এসো নিজে করি দ্যা দিয়ে তালের আটি কাটা।২৬.১০.২০২১!!!10% bineffit shy-fox
হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ মঙ্গলবার , ২৬অক্টোবর / ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বন্ধুদের সাথে তালের আটি কাটা সম্পর্কে আলোচনা করবো। আশা করি আপনাদের পছন্দ হবে ।
এটি হচ্ছে দ্যা দিয়ে তালের আটি কাটার দৃশ্য। একটি ভারি কাটের ওপর তালের আটিটি রেখে। দ্যা দিয়ে কুপানো হচ্ছে এর মুল উদ্দেশ্য।
এটি হচ্ছে তালের আটি। এই তালের আটি গুলো বর্ষার সময় তাল গাছ তলা থেকে কুড়িয়ে এনে রাখা হয়েছে।
তালের আটিটি কাটার পর এমন টা হয়।তালের আটটি কাটার পর একটি পফল বের হবে। পফল গুলো খেদে অনেক মজা লাগে।
এটি হচ্ছে তালের পফল।এটি খেতে কিন্তু খুব মজা। অনেক সুস্বাধু একটি জিনিস এটি।আমার কাছে খুব ভালো লাগে এই পফলটি খেতে।
এই পফল হাতে দিয়ে তুলে খাওয়া যায় না।কোনো চিকন জাতীয় জিনিস ভিতর দিয়ে তুলে খেতে হয়।আপনারা ছবিটিতে যে দৃশ্য দেখতে পারছেন সেটি হচ্ছে একটি চামচের পিচন দিক।চামচের সাহায্যের মাধ্যমেই এই পফলটি তুলা হচ্ছে।
আমার পরিচয়।
আমার নাম মোঃরহমতুল্লাহ। আমার আইডির নাম রহমতুল্লাহ১৯৯৮। আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।
হা হা হা।কি সুন্দর পোস্ট। আগে খুব তালের আঁটি কেটে স্বাঁস বের করে খাইতাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর ও আনকমন একটি পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দর মতামত করার জন্য।
গ্রামে থাকতে তালের আটি খেতাম। তালের আটির শাস গুলো অনেক সুস্বাদু হয়। আপনার পোষ্টটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি আমার সাথে discord এ যোগাযোগ করবেন।
খূব সুন্দর হইছে আপনার পোস্টটি ।ছোটেবেলায় আমরাই এমন করে তালের আটির আঁশ বের করে খেতাম।আপনার পোস্টটির মাধ্যেমে ছোটে বেলার কথা মনে পড়ে গেলে।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
ভাইয়া ,তালের শাসগুলি খুব সুন্দর হয়েছে।তবে এটি কোন diy এর মধ্যে পরে বুঝলাম না।খুব মজা পেলাম।ধন্যবাদ আপনাকে।
তাই তো আপু।ধন্যবাদ আপনাকে।