রেসিপি||আলু ,করলা দিয়ে টেংরা মাছের ঝোল||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ-৪ঠা আশ্বিন|১৪২৯ বঙ্গাব্দ,শরৎকাল|


আসসালামুআলাইকুম/আদাব। কেমন আছেন আমার বাংলা ব্লগবাসি? আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম।আমার আজকের রেসিপি হচ্ছে আলু ,করলা দিয়ে টেংরা মাছের ঝোল।টেংরা মাছ তো সকলের প্রিয় একটি মাছ। আমারও বেশ ভাল লাগে মাছটি যেকোনভাবে খেতে।আজকে এভাবে রান্না করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি সমস্ত ধাপ নিচে বর্ণনা করছি।

পরিবেশন লুক

curry1.jpeg

curry2.jpeg

প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
টেংরা মাছ২৫ পিচ
আলু৩টি
করলা২টি
পেঁয়াজ৪ টি
রসুন৩কোয়া
কাঁচা মরিচ৪টি
শুকনো মরিচ৪ টি
জিরা১ চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
হলুদ গুড়া১ চা চামচ
ধনিয়া গুড়া১ চা চামচ
লবণস্বাদ মতো

ingridientjpeg.jpeg

ধাপ-১

প্রথমে ধুয়ে রাখা টেংরা মাছগুলোকে লবণ,হলুদ পরিমান মত দিয়ে মেখে নিতে হবে।তারপর চুলা অন করে কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে।

RECIPE1.jpeg

RECIPE 2.jpeg

ধাপ-২

এবার তেল গরম হয়ে আসলে টেংরা মাছগুলোকে হালকা করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে।

recipe3.jpeg

recipe4.jpeg

ধাপ-৩

এবার কড়াইতে বেটে রাখা মসলা (৩টি পেঁয়াজ,৩কোয়া রসুন,শুকনো মরিচ,জিরা,)দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে।এরপর কেটে রাখা উপকণগুলোকে(আলু,করলা,১ টি পেঁয়াজ,৪টা কাঁচা মরিচ)দিয়ে দিতে হবে।

recipe5.jpeg

recipe6.jpeg

ধাপ-৪

এবার হলুদ গুড়া, লবণ,ধনিয়া গুড়া দিতে হবে এবং পাঁচ মিনিট মতো রান্না করতে হবে।

recipe7jpeg.jpeg

recipe8.jpeg

ধাপ-৫

এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।

recipe9.jpeg

recipe10.jpeg

ধাপ-৬

এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এবং ১৫-২০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে।তারপর ঝোল কমে আসলে চুলা অফ করে দিতে হবে।

recipe11.jpeg

recipe12jpeg.jpeg

recipe13.jpeg

complete.jpeg

ধাপ-৭

এ পর্যায়ে একটি পাত্রে রেসিপি পরিবেশন করতে হবে।

curry1.jpeg

curry2.jpeg


রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

ধন্যবাদ সবাইকে।আজকের মতো এখানেই শেষ করছি। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

টেংরা মাছটা খেতে আমার ভালোই লাগে।তবে করলা দিয়ে খাওয়া হয়নি।তবে কালার এবং ধাপগুলো দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। করলা দিয়ে ছোট মাছের ঝোল খেতে ভালোই লাগে।ধন্যবাদ

 2 years ago 

জি আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।

Hi, @rahnumanurdisha,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

টেংরা মাছ দিয়ে আলু করলার ঝোল কখনো রান্না করে খাওয়া হয়নি। করলা ভাজি করে খেতে আমার ভালো লাগে। তবে বাসায় একবার রান্না করে ট্রাই করে দেখব। খেতে কেমন লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদ একটি রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে মূল্যবান মতামতের জন্য।জি অবশ্যই ট্রাই করে দেখবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আলু আর করলা দিয়ে টেংরা মাছের সুন্দর একটা রেসিপি তৈরি করছেন। টেংরা মাছের খেতে খুব মজা।আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে আপনার রেসিপি অনেক সুস্বাদু হয়েছে। নতুন একটা রেসিপি আমাদের শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আলু , করলা দিয়ে টেংরা মাছের ঝোল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর হবে আলু ও করলা ব্যবহার করে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে অবস্থান করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59471.57
ETH 2618.20
USDT 1.00
SBD 2.40