পেপার কাটিং||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগের বিষয় কাগজের নকশা।আজকে সারাদিন প্রায় লোডশেডিং ছিল মাঝে মাঝে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে আবার রোদের দেখা।দুপুরের গরমের ওই লোডশেডিং এর সময়টাতে ভাবলাম একটি কাগজের নকশা তৈরি করি।তো ভাবনা অনুযায়ী কাজ করে নিলাম।আর পোস্টে ভিন্নতা আনতে প্রতি সপ্তাহে একটি ডাই পোস্ট থাকাটাও জরুরি।তাই আজকে র এই নকশা পোস্টটি নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমার নকশা তৈরির ধাপগুলো ।
নকশা
উপকরণসমূহ-
- কাগজ
- পেন্সিল
- কেচি
আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।
ধাপ-১
প্রথমে চতুর্ভুজ আকৃতির করে কাগজটি কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর কোনাকুনি তিনটি ভাজ দিয়ে নিয়েছি একইভাবে।
ধাপ-২
এবার সর্বশেষ ভাজটি দিয়ে বাড়তি অংশ কেটে নিয়েছি।এবং ডিজাইন বরাবর কেচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ-৩
এবার ডিজাইন এঁকে নিয়েছি ।
ধাপ-৪
এবার ডিজাইন বরাবর কেটে নিয়েছি ।
ধাপ-৫
তারপর ভাজ খুললে আমার কাঙ্খিত নকশাটি পেয়েছি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | নিজ বাসভবন |
Date-9thJuly,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
আপনার কাগজের নকশা সত্যিই অসাধারণ হয়েছে! লোডশেডিংয়ের সময়টাকে সৃজনশীল কাজে ব্যয় করে এমন সুন্দর নকশা তৈরি করা সত্যিই প্রশংসনীয়। ধাপগুলো খুব সহজে ব্যাখ্যা করেছেন, তাই আমাদের জন্যও তৈরি করা সহজ হবে। আপনার ডাই পোস্টগুলো সবসময়ই নতুন কিছু শেখার সুযোগ দেয়। ধন্যবাদ আপনার এই শেয়ারিংয়ের জন্য। ভবিষ্যতেও আরও এমন সুন্দর পোস্টের অপেক্ষায় রইলাম!
[@redwanhossain]
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
আপু আমাদের এলাকাতেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার এর মধ্যে খুবই কড়া ভাবে রোদ বের হচ্ছে। তবে এর মধ্যে আপনাদের এলাকাতে লোডশেডিং চলছে। এরকম আবহাওয়াতে লোডশেডিং চললে খুবই খারাপ লাগে। তবে এর মধ্যে আপনি অনেক সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।
অনেক সুন্দর একটি পেপার কাটিং পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এ পেপার কাটিং পোস্ট দেখে খুবই ভালো লেগেছে আমার। এ জাতীয় নকশাগুলো আমি খুবই পছন্দ করে থাকি। বেশ দারুন হয়েছে আপনার আজকের নকশাটা। অসাধারণ ভাবে নকসার কাজ সম্পন্ন করেছেন আপনি।
ধন্যবাদ ভাইয়া।
আপু সাদা পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি আপনার এই পেপার কাটিং টা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সাদা রঙের কাটিং ফুলটি কালো পেপার এর উপর রাখা হয়েছে বলে আরো সুন্দর দেখাচ্ছে, কাটিং ফুলের প্রতিটা ধাপ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিশেষ করে কাগজ ভাজ করে নিয়ে পেন্সিল দিয়ে ফুল এঁকে নেওয়াটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
সাদা পেপার কাটতে ইজি আপু।
কাগজ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা যায়। আর এগুলো দেখতে বেশ চমৎকার লাগে। আপনি আজকে পেপার দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুল তৈরি করার প্রতিভাধা খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটা কাগজের নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এমন ডিজাইন তৈরি করা অনেক কঠিন কাজ কেননা এটা তৈরি করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়। একটু ভুল হলে পুরো পরিশ্রম বৃথা হয়ে যায়।
জি ভাইয়া ঠিক বলেছেন একটু ভুল হলেই পরিশ্রম বৃথা।
সাদা কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ফুল বানিয়েছেন।ভীষণ সুন্দর হয়েছে আপনার বানানো ফুলটি।আমাদের এখানেও রোদ,বৃষ্টি লোডশেডিং। আপনার পেপার কাটিং সুন্দর লাগছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে পেপার কাটিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু
খুবই সুন্দর ও সহজ ভাবে পেপার কাটিং ডিজাইন করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো অসাধারণ একটা ডিজাইন খুব সহজে তৈরি করলেন।
পেপার কাটিং গুলো কাটার পর দেখতে ভীষণ ভালো লাগে।আপনি খুব চমৎকার ভাবে ভাজ করলেন কাগজটি। এরপর এঁকে নিয়ে খুবই সাবধানতার সাথে নকশাটি কেটে নিলেন।ভাজ খেলার পর কাটিংটি দেখতে দারুন লাগলো আপু।আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে কাটিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।