নাটক রিভিউ-ভাঙ্গা মিয়া||

in আমার বাংলা ব্লগ11 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।আশা করছি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আমার আজকের পোস্টটির বিষয় নাটক রিভিউ।কয়েকদিন অনেকটা চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।তাই নাটক দেখার সময় না হওয়ায় রিভিউ পোস্ট করতে পারছিলাম না।এজন্য ভাবলাম আজকে একটা নাটক দেখবো আর আপনাদের সাথে রিভিউ পোস্ট শেয়ার করবো।তো সেই ভাবনা অনুযায়ী কাজ আরকি।নাটক দেখার সময় আমি নতুন নাটকগুলো দেখার চেষ্টা করি।আর সাদিয়া আইমান এর নাটকগুলো আমার বেশ ভালোই লাগে।তাই এই নাটকটি দেখেছিলাম। নাটকটি সাতদিন আগে মুক্তি পেয়েছে।চলুন বন্ধুরা শুরু করা যাক আমার রিভিউ পোস্ট।

IMG_20230907_135048.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামভাঙ্গা মিয়া
পরিচালনাএ্যলেন টিটো
প্রযোজনাজামাল হোসেন
মুখ্য চরিত্রখায়রুল বাসার,সাদিয়া আইমান
অভিনয়েমিলি বাসার,মাসুম বাসার,তানভীর মাসুদ, সফিজ মামুন,আহমেদ ইস্তিয়াক,
চিত্রগ্রহণমোস্তাক মোর্শেদ
আবহ সঙ্গীতনাসিফ অনি
সম্পাদনারবিউল হাসান সোহেল
মুক্তির তারিখ০১-০৯-২০২৩
দৈর্ঘ্য৪২ মিনিট ২২ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-09-07-12-06-13-74.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

প্রথমে ছবিতে সেই লোকটিকে দেখতে পাচ্ছেন,তার নাম ভাঙ্গা মিয়া।মূলত তিনি টাকার বিনিময়ে সবার বিয়ে ভেঙে থাকে।এজন্য তার নাম ভাঙ্গা মিয়া।ভাঙ্গা মিয়ার ডাক নাম মতি।তিনি বাইকের কাছে বসে থেকে একটি ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন।ক্লায়েন্ট এসেছিলেন একটা ছেলের বিয়ে ভেঙে দিতে।যাতে করে সে তার মেয়েকে বিয়ে দিতে পারে ছেলেটির সাথে।এজন্য ২০,০০০ টাকা দিয়েছিলেন ভাঙ্গা মিয়াকে তিনি।তারপর আরো কয়েকজন লোক ভাঙ্গা মিয়ার বাড়ি আসেন এবং তার মায়ের কাছে নালিশ জানান তার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে এটা বলে।তখন ভাঙ্গা মিয়ার মা তাকে রাগারাগি করেন।কিন্তু এতে ভাঙ্গা মিয়ার কোনো পরিবর্তন ঘটেনা।

Screenshot_2023-09-07-12-24-10-83.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

তারপর ভাঙ্গা মিয়া তার বাইক নিয়ে একটা ক্লায়েন্ট এর কাছে আসেন এবং তার কাছ থেকে টাকা নেন।তার ক্লায়েন্ট একজন মেয়ে।মেয়েটির বয়ফ্রেন্ড আছে,তাই বিয়ে ভাঙতে চায় মেয়েটি।তবে মেয়েটি সব টাকা যোগাড় করতে পারেনি কিছুটা বাকি ছিল।তখন ভাঙ্গা মিয়া না মানায় মেয়েটির বান্ধবী তার হাতের রিং বন্দুক রেখে যান।তারপর মেয়েটি এবং তার বান্ধবী সখি,বাড়িতে চলে আসে।এখানে আগেই বলে রাখছি এই সখী মতির নায়িকা।বাড়িতে আসলে সখির বাবা বলেন , যারা দেখতে এসেছিল গত সপ্তাহে তারা আজকে দোকানে আসবে বিয়ের কথা বলতে।তখন সখি বলে তুমি যা ভালো মনে করো তাই করো।তারপর সখীর বান্ধবী বলে,তুই রাজি কেন হয়েছিস।তখন সখীর মনে পড়ে গত সপ্তাহে তিনজন এসেছিল তাকে দেখতে।তখন সখী এবং তার বান্ধবী ১০,০০০ টাকা নিয়ে আবার ভাঙ্গা মিয়ার কাছে যায় এবং তার রেট জিজ্ঞেস করে।তারপর তাকে বিয়ে ভাঙার কাজটি দেয়।কিন্তু ছেলেটির তথ্য দিতে পারেনা,ভাঙ্গা মিয়াকে যোগাড় করতে বলে সব তথ্য যেহেতু এতো টাকা দিয়েছে।

Screenshot_2023-09-07-16-03-53-32.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

তারপর সখীর বিয়ে ভাঙার জন্য ভাঙ্গা মিয়া তার বন্ধুর কাছে যায়।এখানে তার বন্ধু হচ্ছে বিয়ের ঘটক।তারা দুজনে মিলে বিজনেস পলিসি করে নিজেদের ইনকাম যোগাড় করে।সখীর বিয়ে ভাঙতে চাইলে প্রথমে রাজি হয়না ঘটক বন্ধু।কিন্তু পরে রাজি হয়ে যায় কমিশনের জন্য।তারপর রাতে ভাঙ্গা মিয়া বাড়ি ফিরলে দেখে তার মা খাবার নিয়ে অপেক্ষা করছে।ভাঙ্গা মিয়া তখন তার মাকে বলে অপেক্ষা করতে নিষেধ করছি তো তোমাকে।তুমি খাবার টেবিলে রেখে ঘুমাতে যাবে।তখন ভাঙ্গা মিয়ার কথা শুনে তার মা বলে,মনে শান্তি থাকলে মানুষ ঘুমায়।আমার তো মনে শান্তি নেই তাই ঘুম নেই।ভাঙ্গা মিয়া তার মায়ের মনের শান্তির জন্য টাকা গুনতে পরামর্শ দেয়।কিন্তু তার মা তার ঘর ভাঙ্গা টাকা নিতে চান না।

IMG_20230907_135102.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

পরের দিন সকালে ভাঙ্গা মিয়ার বাড়ি লোকজন আসে বিভিন্ন জিনিস পত্র নিয়ে।আর তারা এসে বলে ভাঙ্গা হুজুরের খেদমতের জিনিস এগুলো।তাদের গ্রামে দুইটি বিয়ে এজন্য।যাতে একমাস ভাঙ্গা মিয়া ওই গ্রামে না যায়।কেননা সে গেলেই তো বিয়ে ভেঙে যাবে।এগুলো তার মা নিয়ে যেতে বললেও না নিয়েই চলে যান তারা।তারপর ভাঙ্গা মিয়া আর সখী দুজনে একটা রাস্তায় হাঁটছিল আর গল্প করছিল।তখন ভাঙ্গা মিয়া বিয়ে ভাঙার কারণ জিজ্ঞেস করলে।সখী বলে এখন বিয়ে করতে চায়না তাই বিয়ে ভেঙে দিতে চায় এটাই কারণ।তারপর ভাঙ্গা মিয়া রাতে বাড়িতে আসলে তার মা ওই লোকদের কথা বলে,তখন ভাঙ্গা মিয়া নতুন আর একটি প্ল্যান করে।পরের দিন চলে যায় ওই গ্রামে এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করে।

IMG_20230907_135029.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

তারপর ভাঙ্গা মিয়া এক বড়ো ভাইয়ের কাছে যায় কিছু জিনিসপত্র নিয়ে এবং বলে ভাই আপনি এগুলো খাবেন তারপর আমি বিষ খাবো।তখন বড়ো ভাই বলে কেন কি হয়েছে? এরকম করছিস কেন হঠাৎ।তখন ভাঙ্গা মিয়া তার প্রেমিকার কথা বলে।এভাবে তিনি সখীর বিয়ে বাতিল করে বড়ো ভাইয়ের মাধ্যমে।তখন সখীর বাড়িতে সেই ভাঙ্গা মিয়ার বন্ধু ঘটক এসে বিয়ে ভেঙে যাওয়ার কথা বলে।আর সখী তখন অনেক খুশি হয়।কিন্তু ভাঙ্গা মিয়া সখীর সাথে তার প্রেমের কথা বলে সবজায়গায়।আর এটা শুনে সখী রেগে যাই কারণ তাদের প্রেমের সম্পর্ক ছিলনা।তারপর এটা শুনে সখী ভাঙ্গা মিয়াকে ডাকে এবং থাপ্পড় মেরে চলে যায়। পরে দুজনে দুজনকে মিস করে তারা ।

IMG_20230907_134545.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

রাতে ভাঙ্গা মিয়া সখীর দেওয়া সেই আংটি দেখছিল । তখন তার মা এসে আংটি কার জানতে চাইলে ভাঙ্গা মিয়া বলে, সখীর।আর সখীকে তার ভালো লাগে।পরের দিন বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলে তার মাকে।ভাঙ্গা মিয়ার কথা মতো বিয়ের প্রস্তাব নিয়ে যান সখীর বাড়ি তারা।কিন্তু সখীর বাবা বিয়ে দিতে রাজি হয়না সমাজের কথা বলে।তারপর ভাঙ্গা মিয়া অনুতপ্ত হয় এবং গ্রামবাসীর কাছে ক্ষমা চায়।তার বিয়ে ভাঙার কাজের জন্য।তারপর গ্রামের লোকেরা কয়েকজন তার সাথে সখীর বাড়ি আসে এবং বিয়ে দিতে বলে সখীর বাবাকে তার সাথে।তখন সখী বলে গ্রামের কেউ বিয়ে ভাঙতে বলেনি,যাতে আপনি নিজের ভুল বুঝতে পারেন এজন্য সেদিন ওই কথা বলে বাবা আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।তারপর সখী এবং ভাঙ্গা মিয়ার বিয়ে ঠিক হয় এবং তারা দুজনে খুব খুশি হয়।এই পর্যন্তই নাটকটি শেষ হয়ে যায়।

IMG_20230907_134437.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব
ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।নাটকটিতে ভাঙ্গা মিয়া বিয়ে ভাঙার কাজ করতো যেটা অনেকটা অপরাধের একটি কাজ।যদিও এই কাজগুলো যারা করতেন তারা তাদের নিজেদের সম্পর্ক বাঁচাতে করতেন।তাই ভাঙ্গা মিয়া এগুলোকে অপরাধ মনে করতেন না।নাটকটি থেকে একটা বিষয় শেখার আছে যে।যদি কেউ ভুল কাজ করে এবং সেই বিষয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়।তখন সবার উচিত ক্ষমা করে দেওয়া ভুল স্বীকারকারীকে।নাটকটির কাহিনী একটু ভিন্নধর্মী ছিল।এই বিষয়ে নাটক হতে পারে এটা কল্পনা করিনি।তাছাড়া সকলের অভিনয় দারুন ছিল।কমেডি নাটকগুলো বেশ ভালোই লাগে, বিনোদনে ভরপুর থাকে।নাটকটির পুরো কাহিনী উপভোগ করতে চাইলে অবশ্যই নাটকটি দেখে নিবেন।আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৭/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 11 months ago 

মাঝেমধ্যে নাটক দেখতে ভালই লাগে আমার কাছে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে ।যদিও নাটকটি এখনো দেখা হয়নি। ভাবছি সময় করে নাটক দেখব । এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 11 months ago 

নাটকের নামটা শুনে এ কেমন যেন মনে হয়েছিল কিছু একটা বিষয় রয়েছে। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম যে আসলে বিয়ে ভাঙ্গা। যেকোনো জায়গায় বিয়ে ভেঙ্গে বেড়ায় বলে তার নাম পড়েছে ভাঙ্গা মিয়া। নাটকের রিভিউটা পড়ে খুব ভালো লেগেছে চমৎকার একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

ভাঙ্গামিয়া নাটক টা আমি দেখেছি অনেক সুন্দর ভাঙা মিয়ার কাজ শুধু বিয়ে ভাঙ্গা সব এলাকার লোক তাকে দেখে ভয় পেতো দারুন ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জি ঠিক বলেছেন একদম।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 11 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। ভাঙ্গা মিয়া নাটকটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেখলাম কিন্তু নাটকটি এখনো আমার দেখা হয়নি। তবে নতুন নাটক বেশ সুন্দরভাবেই রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন আপু। চেষ্টা করব খুব দ্রুত আপনার শেয়ার করা নাটকটি দেখার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক হৃদয়ের মাধ্যমে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

বর্তমানে এই জুটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। ভাঙ্গা মিয়া এই নাটকটি আমার দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউ দেখে অনেকটা জানতে পেরেছি এই নাটকের ব্যাপারে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।

 11 months ago 

জি এই জুটির নাটক বেশ জনপ্রিয়তা পেয়েছে।ধন্যবাদ আপু আপনাকে।

 11 months ago 

বেশ ভালো লাগলো আপনার এই নাটক রিভিউ করা দেখে। অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটা বেশ ভালো মনে হলো আপনার রিভিউ পড়ে বুঝলাম। আমি এমনিতে নাটক বেশি পছন্দ করে থাকি। তাই যেকোনো মুহূর্তে চেষ্টা করব নাটকটা দেখার জন্য।

 11 months ago 

জি ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45