||জমিদারদের বাড়ি পুরনো হলেও দামি|| [10% @shy-fox and 5% @abb-school]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,
আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি এক জমিদার বাড়ি ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভাল লাগবে।

20220520_121520.jpg
প্রধান ফটক

20220520_135805.jpg

আমি আমার লেখাপড়ার জন্য ময়মনসিংহে থাকি। ময়মনসিংহ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মুক্তাগাছা উপজেলায় অবস্থিত "মুক্তাগাছা জমিদার বাড়ি"। অনেকদিন হলো ইচ্ছা যে, ঘুরতে যাব কিন্তু বিভিন্ন ব্যস্ততায় তা হয়ে ওঠেনি । এবার পরীক্ষা শেষ হওয়ার পর গতকাল একজন বন্ধুর সাথে কথা বলে ঠিক করলাম আজ ঘুরতে যাব সেই মুক্তাগাছা জমিদার বাড়ি। আর সেই মুক্তাগাছার জমিদার এর নাম ছিল শশীকান্ত।

20220520_115747.jpg
নাট্যমঞ্চ

20220520_113049.jpg
মন্দির

সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল তবুও আমরা আমাদের সিদ্ধান্ত থেকে পিছপা হইনি। সকাল ৯ টায় ছাতা হাতে দুই বন্ধু হল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই যাত্রা শুরু করলাম। হল থেকে শহরে অটোতে গেলাম এবং সেখান থেকে লেগুনা যোগে (সিএনজি চালিত) সেই কাঙ্খিত মুক্তাগাছা জমিদার বাড়িতে পৌছালাম।

20220520_113728.jpg

20220520_114304.jpg

পৌঁছার পর সেখানকার প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখলাম এবং সেখানে দায়িত্বরত একজন ব্যক্তির নিকট হতে বিষয়গুলো সম্পর্কে জানলাম। জমিদারদের বাড়িগুলো পুরনো হলেও তা অনেক দামি। সকলেই খুব আগ্রহের সাথে জায়গা গুলো দেখে। তৎকালীন সময়ে সেখানে ছিল গ্রন্থাগার, জমিদারের নিরাপত্তাকর্মীদের থাকার জায়গা,নাট্যমঞ্চ এবং নাট্য মঞ্চের পাশেই ছিল মন্দির যা দেখতে অনেক সুন্দর।

20220520_113721.jpg

মাঝখানে ছিল শশীকান্ত জমিদারের থাকার ঘর যা লোহার পাত এবং কাঠ দ্বারা তৈরি।সেই ঘরে নাকি ঠান্ডার সময় গরম থাকতো এবং গরমে ঠান্ডা থাকতো। পাশে ছিল জমিদারের মায়ের থাকার ঘর। জমিদারের মায়ের নাম ছিল বিদ্যাময়ী এবং তার মায়ের নামে ময়মনসিংহ শহরে "বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়" নামে একটি বিদ্যালয় রয়েছে । এসব কিছু আমরা জানতে পারি সেখানে দায়িত্বরত একজন ব্যক্তির নিকট হতে।

20220520_135506.jpg

GridArt_20220520_215602060.jpg

আর জমিদার বাড়ির পাশে রয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত "মন্ডা"র দোকান । আমরা সেখানে গিয়ে সেই প্রশিদ্ধ মিষ্টান্ন 'মন্ডা' খাই। যা ছিল অসাধারণ স্বাদের। আর সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে।

ঘোরাঘুরি এবং সেই মন্ডা খাওয়া শেষে আমরা আবারও সেই লেগুনাযোগে আমাদের হলে ফিরে আসি। দুই বন্ধু মিলে ভ্রমণে গেলেও এটি ছিল আমাদের কাছে অনেক আনন্দদায়ক।

আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত এই ভ্রমণ কাহিনী এখানেই শেষ করছি। শুভ কামনা সকলের জন্য।

Sort:  

ওয়াও ভাইয়া অনেক পুরাতন একটি বাড়ি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি অনুভূতি নিয়ে আজকে আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। জমিদার বাড়ি দেখতে অনেক ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভকামনা।

 2 years ago 

ভাই খুব সুন্দর একটি তথ্য দিয়েছেন ।ময়মনসিং শহর থেকে মুক্তাগাছা জমিদারবাড়ি মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটা আমার জানা ছিল না আপনার পোষ্টের মাধ্যমে এটা জেনে অনেক ভালো লাগলো। কারন ময়মনসিং যাওয়া হলে অবশ্যই এর পরবর্তীতে জমিদার বাড়ি দেখে আসব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অবশ্যই দেখবেন ভাই ।অনেক ভালো লাগবে। ধন্যবাদ

 2 years ago 

মুক্তাগাছা জমিদার বাড়ির সম্পর্কে আপনি খুব সুন্দর তথ্য তুলে ধরেছেন। আপনি ঠিক বলেছেন জমিদার বাড়ি পুরাতন হলেও অনেক দামি। মুক্তাগাছা জমিদার বাড়ির নাম আমি আগে শুনেছিলাম। আপনি খুব সুন্দর ভাবে জমিদারবাড়ি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর ভাবে সবকিছু গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন জমিদারবাড়ি পুরাতন হলেও অনেক দামি। মুক্তাগাছা জমিদারবাড়ি নামটি খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনি জমিদার বাড়িতে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। এমনকি আমাদের কাছে বাড়িটি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। এইরকম মুহূর্তগুলো দেখতেও ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জমিদার বাড়ি পুরনো হলেও দামি আসলে কথাটি আপনি সত্যি বলেছেন ।জমিদারবাড়ি দেখতে আমার অনেক ভালো লাগে ।আমাদের এদিকে সেমন একটা জমিদার বাড়ি নেই ।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন জমিদারবাড়ি গুলো পুরনো হলেও দামি বাড়ি হয়। পুরনো বাড়ির গুলো দেখতে আমার খুব ভালো লাগে। তবে পুরনো বাড়িগুলোর ভিতরে ঢুকলে কেমন যেন একটা ভয় অনুভূত হয় মনে হয় একটি ভুতুড়ে ভুতুড়ে আবাসস্থল। যাই হোক ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আসলে ভাই একদম ঠিক বলেছেন জমিদারদের বাড়ি পুরনো হলেও দামি। আমাদের গ্রামের বাড়ি আছে যেটা দেখতে অনেক দূর থেকেও মানুষ আসে দেখতে অনেক ভালো লাগে। আপনি দারুন কিছু জমিদারবাড়ির ফটোগ্রাফ আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

জমিদারদের বাড়ি পুরনো হলেও দামি এই কথাটার সাথে আমি একমত ভাই। আমাদের এলাকায় ও জমিদার বাড়ি আছে ২ টা। অনেক পুরোনো হয়ে গেছে তবে এখনো সেগুলো দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসে।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন। বৃষ্টির মধ্যেও অনেক লোকজন ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59708.78
ETH 3185.76
USDT 1.00
SBD 2.45