||লেভেল ওয়ান হতে আমার অর্জন||[10% @shy-fox and 5% @abb-school]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,
আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512 । আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি @abb-school এর একজন নিয়মিত শিক্ষার্থী । আমি লেভেল ওয়ান থেকে যা অর্জন করতে পেরেছি তা তুলে ধরছি।

20220513_074426.jpg

১. কোন ধরনের এক্টিভিটিস স্পামিং বলে গণ্য হয়?
উত্তর: স্পামিং হচ্ছে বারবার করা অপ্রাসঙ্গিক বিষয়।যেমন: কোনো পোষ্টের সাথে সম্পর্ক নেই এমন কমেন্ট করা, একজনকে বারবার মেনশন দেওয়া যা বিরক্তিকর। একই রকম ছবি বা লেখার পুনরাবৃত্তি করা ইত্যাদি।

২. ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তর: অন্যের ছবি নিজের বলে চালানো ফটো কঁপিরাইট। আবার যদি কেউ ওয়েবসাইট থেকে ফটো ডাউনলোড করে, সোর্স না দিয়ে পোস্ট করে সেটাকে ফটো কঁপিরাইট বলে।

৩. তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তর:
(1)freeimages-
Source

(2)pexels-
Source

(3)pixabay-
Source

৪. পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তর: ট্যাগ করার কারণ হচ্ছে কোন পোস্ট সহজেই খুঁজে পাওয়া। যেমন:আমি আমার পরিচিতি পর্বে ট্যাগ করেছিলাম introduction, myself. এসব ট্যাগ লিখে সার্চ দিলেই সকল পরিচিতি পোস্ট সামনে আসবে।আর আমি যে বিষয়ে পোস্ট করব সেই রিলেটেড ট্যাগ দিতে হবে।ভ্রমণের জন্য হলে traveling,visit ইত্যাদি।

৫. আমার বাংলা ব্লগে কি কি বিষয়ের উপর লেখা নিষিদ্ধ?
উত্তর: কাউকে ধর্মীয় আঘাত হানে এমন লেখা পোস্ট করা যাবে না। রাজনৈতিক কোনো কথা বলা যাবে না। পর্নোগ্রাফি রিলেটেড কোন পোস্ট করা যাবে না। পশুপাখির নির্যাতনমূলক কোন পোস্ট করা যাবে না। শিশু বা নারীর বৈষম্যমূলক কোন কিছু লেখা যাবে না। গুজব রটানো যাবেনা। সর্বোপরি যেকোনো ধরনের অপরাধ কে সমর্থন করে এমন পোস্ট করা যাবে না।

৬. প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: অন্যের লেখা কপি করে বা একটু পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া কে প্লাগারিজম বলে।

৭. re-write আর্টিকেল কাকে বলে?
উত্তর: অন্য কারো পোস্ট দেখে নিজের মতো করে লেখাকে re-write আর্টিকেল বলে।

৮. ব্লগ লেখার সময় re-write আর্টিকেল এ কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর: ব্লগ লেখার সময় re-write আর্টিকেল এ 75% নিজের লেখা হতে হবে এবং বাকি 25% সোর্স দিয়ে লেখা যাবে।

৯. একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর:১০০ শব্দের নিচের পোস্টকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

১০. প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
উত্তর: প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।

এছাড়াও আমাদের প্রফেসরগণ আমাদেরকে অন্যান্য সোশ্যাল মিডিয়া হতে স্টিমিট এর পার্থক্য, ব্লকচেইন এর প্রাথমিক ধারণা, স্টিমিট এ পোস্ট করার নিয়ম, আপভোট, ডাউনভোট, রিস্টিম ইত্যাদি বিষয়ে ধারনা দেন, যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Sort:  
 2 years ago 

লেভেল অনেক পরীক্ষা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনি ভাই। দেখে ভালো লাগলো। আপনার প্রশ্নের উত্তর গুলো দেখে বোঝা যাচ্ছে যে খুব ভাল বুঝেছেন লেভেল ওয়ান সম্পর্কে । শুভকামনা রইলো আপনার পরবর্তী ধাপগুলো জন্য। আশা করছি অতিদ্রুত আপনিই ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন।

 2 years ago 

ভাই আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য।

 2 years ago 

খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পরীক্ষার প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে উত্তর করার চেষ্টা করেছেন। দোয়া করব যেন খুব দ্রুত আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারেন।

 2 years ago 

আপনাদের দোয়ায় এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। আপনি পরীক্ষার প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিয়েছেন। এটা জেনে ভালো লাগলো। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আজ রাতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করব ইনশাল্লাহ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষা দিয়েছেন ভাইয়া। আপনার পুরো পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি মোটামুটি অনেক কিছু শিখেছি। ধন্যবাদ ভাইয়া আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যান।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন যেন সামনের ধাপগুলো এভাবেই এগিয়ে যেতে পারি।

 2 years ago 

লেভেল ওয়ানের' উত্তরপত্র আপনি আমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আর খুব ভালোভাবে আপনি বুঝতে পেরেছেন সেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পেরেছি। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর ও যথাযথভাবে পরীক্ষা দিয়ে আপনি লেভেল ওয়ান অতিক্রম করেছেন। ধন্যবাদ আপনাকে এভাবে এগিয়ে যান ভাই, শুভকামনা এবং দোয়া রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনাদের দোয়ায় এগিয়ে যাব ইনশাল্লাহ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63228.07
ETH 3244.71
USDT 1.00
SBD 3.90