রেসিপি||দেশি কই মাছ ভুনা||

in আমার বাংলা ব্লগ10 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি একটি রেসিপি ব্লগ। দেশি কই মাছ ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো।আমরা মাছে ভাতে বাঙালি।দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ ছাড়া যেন আমাদের খাওয়া সম্পন্ন হয় না।আর সেখানে যদি মেনুতে দেশি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই,তাই আজকের এই রেসিপি ।আমি খুব সহজেই যেভাবে রেসিপিটি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।


রেসিপির ফাইনাল লুক

IMG20231026121255.jpg

উপকরণপরিমাণ
কই মাছ১২টি
পেঁয়াজ২টি বড় সাইজ
রসুন৫কোয়া
কাঁচা মরিচ১০টি
শুকনো মরিচের গুড়া২চা চামচ
জিরা২ চা চামচ
সরিষার তেলপরিমাণ মতো
হলুদ গুড়া১ চা চামচ
ধনিয়া গুড়া১ চা চামচ
লবণস্বাদ মতো

GridArt_20231028_172953367.jpg

ধাপ-১
প্রথমে মাছের পিচগুলোকে এবং পেঁয়াজ,মরিচ(দুই ফালি),রসুন কোয়া ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে।তারপর উপকরণগুলোকে (৫ কোয়া রসুন, কাঁচা মরিচ ৬ টি,১টি পেঁয়াজ ,জিরা ২চা চামচ)একসাথে বেটে নিতে হবে ।এবার মাছ এর পিচ গুলোকে পরিমাণ মতো লবণ,হলুদ দিয়ে মেখে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের পিচগুলো ভেজে নিতে হবে।

GridArt_20231028_173030441.jpg

ধাপ-২

এবার একটি পেঁয়াজ কুচি,বেটে রাখা মসলা এবং পরিমাণ মতো হলুদ গুড়া,ধনিয়া গুড়া, শুকনো মরিচ গুড়া দিয়ে দিতে হবে এবং অল্প পরিমাণ পানি দিয়ে নাড়তে হবে।

GridArt_20231028_173116941.jpg

ধাপ-৩

এবার ভেজে রাখা মাছের পিচগুলো এবং ৪ টি কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিতে হবে।তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।

GridArt_20231028_173203984.jpg

ধাপ-৪

এবার রান্না করতে হবে।

GridArt_20231028_173251677.jpg

ধাপ-৫

একইভাবে ২০ মিনিট মতো রান্না করতে হবে।

GridArt_20231028_173348108.jpg

ধাপ-৬

এবার ঝোল কমে আসলে চুলা বন্ধ করে দিতে হবে।আমার রেসিপি প্রস্তুত এজন্য।

GridArt_20231028_173410964.jpg

ধাপ-৭

এ পর্যায়ে একটি প্লেটে রেসিপিটি পরিবেশন করছি।

IMG20231026121403.jpg

IMG20231026121407.jpg

IMG20231026121402.jpg

IMG20231026121255.jpg

IMG20231026121409.jpg

আজকের মতো এখানেই শেষ করছি।আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

কৈ মাছ আমার এবং আপনাদের ভাইয়ার খুবই পছন্দের মাছ।তবে আমাদের এখানকার বাজারে খুব কম পাওয়া যায় মাঝেমধ্যে পাওয়া যায়। মচমচে কৈ মাছ ভাজা আর মসুরের ডাল দারুন লাগে খেতে।ভুনা খেতেও ভালো লাগে। আপনার কৈ মাছের ভুনা রেসিপিটি দারুন হয়েছে। বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি আপু একদম,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

কই মাছ আমার খুব ভালো লাগে তবে চাষের কই থেকে দেশীয় জাতির হলে সেটি খেতে আরো বেশি মজা লাগে।
গ্রামে গেলে মাঝে মাঝে খাওয়া হয়।
আপনি কই মাছের মজার একটি রেসিপি প্রস্তুত করে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

দেশি কই মাছের মজাই আলাদা। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। আসলে আপু অনেক দিন হলো এই দেশি কই মাছ খাওয়া হয়নি। আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 10 months ago (edited)

ধন্যবাদ আপু।

 10 months ago 

জি খাবার তালিকায় মাছ ছাড়া যেন আমাদের খাওয়া সম্পন্ন হয় না এবং যদি মাছ থাকে তাহলে কোন কথাই থাকে না। খুব ভালো লাগে ভাত খেতে আপনি আজকেও সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আজকে দেশি কৈ মাছ ভুনা তৈরি করেছেন। এটি আমার কাছে ভীষণ ভালো লাগে এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

কই মাছ এভাবে ভুনা করার চেয়ে কড়া করে ভেজে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর দেশি কৈ মাছ হলে তো কথাই নেই। মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন মাছ ভুনা করে খেয়ে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

দেশী কই মাছ পুষ্টি তে সেরাও সাদে ভরা।দেশি কই মাছের রেসিপিটি খুব সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। প্রতি টি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

দেশি কই মাছ ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া ।

 10 months ago 

এবার গ্ৰামে গিয়ে একদম তাজা দেশি কৈ মাছ খেয়েছিলাম আর খেতে খুবই সুস্বাদু ছিল। আপনার কৈ মাছ ভুনা দেখে খিদা লেগে গিয়েছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু।

প্রতিদিন খাবারের তালিকায় মাছ ছাড়া যেন আমাদের একদমই চলে না। আর আপনার এই কথার সাথে আমিও সহমত পোষণ করছি আপু। যে কোন মাছের রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে কই মাছ আমার খুব একটা কেনা হয় না। কেননা আমার বাসায় ছোট ছেলে মেয়ে রয়েছে, যার কারণে বেশি কাটা ওয়ালা মাছগুলো আমার কেনা হয় না। তবে কৈ মাছের ভুনা কিংবা কৈ মাছ ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনার তৈরি দেশি কই মাছের ভুনা রেসিপি দেখে তো ভীষণ লোভ লেগে গেল। রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

জি ভাইয়া,ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 10 months ago 

আমরা বাঙালিরা মাছ খেতে পছন্দ করি। প্রতিদিনের খাবারের তালিকায় মাছ ছাড়া আমাদের একদম চলে না। দেশি কৈ মাছ আমার খুবই প্রিয়। আপু আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। দারুন হয়েছে রেসিপি।

 10 months ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59020.34
ETH 2514.65
USDT 1.00
SBD 2.47