চরিত্র অমূল্য সম্পদ||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
এবার চলুন বন্ধুরা,আমার আজকের লেখার মূল বিষয়ে যাওয়া যাক।আজকে বেশ তাড়াতাড়ি কলেজ থেকে বাসায় এসেছিলাম দুপুর সাড়ে বারোটার দিকেই। বাসে করেই বাসায় এসেছিলাম দুপুরের ট্রেন না থাকায় এজন্য আরকি।আর রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম এই বিষয়টি।গতকাল ও দেখেছিলাম আর আজকেও।আমরা যে বাসায় থাকি এর পাশের ফ্ল্যাটের একজন আন্টি,তাকে নিয়েই এই ঘটনা।কয়েকদিন আগেই তিনি চাকুরিতে নতুন এসেছেন ।তিনি বিবাহিত এবং তার একটি মেয়ে আছে তিন বছর বয়সী।বিষয়টি এরকম যে তার হাজবেন্ড থাকা সত্বেও তিনি প্রেম করছেন ।কিছুদিন আগে এই বাসায় এসেছেন কিন্তু তার মেয়ে কান্নাকাটি করায় নতুন বাসায় গিয়েছিলেন এই বাসা ছেড়ে দিয়ে।যেই বাসায় গিয়েছিলেন সেই বাসার মালিকের ছেলে আমার ভাইয়ের বন্ধু।এজন্যই আরকি বিষয়টি জানতে পেরেছি আমরা।ওই বাসায় যাওয়ার পর তার প্রেমিকের সাথে বাসার গেটের সামনে হাত ধরে কথা বলেছিল নাকি এই বিষয়টি আবার আমার ভাইয়ের বন্ধু ছবি তুলে রেখেছিল।এখন ওনার হাজবেন্ড যে সে তো অন্য ব্যক্তি।তাই ছবিটি ভাই এর বন্ধু তার বাবা মাকে দেখালে ওই বাসা ছেড়ে দিতে বলে ওনাদের ।বাসা ছেড়ে দিয়ে ওনারা আবার এই বাসায় ফিরে এসেছে পূজার কিছুদিন আগেই।ওনারা হিন্দু ধর্মের অনুসারী।ওই বাসা ছেড়ে আসার পরেই পূজায় বাড়িতে চলে গিয়েছিল।আবার এসেছে কয়েকদিন,ওনার মেয়ে এখানে থাকতে পারেনা আটকা জায়গা তাই।বাড়ি থেকেই প্রায় অফিস করেন তিনি।
আজকে বাসায় ফেরার সময় ওই আন্টিকে দেখতে পেলাম রাস্তার পাশে ভিডিও কলে কথা বলছে আর হাসছে।গতকাল যেহেতু আমার সাথেই এসেছিল সেদিন ও একই বিষয় দেখতে পেলাম।তাই শিউর হলাম বিষয়টি ।একটি কথা না বললেই নয় ওনার যিনি হাজবেন্ড তিনি দেখতে ভালো ওই প্রেমিকের তুলনায় ।তার প্রেমিক এবং হাজবেন্ড কাউকেই আমার দেখা হয়নি যদিও তবে শুনেছি আরকি এটা।তিনি তার পরিবারকে কিভাবে ঠকাচ্ছেন হঠাৎ নিজের পায়ে দাঁড়িয়ে।তার এইচএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয়েছিল।অনার্স ,মাস্টার্স বিয়ের পরেই করেছেন চাকুরি টাও এখন করছেন ।যেহেতু পড়াশুনা এবং চাকুরি দুই করতে পেরেছেন তার মানে শ্বশুরবাড়ির পরিবার তাকে সাহায্য করেছিলেন এজন্য।তাছাড়া তো সম্ভব হতোনা।আমরা যখন একটু ভালো সময় পেয়ে যায় জীবনে তখন আমরা অতীতের সাহায্যের কথা ভুলে যাই কোনো একটা মোহে পড়ে।কিন্তু যখন জীবনে ভালো কিছু অর্জন করি আমাদের সকলের উচিত বিনয়ী হওয়া ।স্বাধীনতা পেয়ে জীবনকে নিদ্দিষ্ট সীমার বাইরে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে সবসময়।কেননা মানুষের জীবন পরিবর্তনশীল।তাই সর্বদা চেষ্টা করতে হবে চরিত্রকে সঠিকভাবে গঠন করার।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
আপু আপনি আজকে আমাদের মাঝে খুব দারুন একটা মোটিভেশনাল পোস্ট শেয়ার করেছেন। সত্যি আপনার পোস্ট করে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। মানুষের আচার-আচরণের পাশাপাশি চরিত্র এর গুণাবলী হওয়া অবশ্যই একজন ভালো মানুষের পরিচয়। মানুষের চরিত্র একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয় কোটি টাকা দিয়েও সেই চরিত্র আর ফিরে পাওয়া যাবে না তাই চরিত্র কে অমূল্য সম্পদের সাথে তুলনা করা হয়।
ঠিক বলেছেন আপু কাপড়ের দাগ যেমন হাজার চেষ্টা করেও তোলা যায় না তেমনি চরিত্রে দাগ লাগলেও হাজার চেষ্টা করেও সেই দাগ মুছা যায় না। আপনি সুন্দর কিছু উদাহরণ দিয়ে চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
সত্যি আপু চরিত্র মানুষের অমূল্য সম্পদ। টাকা পয়সা ধন সম্পদ হারিয়ে গেলে এক সময় ফিরে পাওয়া যায় কিন্তু চরিত্র হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না। আসলে মানুষ একবার প্রতিষ্ঠিত হলে পিছের কথা মনে রাখতে চাই না। যেমনটা করেছে আপনার আন্টি পরকীয়া করে। আর পরকাল একটি জঘন্য অপরাধ। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
এখন যেন এই বিষয়টি বেশ চারদিকে ছড়িয়ে পড়েছে। সবাই কেন জানি একজন কে নিয়ে সুখী থাকতে পারছে না। একজন থাকতে তার আর একজন চাই। কেন যে মানুষের মানসিকতা এমন হয়ে যাচেছ। উপর ওয়ালা বলে তো একটি বিষয় আছে। এখন তো চরিত্র যে অমূল্য সম্পদ সেটা আমরা ভুলতেই বসেছি। জানিনা কবে এমন অবস্থা হতে আমাদের মুক্তি মিলবে। আমাদের বোধদয় হবে।
জি একদম ঠিক কথা বললেন আপনি,ধন্যবাদ আপনাকে।
আজকের পোষ্টের অনেক গুরুত্বপূর্ণ একটি কথা।
ধন্যবাদ ভাইয়া।
আসলেই মানুষ যখন তার যোগ্যতার থেকে বড় কিছু পেয়ে যায় তখন সে নিজেকে অনেক বড় কিছু ভাবে যার কারণে হয়তো অনেকের চরিত্রগত সমস্যাও হয়ে পড়ে। এরকম অনেক ঘটনা আমি শুনেছি আজ আবার আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। সত্যি বলতে যাদের আসলে চারিত্রিক সমস্যা তাদের বর যত সুন্দরই হোক না কেন তারা বরাবরই অন্যের প্রতি আসক্ত হবে। আপনার এই পোস্ট পড়ে খুবই খারাপ লেগেছে কারণ বিবাহিত হওয়ার পরেও যে পুরুষ বা নারী অন্যের প্রতি আসক্ত থাকে তাদের আমার দুই চোখে সহ্য হয় না। চরিত্র মানুষের অমূল্য সম্পদ হলেও এখনকার সময়ে মানুষ চরিত্রকে অমূল্য সম্পদ মনে করে না যখন তখন যাকে তাকে বিলিয়ে দেয়। ধন্যবাদ আমাদের মাঝে ঘটনাটা তুলে ধরার জন্য।
জি ভাইয়া ঠিক বলেছেন একদম।ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।