ডাই প্রজেক্ট|| ফুলের নকশা||

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


অনেকদিন পর আপনাদের মাঝে ফুলের নকশা ডাই নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।রঙিন কাগজের তৈরি নকশাগুলো দেখতে খুবই ভালো লাগে।তবে এই নকশাগুলো তৈরি করতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়।কেননা ভাজ একটু ভুল হলেই নকশাটি নষ্ট হয়ে যায়। আশা করছি আমার আজকের ফুলের নকশাটি আপনাদের ভালো লাগবে।আমি ফুলের নকশা খুব সহজেই তৈরি করেছি। এ ধরনের ফুলের নকশা গুলো দেখতে যেমন ভালো লাগে তৈরি করতেও তেমন ভালো লাগে।আজকে আমি আপনাদের মাঝে ডাই তৈরির সমস্ত ধাপ তুলে ধরার চেষ্টা করেছি।


ফুলের নকশা


IMG20231123122602.jpg

উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কলম
  • কেচি

আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।

ধাপ-১

প্রথমে চতুর্ভুজ আকৃতির কাগজটিকে ত্রিভুজাকৃতির ভাজ করে নিয়েছি চার বার ছবির মতো করে।

IMG20231123121531.jpg

IMG20231123121617.jpg

IMG20231123121655.jpg

IMG20231123121739.jpg

ধাপ-২

এবার আরো একটি ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

IMG20231123121850.jpg

ধাপ-৩

এবার পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নিয়েছি।

IMG20231123122007.jpg

ধাপ-৪

এবার ডিজাইন বরাবর কেটে নিয়েছি।

IMG20231123122232.jpg

ধাপ-৫

এবার ভাজ খুললে কাঙ্খিত ফুলের নকশা দেখতে পাবো।

IMG20231123122308.jpg

IMG20231123122320.jpg

ধাপ-৬

আমার ফুলের নকশাটি প্রস্তুত হয়ে গেল এভাবে সহজেই।

IMG20231123122347.jpg

IMG20231123122600.jpg

IMG20231123122602.jpg

IMG20231123122603_01.jpg

IMG20231123122601.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর
তারিখ২৩ নভেম্বর ২০২৩
ধন্যবাদ সবাইকে।আমার তৈরি করা নকশাটি কেমন লেগেছে আপনাদের বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ডাই নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

🖤 আল্লাহ হাফেজ🖤

Sort:  
 9 months ago 

খুব সুন্দর একটি ফুলের নকশা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর লাগছে দেখতে।প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

এই কাজগুলি যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ নয়। ফুলের নকশা আমি কখনো করি নাই। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে ইচ্ছা জাগতেছে ফুলের নকশা তৈরি করতে।আপনি দারুণ দক্ষতায় এ কাজটি সম্পন্ন করেছেন এবং এই কাজগুলো করার জন্য ভাঁজগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল এত সুন্দর একটি নকশা তুলে ধরার জন্য।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 9 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে কাগজের ফুল তৈরি করে বেশ দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ কেটে পোস্ট তৈরি করতে হলে কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া ।

 9 months ago 

খুব সুন্দর কাগজের নকশা তৈরি করেছেন এই কাগজের নকশাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই কাগজের নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলো ভাঁজগুলো এবং কাটিং করার সময় খুব সাবধানে করতে হয়। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের নকশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে এ ধরনের ডাইপ্রজেক্ট গুলো খুবই ভালো লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে আপু। প্রত্যেকটা ধাপ আপনি খুবই সহজভাবে উপস্থাপন করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের নকশা আপনি তৈরি করেছেন।এই ধরনের নকশা গুলো দেখতে আমি খুব পছন্দ করি।এগুলো তৈরি করার সময় খুবই সাবধানে কাটতে হয় না হলে পুরো নকশা নষ্ট হয়ে যায়। আপনি অনেক দক্ষতার সাথে ডইজআইনটই তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 9 months ago 

কাগজ গুলোকে ভাঁজ করে পরবর্তীতে কেটে দারুন একটি ফুলের নকশা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। নকশা তৈরির প্রস্তুত প্রণালী পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54336.36
ETH 2283.81
USDT 1.00
SBD 2.34