কালি পূজা ০৫.১১.২০২১!!!!10% binefiit shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ শুক্রবার , ০৫ নভেম্বর / ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কালি পূজা সম্পর্কে আলোচনা করবো।আশা করি আপনাদের পছন্দ হবে ।

IMG_20211105_222339_1.jpg

এটি হচ্ছে কালি পূজা। সব জায়গাতে এই পূজা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় আমাদের গ্রামে এই পূজাটি হয়েছে।বারো মাসে তেরো পূজা হয়ে থাকে এমনটাই আমারা শুনে থাকি।

IMG_20211105_221220_1.jpg

পূজার সামনে নাচানাচি করছে তারা।ধর্ম যার যার উৎসব সবার।যার যার উৎসব সে সেই সব উৎসব পালন করবে। তাদের উৎসব পালন করার জন্য তারা নাচকে আনন্দ মনে করে নিচে।তারই ধারাবাহিকতায় নাচছে তারা।

IMG_20211105_222324_1.jpg
আমারা কই একজন বন্ধু মিলে পূজা দেখতে গিয়েছিলাম।মুলত পূজাটি ছিলো আমাদের গ্রামে।আমারা কয়েকজন বন্ধু হাটতে হাটতে পূজা দেখতে গিয়েছিলাম।

IMG_20211105_221240_1.jpg

আমাদের মতো পাড়ার লোকেরা আরও গিয়েছে পূজা দেখতে। ছবিটিতে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই পাড়ার লোক। তারা সবাই মুলত পূজা দেখতে এসেছে।

IMG_20211105_222034_1.jpg

ধর্ম যার যার উৎসব সবার। এ কথা মেনে সমাজে আমাদের চলাচল করা উচিত। কেননা আমাদের সমাজ নিয়ে বসবাস। তাই আমাদের উচিত সবাই কে সুযোগ দেওয়ার। তাহলে আমাদের এই সব সমাজে কোনো ভেদাভেদ থাকবে না।

আমার পরিচয়।

আমার নাম মোঃরহমতুল্লাহ। আমার আইডির নাম রহমতুল্লাহ১৯৯৮। আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

Sort:  
 3 years ago 

কালী পুজোয় আপনি আপনার বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।"ধর্ম যার যার উৎসব সবার"- এ কথাটি একদম যথার্থ বলেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 68055.12
ETH 3813.21
USDT 1.00
SBD 3.72