নদীর পাড়ে অতিবাহিত করা কিছু সময়ের ফটোগ্রাফি।।১০%বেনিফিশিয়ারিshy-fox এবং৫% বেনিফিশিয়ারিabb-schoolকে।।

in আমার বাংলা ব্লগ2 years ago

তারিখ-২৩-০৭-২০২২
বার-শনিবার

আসসালামু আলাইকুম/আদাব। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও ভালো আছি। আজকে বিকেলে হাঁটতে যাওয়ার সময় নদীর পাড়ে কিছু সময় অতিবাহিত করলাম।ভাবলাম সুন্দর সময়টার কিছু অসাধারণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি।অনেকদিন পর আজকে বিকেলে হাঁটতে বের হলাম। তা প্রায় দুই মাস হবে হবে,আমার বাইরে বিকেলে না হাঁটতে যাওয়ার। অনলাইন ক্লাস বেশিরভাগই বিকেলে থাকাতে হাঁটতে যেতে পারতাম না।যদিও সন্ধ্যার বেশ আগেই ক্লাস শেষ হতো।তখন ইচ্ছা হতো না বাইরে যাই।এখন কোর্স টি শেষ হওয়াতে নিশ্চিন্তে ঘুরতে যাওয়া আরকি। আমাদের কলেজে শিক্ষক কম থাকাতে ক্লাস হয় না তেমন। আর এজন্য শিক্ষার্থীরা প্রতি বর্ষের কোর্স প্রাইভেট পড়েই কমপ্লিট করে।কেউ অনলাইনে আবার কেউ অফলাইনে। আমি অনলাইনে প্রাইভেট পড়ি,কারণ বাসা থেকে শহর বেশ দূর। তাই বাইরে খুব প্রয়োজন ছাড়া যাওয়া পড়ে না।সারাদিন বাসায় থাকতে থাকতে আসলে একঘেয়েমি চলে আসে।এজন্য বিকেলে প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করা আরকি।

river tree sky.jpeg

আমরা সবাই জানি,পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল।পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।আর কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম।পাট উৎপাদনে শীর্ষ জেলার অবস্থানে রয়েছে ফরিদপুর জেলা।এই অঞ্চলের কৃষকেরা বেশিরভাগ পাটের উপর নির্ভরশীল। তাই ফরিদপুর পাট উৎপাদন অন্যান্য জেলার থেকে সেরা। যেহেতু এটি আমাদের প্রধান অর্থকারী ফসল।তাই এই সময়ে বাংলাদেশের শুধু ফরিদপুর জেলাতেই নয় সব জেলাতেই প্রায় কম বেশি পাট উৎপাদন হয়।

আমি প্রথম ফটোগ্রাফিটি হাঁটতে যাওয়ার সময় ব্রিজের উপর থেকে করেছিলাম।ছবিতে দেখা যাচ্ছে গ্রামের কৃৃষকেরা পাট জাগ দিয়েছে।

river tree.jpeg

নদীর পাড় থেকে ছবিটি তুলেছিলাম।নদীর এপাড়ে কিছু কলাগাছ এবং অপর পাড়ে গুদাম ঘর দেখা যাচ্ছে।

scenery.jpeg

রাস্তার সাইড থেকে ছবিটি তুলেছিলাম।

jute river.jpeg

ছবিতে পাট জাগ দেওয়া এবং অনেক গাছগাছালি দেখা যাচ্ছে।

bridge river house.jpeg

নদীর অপর পাড়ে একটা সুইচ গেইট এবং একটি ঘর এবং কিছু গাছ দেখা যাচ্ছে।

banana tree.jpeg

নদীর এপাড়ে কিছু কলাগাছ এবং অপর পাড়ে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে।

jungle with river.jpeg

নদীতে অনেক কচুরিপানা এবং আশে পাশে জঙ্গল দেখা যাচ্ছে।

river.jpeg

শেষ বেলাতে ব্রিজের উপর থেকে বাসাই ফেরার সময় ছবিটি তুলেছিলাম।সত্যি কি অসাধারণ দৃশ্য।

আজকের মতো এখানেই শেষ করছি।পরবর্তীতে নতুন কোন লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাই।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস-রিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার-@rahnumanurdisha
লোকেশন-খলিলপুর,ফরিদপুর

Sort:  
 2 years ago 

নদীর পাড়ে ঘুরতে গিয়ে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপু। বাইরে যেতে আমারও অনেক ভালো লাগে। নদীর পাড়ের প্রতিটি ছবি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।হ্যাঁ আপু নদীর পাড়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি।জি আপু ছবিগুলো সত্যি অনেক সুন্দর।

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর। দুই নম্বর ফটোগ্রাফি টা বেশ সুন্দর। নদীর পাড়ের দৃশ্য।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ আপু।ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। দুই নম্বর টাও বেশ সুন্দর।ধন্যবাদ আপনাকে আপু আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

নদীর পাড়ের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। প্রকৃতি আমার ভীষণ পছন্দের। পাটের জাগের ফটোগ্রাফি বেশ ভালো ছিল। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া।আমারও প্রকৃতি অনেক পছন্দের।শুনে ভালো লেগেছে ভাইয়া ফটোগ্রাফি বেশ ভালো । অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

পোস্ট দেখেই বোঝা গেছে নদীর পারে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। মন খারাপ থাকলে নদীর পারে কি সময় কাটালে অবশ্যই মন ভালো হয়ে যায়। আপনার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একই কাপচারে সবুজে মোড়ানো দৃশ্য নদী এবং উপরে নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা জাস্ট অসাধারণ খুবই ভালো লেগেছে আমার কাছে ফটোগ্রাফি গুল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।শুনে ভালো লেগেছে আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56