এসো নিজে করি বোতল দিয়ে ফুল বানানো,,,, ১৭.১০২০২১///10% benifiit shy-fox
হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ , ১৭ অক্টোবর / ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বোতল দিয়ে ফুল বানানো বিষয় আলোচনা করবো । আশা করি আপনাদের পছন্দ হবে ।
এটি একটি বোতল।প্রথমে একটি বোতল নিলাম ও একটি কাইচি নিলাম। কাইচি দিয়ে বোতলটি কাটছি।
বোতলটি কাটলাম এবং দুই ভাগে ভাগ করলাম। অথাৎ বোতলটি এখন আলাদা আলাদা।
বোতলটির এক অংশ কাইচি দিয়ে।উপরের অংশ মোটা করে কাটলাম।
এই ছবিটি হচ্ছে বোতলের নিচের অংশ। এখানে মোটা করে নিচের অংশটা ফাক ফাক করে কাইচি দিয়ে কাটলাম।
এই ছবিটি হচ্ছে বোতলের উপরের অংশ। এই ছবিটি চিকন চিকন করে কাটা। এই ছবিটি একবার মোটা করে কাটা হয়েছিলো। পরবর্তীতে আবার চিকন করে কাটা হয়েছিলো।
এটি হচ্ছে সেই বোতলের ছবি। হয়ে গেছে আমার সেই বোতলের ফুল। ফুলটা দেখতে আমার কাছে খুব সুন্দর হয়েছে।
আপনার চেষ্টা দেখে খুবই ভালো লাগলো
আপনার জন্য শুভকামনা রইল। আরো চেষ্টা করুন পোস্টার কোয়ালিটি সৌন্দর্য করতে ।ইনশাল্লাহ সফল হবেন
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
আপনার প্রচেষ্টা ভালোই ।সুন্দর হয়েছে।আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে।
বোতল কেটে খুব সুন্দর ফুল বানিয়েছেন। খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে।
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে কিন্তু যদি আরেকটু রংটং করতেন তাহলে অনেক ভালো লাগতো। আপনার এই কাজটি একবার সাদামাটা হয়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
ভাই আমি নিজেও একজন সাদা মাঠা লোক।তবে আমার কাছে পরে মনে হলো রংটং কারটাই ভালো ছিলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।