ফুটবল খেলার কিছু দৃশ্য //০৬. ১০.২০২১--10% benifit shy fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ মঙ্গলবার, অক্টোবর ০৬/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফুটবল খেলার কিছু দৃশ্য আপনাদর সাথে আলোচনা করবো।আশা করি আপনাদের পছন্দ হবে ।

IMG_20211006_173652_1.jpg
https://w3w.co/spatially.stockroom.mappings

এটি হচ্ছে একটি ফুটবল খেলার দৃশ্য। মানুষের বিনোদনের জন্য ফুটবল খেলা। মুলত আমরা সবাই কম বেশি ফুটবল খেলা খেলতে পারি। আজ আমি গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে ফুটবল খেলা দেখতে। ফুটবল খেলা শুরু হয় বিকাল চারটার সময়।কিন্তু আমারা দুই বন্ধু সেখানে গিয়ে পৌঁছেছিলাম একটু দেরিতে।আমারা সেখানে যাবো মোটরসাইকেল নিয়ে। কিন্তু আমার মোটরসাইকেলটি একজন নিয়ে গেছিলো।তার আসতে দেরি হয়ে ছিলো।

IMG_20211006_173819_1.jpg

https://w3w.co/impoverish.nods.hike

সে যেখান গিয়েছিলো সেটি ছিলো একটি ছোটো রাস্তা। সে জ্যামে পড়েছিলো আসার সময়।তাই তার আসতে দেরি হয়েছিলো। তাই আমাদের ও খেলার মাঠে যেতে দেরি হয়ে গেছিলো। আমরা খেলার মাঠে গিয়ে দেখলাম খেলা শুরু হয়ে গেছে।সেখানে গেলাম প্রথমে মোটরসাইকেলটি রাখার জন্য মোটরসাইকেল স্টন্ডে। এবং মোটরসাইকেলটি সেখানে রাখলাম।পরে মাঠে প্রবেশ করার জন্য সেখানে গেলাম। কিন্তু মাঠে প্রবেশ করতে পারলাম না।কেননা সেখানে খেলার মাঠে যেতে হলে টিকিট কাটতে হবে। তাই আবার সেখান থেকে ফিরে আসলাম।ফিরে এসে টিকিট কাটলাম তারপর আবার ভিতরে প্রবেশ করলাম।

IMG_20211006_173709_1.jpg
https://w3w.co/spatially.stockroom.mappings

খেলার মাঠে ঠুকে অনেক দর্শক দেখতেপেলাম।আমরা পরে মাঠের এক গুনে গিয়ে খেলা দেখলাম। সে তো অনেক মজার খেলা।পুরো খেলাটি আমরা দেখলাম। খেলা দুই টি দলেই খুব চমৎকার খেলছিলো।খেলাটি চলাকালে কোনো ফলাফল হয়ছিলো না।পরে খেলা টাইব্রেকারে গড়েছিলো।অথাৎ টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হলো।

IMG_20211006_173527_1.jpg
https://w3w.co/spatially.stockroom.mappings

আসলে ফুটবল খেলাটি একটি জনপ্রিয় খেলা।আমরা ফুটবল মাঠে অনেক দর্শক দেখলাম।প্রায় দুই তিন হাজারের মতো দর্শক ছিলো মাঠে। ফুটবল খেলে কিন্তু এক এক দলে এগারো জন করে। মোট বাইশ জন খেলোয়াড় মাঠে ফুটবল খেলে। কিন্তু দর্শক অনেক হয়।
ধন্যবাদ সবাইকে।

       ভালোবাসা নিবেন 
           ইতি
       মোঃরহমতুল্লাহ ১৯৯৮
Sort:  
 3 years ago 

গ্রাম বাংলার মানুষ ফুটবল কে অনেক ভালোবাসেন কিন্তু দেশের ফুটবলের থেকে ক্রিকেট কে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি তায় ফুটবল এগিয়ে যেতে পারে না অবহেলায় পরে রয়।

এভাবে লোকের সমাগম ফুটবল মাঠ এক মাত্রই গ্রামে দেখা যায় অনেক ভালো পোস্ট ছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। আসলে ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা।এখনকার সময় গ্রামের ফুটবল খেলাতে অনেক দর্শক হয়।

গ্রাম-বাংলার ফুটবল খেলা দেখতে খুব মজা লাগে।এভাবে লোকের সমাগম ফুটবল মাঠ এক মাত্রই গ্রামে দেখা যায়।খুব ভালো একটা পোস্ট ছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। গ্রাম বাংলায় এই খেলাকে সাধারণ মানুষ পছন্দ করে।ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68820.96
ETH 3915.32
USDT 1.00
SBD 3.64