শখের কাছে বয়স কয়েকটি সংখ্যা মাত্র||

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

old-man-4466290_1280.jpg

ছবির উৎস

আজকের লেখার বিষয়টি এতক্ষণে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন বন্ধুরা।শখের কাছে বয়স কেবল মাত্র কয়েকটি সংখ্যা বললে ভুল হবেনা ।আমরা পৃথিবীতে এতো এতো মানুষ আমাদের শখ,ইচ্ছা,আশা আকাঙ্ক্ষায় প্রত্যেকেরই রয়েছে ভিন্নতা।কেউ তার শখ কে পূর্ণতা দিতে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে আবার কেউ তার শখ যেকোনো ছোট বিঘ্নতেই বিসর্জন দিয়ে দেন।একটি কথা প্রায় শুনতাম শখের তোলা লাখ টাকা।আসলেই কথাটি যেন ঠিক।

যাইহোক বন্ধুরা আজকের লেখার মূল আলোচনায় যাওয়া যাক।গতকাল পেপারে একটি নিউজ দেখতে পেলাম।যেটা দেখে আমার বেশ ভালো লাগলো।তাই আপনাদের মাঝে অনুভূতি শেয়ার করতে চলে এলাম।নিউজটি এরকম ছিল যে ,যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে বসবাসকারী এক বৃদ্ধা হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন ।তার নাম ফ্রেড অ্যালেন স্মলস এবং বর্তমান বয়স ১০৬ বছর।তার শখকে পূর্ণতা দিতে সহায়তা করেছেন তার নাতনি।তিনি ছাত্রাবস্থায় থাকাকালীন সময়ে নিজের হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রি কারণবশত নিতে পারেন নি।

এখান থেকে এই বিষয়টি বোঝা যায় আসলেই শখের কাছে বয়স কোনো ব্যাপার না। বয়স শুধুমাত্র কয়েকটি সংখ্যা।বর্তমান মানুষের গড় আয়ু যা উক্ত বৃদ্ধার বয়স তার দ্বিগুণ হতে চলেছে।কিন্তু তিনি শেষ বয়সে হলেও নিজের শখ পূরণ করেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 24th February,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আসলে আপু মানুষের জীবনটা অনেক কঠিন আবার অনেক সহজ। যেমন ফ্রেন্ড অ্যালেন ১০৬ বছর বয়সে ডিপ্লোমা ডেকে নিয়েছেন, আবার একজন যুবক মানুষও এ ধরনের কাজগুলো করতে পারে না। এর কারণ হলো যদি জীবনটাকে সহজ করে নেওয়া যায় তাহলে সহজ আর কঠিন করে নিলে কঠিন। খুবই চমৎকার লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি আপনি ঠিক বলেছেন জীবন কঠিন আবার সহজ, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বেঁচে থাকতে যদি নিজের শখ পূরণ করতে না পারি তাহলে বেঁচে থেকে কি হবে যদিও মানুষ সব সময় নিজের শখ গুলো পূরণ করতে পারে না। তবে এটা জেনে সত্যিই রীতিমতো অবাক হলাম যে ১০৬ বছর বয়সে গিয়েও যে তার নিজের শখ পূরণ করার ব্যাপারে এতটা মরিয়া হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত সেটা পূরণ করেছে, মনে যদি প্রবল ইচ্ছেশক্তি থাকে তাহলে এসব কিছু করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অবাক হওয়ার মতই একটি ব্যাপার,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমিও কিন্তু তাই মনে করি। নিজের জীবনের সখ পূরণ করার জন্য কোন প্রকার বয়সের প্রয়োজন হয় না। শুধুমাত্র মনের ইচ্ছে শক্তিই যথেষ্ট। আপনার এই বৃদ্ধা কে দেখুন ১০৬ বছর বয়সেও কেমন প্রাণবন্ত। যাই হোক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

এই বৃদ্ধা আর ওই বৃদ্ধা আলাদা আপু,এটা কপিরাইট ফ্রি ইমেজ ছিল,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন । শখের কাছে বয়স কয়েকটি সংখ্যা মাত্র আপনার কথায় আমি একদম একমত পোষণ করছি। আসলে ১০৬ বছর বয়সে যে স্বপ্ন পূরণ করা যায় তা আপনার পোস্ট থেকে জানতে পারলাম। অবশেষে লোকটি তার স্বপ্ন পূরণ করেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

একজন ১০৬ বছর বয়সী বৃদ্ধা এই বয়সে এসে যদি নিজের অপূর্ণ শখ পূরণ করতে পারে, তাহলে বয়স যে একটা সংখ্যা মাত্র, এটা তার প্রমাণ হয়ে যায়। হয়তো উনার শখ ছিল যে হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রি নেবে কিন্তু তখন হয়তো করে উঠতে পারেনি। কিন্তু এত বছর পর এসে তার নাতনি সেই শখ পূরণ করিয়ে দিয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে।

 5 months ago 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50