জলপাই এর টক-ঝাল-মিষ্টি আচার||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি একটি রেসিপি ব্লগ।প্রকৃতিতে যেহেতু শীতের আগমনী বার্তা পড়ে গিয়েছে তাই শীতকালীন ফলমূল, শাকসবজি বাজারে পাওয়া যেতে শুরু হয়ে গিয়েছে।জলপাই টক জাতীয় একটি ফল।অনেকের পছন্দের ফলটি।কিন্তু অতিরিক্ত টক হওয়ায় আমাদের বাসার সবার এই ফলটি তেমন একটা পছন্দ না।তাই আচার করে আমাদের বাসায় এই ফলটি খাওয়া হয় এই শীতের সিজনে।খুব সহজেই যেভাবে জলপাই এর টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপিটি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।


রেসিপির ফাইনাল লুক

GridArt_20231104_174758816.jpg


প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
জলপাই১কেজি
গোটা ধনিয়া১ চা চামচ
শুকনো মরিচ৩টি
তেজপাতা২টি
জিরা১চা চামচ
সরিষার তেলপরিমাণ মতো
হলুদ গুড়া১ চা চামচ
চিনি৩০০ গ্রাম
লবণস্বাদ মতো
পাঁচফোড়ন২ চা চামচ

GridArt_20231104_174437810.jpg

ধাপ-১
প্রথমে জলপাই সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো পানি,লবণ এবং হলুদ দিয়ে।।

GridArt_20231104_174527665.jpg

ধাপ-২

এবার জলপাই সিদ্ধ হয়ে গেলে একটি চালনে করে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি।তারপর হাত দিয়ে মেখে নিয়েছি।উক্ত মসলা গুলো একসাথে করে ভেজে নিয়ে গুড়া করে নিয়েছি।

GridArt_20231104_174554129.jpg

ধাপ-৩

এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি।তারপর একটি শুকনো মরিচ এবং দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি।তারপর মেখে রাখা জলপাই এবং চিনি দিয়ে দিয়েছি।একটু নেড়ে চেড়ে গুড়া করা মসলা দিয়ে দিয়েছি।

GridArt_20231104_174634189.jpg

ধাপ-৪

এবার খুন্তি দিয়ে উপকরণ নেড়ে নিয়েছি ক্রমান্বয়ে যাতে লেগে না যায়।একটু পর চুলা অফ করে দিয়েছি আমার রেসিপি প্রস্তুত এজন্য।

GridArt_20231104_174659031.jpg

ধাপ-৫

এ পর্যায়ে একটি প্লেটে রেসিপিটি পরিবেশন করছি।

GridArt_20231104_174721688.jpg

আজকের মতো এখানেই শেষ করছি।আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
ইংরেজি তারিখ০৪-১১-২০২৩
ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

জলপাই আচার দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আপনি অনেক সুন্দর করে আচার রেসিপি তৈরি করার পদ্ধতি তুলে ধরেছেন। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। টক ঝাল মিষ্টি আচার খেতে অনেক ভালো লাগে।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

হুম শীতকালের আগমন বার্তা পড়ে গিয়েছে। হালকা হালকা শীত পরতেছে। জলপাই খেতে অনেক ভালো লাগে এবং অনেক টক জাতীয় ফল। আমারও খুব একটা ভালো লাগে না টকটক লাগে। আপনি দারুন দক্ষতায় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আঁচার রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন
প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

ফল হিসাবে জলপাই খাওয়া যায় না টকের কারনে। তবে আচার বানালে বেশ মজা করেই খাওয়া যায়। আপনার বানানো টক-ঝাল-মিষ্টি আচার বেশ লোভনীয় লাগছে। দেখেই খেতে ইচ্ছে করছে। মজাদার আচার বানানোর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি আপু,ধন্যবাদ।

 last year 

জলপাইয়ের আচার আমার খুব পছন্দের। এই সিজনে আম্মু জলপাই দিয়ে অনেক আচার তৈরি করে থাকে সারা বছর খিচুড়ির সাথে খাওয়া হয়। আচার ছাড়া খিচুড়ি খেতে আমার ভালো লাগে না। এবারে এখনো তৈরি করা হয়নি। আপনার তৈরি করা আচার গুলো দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ছোট বড় সবার প্রিয় একটি রেসিপি। টক ঝাল মিষ্টি জলপাই আচার রেসিপি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন রেসিপিটার ছবি দেখেই বোঝা যাচ্ছে আসলেই অনেক মজা হয়েছে। পরিবেশন করা ছবি দেখে আমার তো জিহ্বায় জল চলে আসছে।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া ,ধন্যবাদ আপনাকে ।

 last year 

আপু আপনার পোষ্টের টাইটেল পড়েই আমার জিভে জল চলে এসেছে রীতিমতো। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার দেখলে লোভ সামলানো খুবই মুশকিল। রেসিপিটি তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর এই লোভনীয় রেসিপি দিয়ে লোভ লাগানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

গতকাল বামুন্দি বাজার থেকে আপনার ভাবীর জন্য আমি জলপাই কিনে এনেছি। আসলে শুনেছি এই জলপাইয়ের আচার নাকি খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে আপনি সে জলপাইয়ের আচার তৈরি করে আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন,তাই অনেক অনেক ভালো লাগলো আমার।

 last year 

ও আচ্ছা,ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন জলপাই এর টক-ঝাল-মিষ্টি আচার তৈরির রেসিপি। আচার তৈরি করে একা একাই খেয়ে ফেললেন ছোট ভাইকে দাওয়াত দিলেন না আপু। এমনিতে আমি জলপাইয়ের আচার খেতে বেশ পছন্দ করি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আচার তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপুর বাড়ি দাওয়াত দেওয়া লাগবে কেন ।যেকোনো সময় আসলেই খেতে পারবা।🥰

 last year 

আপু আমি ও কয়েক দিন আগে জলপাই এর আচার বানিয়েছিলাম। সত্যি আমার বাচ্চারা ও জলপাই এমনি খেতে চায় না কিন্তু আচার বানিয়ে দিলে অনেক মজা করে খায়। আর টকঝাল মিষ্টি আচারটাই বেশি পছন্দ করে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।।

 last year 

সকলের কমেন্টের ঝড় দেখেই বোঝা যাচ্ছে এই টক-ঝাল জলপাইর আচারটা সবার পছন্দ হয়েছে, পছন্দ হবেই না কেন আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, জলপাইর আচার টা খুবই কমন কিন্তু সবাই পছন্দ করে এই আচার।

 last year 

জি একদম ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68253.22
ETH 2446.62
USDT 1.00
SBD 2.36