লাজুক খ্যাক এর চিত্র অংকন ||১০% লাজুক খ্যাক এর জন্য || //28/10/2021/

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rahul75 বাংলাদেশের নাগরিক


  • ** খ্যাক এর চিত্র অংকন**
  • ২৮,অক্টোবর , ২০২১



আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটি খ্যাক এর চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ আমি একটি আর্ট করেছি। এটা আমার প্রথম আর্ট । একটি লাজুক খ্যাক চিত্র অংকন করার চেষ্টা করেছি। সেটাই আমার অংকনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

IMG_20211028_164157.jpg


লাজুক খ্যাক দৃশ্যমান চিত্র
Device: oneplus 8T

অবস্থান :https://what3words.com/ashes.clinic.districts


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • এক বক্স রঙিন পেন্সিল।

IMG_20211028_162544.jpg



ধাপ-১

IMG_20211028_163157.jpg

  • প্রথম ধাপে লাজুক খ্যাক তৈরি করার জন্য আমি একটি সহজ পদ্ধতি অবলম্বন করলাম ইংরেজি অক্ষরের নাম এম চিহ্ন দিয়ে তাঁর কান তৈরি করার জন্য ।

ধাপ-২

IMG_20211028_163157.jpg

ধাপ- ৩

IMG_20211028_163345.jpg

  • আমি তার পিঠ তৈরি করি পিঠের দৃশ্যটি দেখতে সুন্দর লাগছিল ।

ধাপ-৪

IMG_20211028_163547.jpg

  • চতুর্থ ধাপে আমি পুরো অঙ্কন করতে থাকি ।

ধাপ- ৫

IMG_20211028_163906.jpg

  • পঞ্চম ধাপে আমি আমার লাজুক খ্যাক এর চিত্র রং দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে থাকি।

ধাপ-৬

IMG_20211028_164157.jpg

আমার পরিচয়

IMG_20191215_214151_165.jpg

আমার নাম রাহুল। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা ময়মনসিংহ জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো।
ইতি
রাহুল

Sort:  
 3 years ago 

লাজুক খ্যাঁক এর চিত্র টা ভালোই হয়েছে। তবে চেষ্টা করুন আর একটু সুন্দর ভাবে অংকন করার জন্য। চেষ্টা করতে থাকুন একদিন ভালো আর্ট করতে পারবেন। শুভকামনা রইলো

 3 years ago 

thanks vai

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58171.46
ETH 2472.55
USDT 1.00
SBD 2.42