এসো নিজি করি নারিকেল পাতা দিয়ে হাতঘড়ি তৈরি...২৪.১০.২০২১///10%benifiit shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ রবিবার, অক্টোবর২৪/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নারিকেল পাতা দিয়ে খেলনা তৈরি হাত ঘড়ি বানানো আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আপনাদের সবার পছন্দ হবে।

IMG_20211017_123009_1.jpg
https://w3w.co/double.blockading.accumulates
এটি হচ্ছে একটি মুলত খেলনার ঘড়ি। এটি ছোটো ছোটো বাচ্চারা খুব পছন্দ করে। আমিও ছোটো বেলাতে এটাকে খুব পছন্দ করতাম।এই ঘড়িতে কিন্তু কোনো টাইম টেবল নাই।কোনো সময় এই ঘড়ির সাহায্য দেখা যাবে না।

IMG_20211017_122923.jpg
https://w3w.co/double.blockading.accumulates

এটি হচ্ছে নারিকেল পাতা।লম্বা একটি নারিকেল পাতাকে কেটে দুই ভাগে বিভক্ত করতে হয়।তারপর নারিকেল পাতাকে আবার মাঝখান দিয়ে চিরতে হয়।মুলত এক হাত মতো করে নিলে খেলনার তৈরি ঘড়ি তৈরি করা যাবে।

IMG_20211017_122910.jpg
https://w3w.co/double.blockading.accumulates
খেলনার তৈরি ঘড়ি বানাতে অনেক খানি বৃদ্ধি খাটাতে হয়।তা না হলে ঘড়ি তৈরি করা যাবে না। এটি একটি খেলনা তৈরি ঘড়ি অংশবিশেষ।প্রথমে মুলত পাতাকে মাঝখান দিয়ে ভাগ করে নিতে হবে। তার পর এক মাথাকে বেকে নিয়ে ঘড়ি তৈরি শুরু করতে হবে।

IMG_20211017_123055_1.jpg
https://w3w.co/napping.unrolls.overheated

হয়ে গেলো খেলনা তৈরি হাত ঘড়ি।এখন হাতে দেওয়া যাবে ঘড়িটি।কিন্তু কোনো টাইম এই ঘড়ির সাহায্য দেখতে পারা যাবে না।এই ঘড়িটি এখন একটা ছোটো বাচ্চার হাতে আছে সে তো ভীষণ খুশি ঘড়ি পেয়ে। কিন্তু সে জানে না এটি একটি খেলনার ঘড়ি।

আমি কে

আমার নাম মোঃরহমতুল্লাহ। আমার আইডির নাম রহমতুল্লাহ১৯৯৮। আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

Sort:  
 3 years ago 

ভাই এরকম ছেলেমানুষি পোস্ট দিয়ে তো আপনি সাপোর্ট পাবেন না। অন্যদের পোস্ট দেখেন , ভাল পোস্ট করেন । আপনি আমার সাথে Discord এ যোগাযোগ করবেন।

 3 years ago 

জি ভাই ঠিক আছে। আমি আপনার সাথে ডিসকর্ডে যোগাযোগ করবো।

 3 years ago 

ভাই আপনি তো ছোট বেলার কথা মনে করে দিলেন। ছোট বেলায় কতো এরকম কতো হাত ঘড়ি বানায়ছি। এই পোস্টে ছোট বেলার স্মৃতি

 3 years ago 

জি ভাই ছোটো বেলার কথা মনে করিয়ে দিলাম।ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ছেলে বেলার এক দারুন খেলা এই নারকেল পাতা দিয়ে হাত ঘড়ি।এখন বড় হয়েছি সময়ের সাথে পালটে গিয়েছে।

ছেলে বেলার এক দারুন খেলনা সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জি ভাই ছোটো বেলাটাই ছিলো মজার সময়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নারিকেলের পাতা দিয়ে হাত ঘড়ি বানানো পোস্টটি খুব সুন্দর হয়েছে ভাই। সে জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি করতে চাও দোস্ত, ভালো লাগছে দোস্ত

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর ঘড়ি তৈরি করেছেন। ছোটবেলায় আমরাও নারিকেলের পাতা দিয়ে ঘড়িগুলো তৈরি করতাম। আপনার ঘড়িটা সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক মজার একটি পোস্ট করেছেন আপনি। আগে যখন ঈদে বাড়িতে যেতাম তখন এভাবে করে চশমা, ঘড়ি আরো অনেক কিছুই বানাতাম।
আপনি আজকে একদম পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

ছোটবেলায় নারকেলের পাতা দিয়ে ঘড়ি বানাতাম ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ছোট বেলায় নারকের এর পাতা দিয়ে এই ঘড়ি কতো তৈরি করেছি। এখন ও তৈরি করি তবে সেটা আর নিজের হাতে পরা হয় না। আপনার তৈরি ঘড়ি দেখে ছোট বেলার কথা মনে পরে গেলো ভাই। আবেগি করে তুললেন।

 3 years ago 

আসলে এখন সবিই অতীত ভাই। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

নারকেলের পাতা দিয়ে হাত ঘড়ি ছোটবেলায় অনেক বানিয়ে বানিয়ে পড়েছি পড়েছি অনেক ছোট ছোট বাচ্চাদের বমি হয়েছে আপনার হাত ঘড়ি বানানো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 68055.12
ETH 3813.21
USDT 1.00
SBD 3.72