রঙিন কাগজ দিয়ে তৈরি ব্যাঙ অরিগামি||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।অনেকদিন পর আপনাদের মাঝে রঙিন কাগজের ভাজে তৈরি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি।অরিগামি দেখতে সুন্দর লাগে আর বানাতেও বেশ ভালো লাগে।বর্ষাকালের সাথে ব্যাঙের একটা বিশেষ সম্পর্ক রয়েছে।তো এখন যেহেতু বর্ষাকাল আশেপাশে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে ।তাই ভাবলাম একটি ব্যাঙ তৈরি করে শেয়ার করলে হয়তোবা মন্দ হয়না।তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার অরিগামি তৈরির ধাপগুলো ।
ব্যাঙ
উপকরণসমূহ-
- রঙিন কাগজ
- কেচি
আমি খুব সহজেই অরিগামিটি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।
ধাপ-১
প্রথমে চতুর্ভুজ আকৃতির করে কাগজটি কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর ভাজ দিয়ে নিয়েছি।
ধাপ-২
এবার ছবির মত করে দুই দিক দিয়ে একই ভাজ দিয়ে নিয়েছি।ঠিক একইভাবে দুইটি ভাজ দিয়েছি তারপর দেখতে ছবির মত হয়েছে।
ধাপ-৩
এবার বাম পাশের ভাজটি দিয়ে দিয়েছি ছবির মত।
ধাপ-৪
এবার উপরের দিকের ভাজগুলো দিয়েছি তারপর ছবির মত দেখতে এসেছে।
ধাপ-৫
এবার ভাজে ভাজে আমার ব্যাঙ তৈরি সম্পন্ন হলো।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি জিটি মাস্টার |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | নিজ বাসভবন |
Date- 16th June,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ব্যাঙ এর অরিগ্যামি তৈরি করেছেন। এধরনের অরিগ্যামি গুলো তৈরি করার সময় ভাঁজ গুলো সঠিক ভাবে না দিতে পারলে অরিগ্যামিটা তৈরি করা সম্ভব হয় না। যাই হোক আপনি চমৎকার ভাবে তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু অরিগামি গুলো দেখতেও সুন্দর লাগে এবং এগুলো বানাতেও বেশ ভালো লাগে। কিছু কিছু অরিগামী আছে খুব জটিল বানানো। বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে। আপনার আজকের ব্যাঙের অরিগামী খুব সুন্দর হয়েছে। সবুজ কালারের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব সুন্দর একটি ব্যাঙেত অরিগামি বানিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে।
বাড়ির পাশে পুকুর আপনি কখনোই ব্যাঙ দেখবেন না হঠাৎ বৃষ্টি নেমেছে দেখবেন ব্যাঙের মেলা বসেছে। এই বিষয়টা আমার কাছে বেশি আশ্চর্য লাগে। যাইহোক আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন। ব্যাঙ তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাইয়া এটা আশ্চর্যের ব্যাপার আসলেই, ধন্যবাদ আপনাকে।
বর্ষাকালে ব্যাঙের ডাক অনেক শোনা যায়। এখন যেহেতু চারপাশে অনেক পানি হয়েছে তাই তো ব্যাঙের ডাক বেশি শোনা যায়। আপু আপনি কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা কাগজের ব্যাঙ অনেক সুন্দর হয়েছে।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ব্যাঙের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। পিঠের উপরের অংশ একদম অরিজিনাল ব্যাঙের মতোই লাগছে যাইহোক কাগজের ভাঁজে কিভাবে তৈরি করতে হয় সেটা তুলে ধরার জন্য ধন্যবাদ।
অরিজিনাল ব্যাঙের মতো লাগলে তো ছেড়ে দিতে হয় ভাইয়া পানিতে তাহলে ডাকলে অন্তত বৃষ্টির দেখা পেতাম😁।
আপু আপনার তৈরি করা কাগজের ব্যাঙ অসাধারণ হয়েছে। বর্ষাকালে ব্যাঙের ডাক অনেক শোনা যায়। আর আমি যেহেতু গ্রামের বাসায় এসেছি তাই ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি। আমাদের এদিকে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অরিগ্যামি বিষয় টি ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। প্লেইন কাগজকে ভাজের মাধ্যমে কি সুন্দর একেক জিনিসের শেইপ দেয়া যায়! তবে কাজ টি মোটেও সহজ বলে মনে হয় না আমার। আপনি বেশ সুন্দর সবুজ রঙের ব্যাং এর অরিগ্যামি তৈরি করেছেন। ভীষণ ই সুন্দর হয়েছে।
বাহ চমৎকার আপু খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগ্যামি টা বেশ দারুণ তৈরি করেছেন। এটা বেশ কঠিন ছিল। আপনার প্রশংসা করতেই হয়। খুবই সুন্দর তৈরি করেছেন। এবং চমৎকার ভাবে পোস্ট টা শেয়ার করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।