে,তখন তারা আরও সুযোগ পেয়ে যায়। এখনকার বেশিরভাগ মানুষ তো অন্যের ভালো দেখতে পারে না। তাই তারা সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারলেই খুশি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60506.21
ETH 3313.49
USDT 1.00
SBD 2.38