নাটক রিভিউ- নন্দিনী||

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে ফিরে এলাম।আশা করছি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আমার আজকের পোস্টটির বিষয় নাটক রিভিউ।বাংলা নাটক গুলো দেখতে বেশ ভালোই লাগে।তাই আজকে নাটক রিভিউ পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।নাটকটি গতকাল রিলিজ হয়েছে।নাটকটির নাম দেখে মনে হলো নাটকটি ভালোই হবে দেখতে তাই দেখে নিলাম।আর দেখে বেশ ভালোই লাগলো ।এজন্য ভাবলাম রিভিউ পোস্টটি শেয়ার করে নিই।চলুন বন্ধুরা শুরু করা যাক আমার নাটকের রিভিউ পোস্ট।

IMG_20231124_142154.jpg


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামনন্দিনী
পরিচালনাহাসান রেজাউল
গল্প এবং লেখাকাব্য হাসান
মুখ্য চরিত্রআরোশ খান,অনিন্দিতা মিমি
অভিনয়েইসরাত পায়েল,জাকি শেখ,মাহবুবুর রহমান,আরো অনেকে
চিত্রগ্রহণসুমন হোসেন
সহকারি এডতাজু
প্রযোজককাইয়ুম খান
মুক্তির তারিখ২৩-১১-২০২৩
দৈর্ঘ্য৪৫মিনিট ৪৭সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


IMG_20231124_142453.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুইটি মেয়ে হেঁটে কোথাও একটা যাচ্ছে।এর মধ্যে শাড়ি পরিহিত মেয়েটির নাম নন্দিনী।তারপর নন্দিনী তার বান্ধবীর সাথে বই হাতে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল।সেই মুহূর্তে কয়েকজন লোক দৌড়ে একটি লোককে ধরছিল ।তারপর লোকটিকে মেরেছিল।এদের মধ্যে কালো পোশাক পরিহিত ছেলেটির নাম শান।শানের কাজ লোকদের বিপদে এগিয়ে যাওয়া।যেকোনো মূল্যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।

IMG_20231124_142526.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নন্দিনী বাড়ি ফিরে তার বাবাকে খাবার দিচ্ছিল।তার বাবা তার মায়ের চলে যাওয়া নিয়ে আক্ষেপ করছিল।নন্দিনীর মা তাদের ছেড়ে চলে গিয়েছে তার বাবা স্ট্রোক করার পর।নন্দিনীর মায়ের চলে যাওয়ার পিছনে তার বাবার ভুল ছিল।তিনি যেই অফিসে কাজ করতেন সেখানকার কর্মকাণ্ড নন্দিনীর মায়ের পছন্দ ছিলনা।

IMG_20231124_142503.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

এখানে শান এবং তার বন্ধু বাংলা ছবি দেখছিল এবং বিভিন্ন গল্প করছিল।এমতাবস্থায় একটি লোক এসে নন্দিনীর বাবার বিরুদ্ধে ভুল কিছু তথ্য দেয় যে সে টাকা নিয়ে কাজ করে দেয়নি।তারপর শান যেহেতু পরোপকার করে তাই নন্দিনীর বাড়িতে যায়।তারপর নন্দিনীর বাবাকে হুমকি দেয় এবং সেই মুহূর্তে নন্দিনী বাঁধা দিলে তাকে থাপ্পড় মারে।

IMG_20231124_142259.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

সেদিনের পর থেকে শানের মনে অপরাধপ্রবণতা কাজ করে ।শান নন্দিনীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।কিন্তু নন্দিনী তাকে ক্ষমা করতে পারেনা।এর জন্য বেশ কিছুদিন ঘুরে নন্দিনীর পিছনে।

IMG_20231124_142248.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

তারপর নন্দিনীর বাবার কাছে ক্ষমা চাইতে যায় শান এবং নন্দিনীর বাবা ক্ষমা করে দেন তাকে।কারণ নন্দিনীর বাবা বুঝতে পারেন যে,যেই লোকটির টাকা নিয়েছিলেন তার দোষ ।সে শানকে এভাবে বুঝিয়েছিল।

IMG_20231124_142239.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নন্দিনীকে শানের বন্ধু বলে আপনার বান্ধবী কই।সে কিন্তু সুন্দর দেখতে আপনিও সুন্দর।আপনি আমার বন্ধুর মাথায় বসে আছেন কেন। আমার বন্ধুর মাথা থেকে বেরিয়ে যান।নন্দিনী তখন বলে আপনারা আমাকে বেশ বিরক্ত করছেন এটা কিন্তু ভালো হচ্ছেনা।

IMG_20231124_142314.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

শান নন্দিনীকে চিঠি দেয় নন্দিনী ফেলে দিয়ে চলে যায়।তারপর ফুল দিলেও ফেলে দেয়।তারপর শান রেগে গিয়ে বলে তোমার পিছনে ঘুরতে ঘুরতে তোমাকে ভালবেসে ফেলেছি সেদিনের ঘটনার পর।তারপর নন্দিনী চলে যায় শান ও সেখান থেকে চলে যায়।

IMG_20231124_142339.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

তারপর নন্দিনী বাড়িতে গিয়ে বিষয়টি ভাবে এবং পরের দিন দেখা করতে যায়।তারপর তাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা চলে।নন্দিনী শানের জীবনে এসে পরিবর্তন ঘটিয়েছে অনেক।কেউ কাউকে ছাড়া বাঁচবেনা ইত্যাদি।তখনি শানের বন্ধু দৌড়ে এসে খবর দেয় নন্দিনীর বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

IMG_20231124_142357.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নন্দিনী এবং শান হাসপাতালে গিয়ে তার বাবাকে মৃত দেখতে পাই।নন্দিনী তখন কান্নাকাটি করে তাকে একা ফেলে চলে যাওয়ায় এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।তবে একটু অদ্ভুত ও লেগেছে বটে নাটকটির গল্প।মেয়েটির বাবাকে ছেড়ে তার মা চলে গিয়েছিল অবৈধ পন্থায় টাকা নেওয়ার জন্য।এজন্য মেয়েটির বাবার মনে আফসোস ছিল। অপরের বিপদে সাহায্যে এগিয়ে যেত ছেলেটি ।কিন্তু মেয়েটি ছেলেটির জীবনে আসার পরে অনেক পরিবর্তন ঘটে তার মাঝে।আপনারা চাইলে দেখে নিতে পারেন নাটকটি। আশা করি ভালো লাগবে।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৬/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 9 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে নতুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। গতকালকে নাটকটি মুক্তি পেয়েছে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি বেশ দারুন ব্যাপার। আমিও দেখলাম ইউটিউবে কিন্তু সম্পূর্ণ দেখা হয়নি। তবে চেষ্টা করব নাটকটি খুব দ্রুত সম্পন্ন শেষ করার জন্য। ধন্যবাদ আপা এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

নতুন একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। গতকালকে নাটকটি মুক্তি পেয়েছে আর আপনি আজকেই নাটকের রিভিউ দিয়ে দিলেন। নাটকের রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখব। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 9 months ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ দিয়েছেন। বাংলাদেশের নাটক গুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। নাটকের রিভিউ পড়ে বুঝতে পারলাম নাটকটি অনেক সুন্দর। সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

নাটকের রিভিউ দেখে বেশ ভালো লাগলো ৷ অনেক সুন্দর ভাবে নাটকটি রিভিউ করেছেন ৷ সময় পেলে একবার দেখারও চেষ্টা করতে হবে ৷ রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য ৷

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

নন্দিনী নাটকটা যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে সর্বপ্রথম পড়তে পেরেছি। আর আপনার নাটক রিভিউ টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকটার গল্প অনেক অদ্ভুত ছিল যা পড়েই বুঝতে পেরেছি। অবশ্যই আমি সময় পেলে চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার। ধন্যবাদ আপনাকে সবার মাঝে নাটকটার রিভিউ শেয়ার করার জন্য।

 9 months ago 

জি অদ্ভুত লেগেছে আমার কাছে,ধন্যবাদ আপু।

 9 months ago 

অসাধারণ একটি নাটকের রিভিউ করেছেন আপু। সত্যি বলতে নাটকটি কখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছে পোষন করছি। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54523.93
ETH 2291.82
USDT 1.00
SBD 2.35