ব্যস্ততাপূর্ণ দিনগুলো উপভোগ করা উচিত||

in আমার বাংলা ব্লগlast month (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG20240608125835.jpg



আজকের পোস্টের বিষয় টাইটেল দেখে নিশ্চয় আন্দাজ করতে পেরে গিয়েছেন বন্ধুরা ।আমাদের লিখিত পরীক্ষা শেষ হলো কিছুদিন আগে এখনো ল্যাব পরীক্ষা বাকি রয়ে গিয়েছে।এজন্যই মূলত ব্যস্ততা ।আমাদের সায়েন্সের বিষয়গুলোতে বেশ পেরার বিষয় এই ল্যাব ।যাদের কম্পিউটার সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই তারা বেশ ঝামেলায় পড়ে গিয়েছে।যদিও আমার এধরনের ঝামেলায় পড়তে হয়নি।কারণ কয়েক বছর আগে বেসিক কম্পিউটার কোর্সটি আমার করা হয়েছিল তাই বেঁচে গিয়েছি বলা যায়।তো আমাদের স্যার কয়টি গ্রুপে আমাদের ভাগ করে দিয়েছে যেহেতু পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার ডিপার্টমেন্টে নেই।তাই সবাই যাতে মোটামুটি ল্যাব এর কাজগুলো প্র্যাকটিস করতে পারে।যেহেতু বাইরে থেকে এক্সটারনাল এসে পরীক্ষা নিবেন তাই সবার জন্য বেশ সুবিধা করে দিয়েছেন স্যার।

IMG20240608125946.jpg

আজকে সকালের দিকেই বাসা থেকে চলে এসেছিলাম।তারপর ক্লাস করে এখন ফ্রি।তাছাড়া বিগত কয়েকবছর অনলাইন ক্লাস করা হতো আমার যার জন্য অনেকটাই সমস্যায় পড়তে হতো।তাই স্যারের অফলাইন ব্যাচে প্রাইভেট পড়েও খুব ভালো লাগছে।একদম মনে হচ্ছে নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি।আবার সবকিছু আগের মত লাগছে।বাসার মধ্যে থাকতে থাকতে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল এখন আশা করছি সব সমস্যা কেটে যাবে।যারা অনলাইন ক্লাস করে তারা অফলাইন ব্যাচে কমফোর্ট ফিল করেনা।কারণ অনলাইন ব্যাচে মনোযোগ সবসময় একরকম থাকেনা ।কারণ বাধ্যবাধকতা নেই কেউ দেখছে না।কিন্তু অফলাইন ব্যাচ গুলোতে মনোযোগ ঠিকই ধরে রাখা হয়।আমার কাছে অফলাইন ব্যাচ গুলো সবসময় বেটার মনে হয়।এটা ব্রেনকে সক্রিয় রাখতে সাহায্য করে অনেকটা

IMG20240608125820.jpg

তাছাড়া আজকে অন্যদের সাথে ডিপার্টমেন্ট থেকে বই ও নিয়েছি এজন্য ফার্স্ট ইয়ার এর ফিলিংস লাগছে।আমার অন্য বন্ধুরা প্রতিবার ডিপার্টমেন্ট থেকে বই নিয়ে থাকে তবে আমার এখন পর্যন্ত একটা বই ও নেওয়া হয়নি।তাই আজকে বইটি নিয়ে অনেক ভালো লাগছে।সাধারণত রেগুলার স্টুডেন্টরা ডিপার্টমেন্ট থেকে বই নিয়ে থাকে ।এতদিন তো ইরেগুলার ছিলাম বলা যায়।কলেজের থেকে অনেকটা দূরে থাকতাম সব সময় আসতে পারতাম না জরুরি নোটিশ ছাড়া ।এখন মনে হচ্ছে আরো আগে কেন আসলাম না।অফলাইন ব্যাচে পড়তেও ভালো লাগছে সবার সাথে।আমার ইন্ট্রোভার্ট জীবনের সমাপ্তি ঘটলো এবার।অবশ্য বাইরে অতিরিক্ত গরম তারপরেও আমার ভালো লাগছে।কারণ অনেকদিন পর আমার স্কুল লাইফের মতো সময়টাকে মনে হচ্ছে।এভাবেই আমার ব্যস্ততা পূর্ণ দিনগুলো কাটছে।তবে আমি দিনগুলো উপভোগ করছি কারণ আর মাত্র কদিন পরেই আবার ঈদের ছুটি।তাছাড়া শেষ বর্ষ আমরা চাইলেও আর স্টুডেন্ট লাইফের এই সময়টা পাবো না।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-8th June,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

লেখাপড়া ও অন্যান্য বিদ্যাভ্যাসে ব্যস্ত থাকার মধ্য দিয়ে মানুষ খুব সাবলীলভাবেই দিনগুলো কাটিয়ে উঠতে পারে। যখন খুব বড় পরিসরে শিক্ষা গ্রহন করার প্রয়োজন পড়ে তখন বিভিন্ন দিক থেকে জ্ঞানার্জন করলে তার বেশ ভালো ফলাফল পরবর্তীতে পাওয়া সম্ভব তা তাত্ত্বিক কিংবা ব্যবহারিক দুই দিক থেকেই।

আপনার পরীক্ষায় ভালো একটি পার্ফরম্যান্স ও রেজাল্ট আসুক, এই প্রত্যশা ব্যক্ত করি।

 last month 

এতো সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। 🥰

 last month 

আসলে যারা বুঝতে শিখেছে তারা এই সময়টাকে ইনজয় এর মাধ্যমে কাটাবে। কারণ এটাই হতে পারে স্টুডেন্ট লাইফে কাটানো মুহূর্তগুলোর সমাপ্তি। যাইহোক এই ব্যস্ততার সময় গুলো আপনি ইনজয় করছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

জি ভাইয়া এইটাই আমাদের শেষ বর্ষ অনার্স কোর্স এর।

 last month 

আমার কাছেও আপু অনলাইন ক্লাস করা একেবারেই সুবিধাজনক মনে হয় না। তবে এটাও ঠিক, যারা অনলাইন ক্লাস করতে অভ্যস্ত তারা অফলাইন ক্লাস করতে পারে না। কারণ সেখানে মনোযোগ বেশি দিতে হয়। যাইহোক, আপনার যে ক্লাস করতে ভালো লাগছে সবার সাথে, এটা জেনে অনেকটাই খুশি হলাম। আপু, আমিও মনে করি যে, ব্যস্ততম দিনগুলো উপভোগ করা উচিত। এতে করে ব্যস্ততা কিভাবে কেটে যায় বোঝা যায় না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50