প্রকৃতিতে শীত বিরাজমান||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ।গ্রীষ্ম,বর্ষা, শরৎ,হেমন্ত,শীত ও বসন্তের সমন্বয়ে ছয়টি ঋতু ।বছর জুড়ে এই ছয়টি ঋতুতে আমাদের প্রকৃতি সেজে ওঠে নানা রঙে।আমরা বাঙালিরা বছর জুড়ে সকল ঋতুর সৌন্দর্য অনুধাবন করতে পারি।ঠিক তেমনি এই বছর শেষের সময়টাতে শুরু হয় শীত।এখন আমাদের প্রকৃতিতে শীত বিদ্যমান।শীতের সময় কুয়াশায় ঘেরা সকাল,শিশির ভেজা ঘাস সারাদিন থমকে থাকা আবহাওয়া।আবার হঠাৎ ওঠা মিষ্টি রোদ।সবই যেন প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ।ডিসেম্বর মাস শুরু হতে না হতেই তীব্র শীত আরম্ভ হয়ে গিয়েছে।বিশেষ করে আমরা যারা গ্রামের দিকে থাকি তারা শীতের প্রকোপ টা বেশ বুঝতে পারছি।তিনদিন যাবৎ থমকে থাকা আবহাওয়া সাথে বৃষ্টি রয়েছে প্রকৃতিতে।
এজন্য অনেকটাই বিরক্তি লাগছিল।আজকে বিকেল থেকে রোদ এর দেখা পাওয়া যাচ্ছে।আগামীকাল থেকে বিরূপ আবহাওয়া হয়তো কেটে যাবে।তবে কেটে গেলেও শীতকালে সাধারণত প্রকৃতি নিস্তব্ধ হয়েই থাকে।গত বছর যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল জানুয়ারি মাসের দিকে।আমার মনে হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবেনা।কেননা ডিসেম্বরের শুরুতেই এবার অনেকটা ঠান্ডা পড়েছে।গতবার বেশি একটা শীতকাল উপভোগ করা হয়নি পরীক্ষার জন্য।সারা বছর না পড়লেও পরীক্ষার সময় কম বেশি পড়তেই হয় আমাদের।আমরা যারা স্টুডেন্ট যারা আছি।কি একটা অবস্থা ছিল যে বলার মতোই না ,দরজা জানালা বন্ধ করে দিলেও যেন মনে হচ্ছিল বাতাস রুমের ভিতর চলে আসছিল ।
এই শীতের সময় শুধুমাত্র খেয়ে দেয়ে একটু শান্তি পাওয়া যায়।এছাড়া আমার কাছে মনে হয় অন্য সব কিছুতেই বিরক্তির ব্যাপার এই শীতকাল।শীতকালে সাধারণত দিন খুবই ছোট হয়।এজন্য দিনের ঘুমটাও আর হয়না।তারপরেও আমরা বাঙালিরা তো মাত্র দুই মাস শীতের প্রকোপ অনুভব করে থাকি।অন্যদিকে শীত প্রধান দেশের মানুষ যারা আছেন ।তারা বছরের বেশিরভাগ সময় এই ঋতু পেয়ে থাকেন।এটা তাদের জন্য অনেকটাই কষ্টকর একটি বিষয়।সেই দিক দিয়ে বলতে গেলে আমরা বাংলাদেশে যারা আছি তারা বেশ সৌভাগ্যবান।এজন্য যে, আমরা ছয়টি ঋতুর সৌন্দর্য অনুধাবন করতে পারি। যার জন্য আমাদের খুব একটা বিরক্তির কারণ হয়না কোনো ঋতু।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date-08 December,2023
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
ছয়টি ঋতুর দেশ বাংলাদেশ। তবে তিনটা বিষয়ে আমাদের বেশি অনুভব করে থাকতে হয়। এক বর্ষার সময় বৃষ্টি আরেক গরমের সময় প্রচন্ড গরম। আবার এদিকে শীতের সময় কিছুটা দিনের জন্য হল প্রচন্ড শীত। যেহেতু শীতকাল না আসতে বৃষ্টি হয়ে গেল। তাই আশা করা যায় এ থেকে অতি শীত পড়া শুরু হয়ে যাবে, তবে শীতের সময় বিভিন্ন প্রকার গরম পিঠাপুলি খেতে বেশ ভালো লাগে। যাই হোক শীতকে কেন্দ্র করে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি এতে আমার বেশ ভালই লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
আমার কাছেও শীতকালে খাইতে আর ঘুম পারতে বেশ ভালো লাগে তাছাড়া সবকিছুই বিরক্ত লাগে।গ্রামের দিকে বেশ শীত পড়লেও আপু শহরের দিকে এখনো শীত পড়া আরম্ভ হয়নি। তবে গত কালকে বৃষ্টির পরে আজকে বেশি অনুভূত হচ্ছে শহরে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
শহরে একটু দেরিতেই শীত পড়ে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
শীতকালে শীতের তীব্রতা যখন অনুভব করা যায় তখন বেশ ভালই লাগে। তবে আগের তুলনায় এখন তেমন শীত নেই বললেই চলে। যখন গ্রামে ছিলাম ছোট বেলায় তখন তো ডিসেম্বর মাস জানুয়ারি মাস প্রচুর শীত হতো। কিন্তু আগের চেয়ে এখন তেমন শীত উপলব্ধি করি না। আশা করি জানুয়ারি মাসে আমরা শীতের উপস্থিত লক্ষ্য করবো। অনেক ধন্যবাদ খুব সুন্দর অনুভূতি আপনি প্রকাশ করলেন আমাদের সাথে।
জি আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।