আজকে বাঙালিদের বিজয়ের দিন||

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


parade-182513_1280.jpg

ছবির উৎস

আজ ১৬ই ডিসেম্বর,বিজয় দিবস।১৯৭১ সালে দীর্ঘ নয় মাসব্যাপি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিজয় লাভ করে।আমাদের বাঙালি জাতির বিশেষ অর্জন ছিল এই দিনটিতে।১৯৭১ সালের এই দিনে পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল।তারপর ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিজয় দিবস রাষ্ট্রীয় ভাবে উদযাপন শুরু হয় এবং এখন পর্যন্ত এই ধারাবাহিকতা বহমান। জাতিসংস সহ সারা বিশ্বে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়,এটি বাঙালিদের এক বিরাট অর্জন।

আমাদের দেশে সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় থেকেই শুরু হয় বাঙালিদের স্বাধীনতায় বিঘ্ন।ত্রিশ লাখ শহীদের প্রাণের বিনিময়ে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই আমাদের প্রিয় মাতৃভূমিকে পরাধীনতার দখল হতে। দীর্ঘ সময় বিদেশিদের হস্তক্ষেপ থেকে আমাদের মুক্তি মিলে।আজকের এই বিশেষ দিনে সরকারি,বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকে।স্কুল কলেজগুলোতে কুচকাওয়াজ এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থেকে।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিনটি স্মরণীয় দিন হিসেবে পালিত হয়ে থাকে।

যদিও আমার হাইস্কুল,কলেজ লাইফে কখনো এই অনুষ্ঠানগুলোতে সেইভাবে যাওয়া হতো না।তবে
যখন কেজি স্কুলে পড়তাম তখন এই দিনগুলোতে আমরা বেশ মজা করতাম।বিশেষ করে ২১ শে ফেব্রুয়ারি,২৬ শে মার্চ এই দিনগুলোতে আমাদের স্কুলে কলাগাছ দিয়ে সুন্দর শহীদ মিনার তৈরি করতেন আমাদের স্যার।আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকতেন।বিজয় দিবসে আমাদের বাঙালিদের বিশেষ এক অনুভূতির জায়গা।এই দিনটি সবারই যেন ভিন্ন আবেগ কাজ করে।এখন যদি সুযোগ পেতাম তাহলে ঠিকই স্কুলে গিয়ে অনুষ্ঠানটি দেখার চেষ্টা করতাম।

আজকের দিনের মাধ্যমেই আমরা পরাধীনতার শিকল থেকে নিজেদের মুক্ত করতে পেরেছিলাম।সবমিলিয়ে এই বছরের শেষের বিজয়ের মাস আমাদের বাঙালিদের এক অনুভূতির মাস।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-16th December,2023


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 7 months ago 

আপনি ঠিক বলেছেন আপু, পরাধিনতার শিকল ভেঙ্গে বিজয়ের স্বাদ পেয়েছি আজ থেকে ৫২ বছর আগে। সবাইকে বিজয়ের শুভেচ্ছে। গভীর শ্রদ্ধা বীর শহীদদের প্রতি,যারা তাদের মুল্যবান জীবন দেশের জন্য বিসর্জন দিয়েছেন। বিজয় দিবস নিয়ে আপনি অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। লেখাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

সকল বাঙালি জাতির জন্য আজকে বিশেষ একটি দিন। এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাস আমাদের শত্রুর শিকল থেকে মুক্তির মাস। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

১৬ই ডিসেম্বর মনে হয় বাঙালির অনেক বড় একটি অর্জন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ১৬ই ডিসেম্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় আমারও কখনো এভাবে চাওয়া হয়ে ওঠেনি। আপনার পোস্টটি বেশ ভালো লাগলো । আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

জী আপু মূলত যুদ্ধটা শুরু হয়েছে ১৯৫২ সালেই। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সেটা পরিপূর্ণতা লাভ করেছে। যারা মরতে জানে তাদের কেউ মারতে পারে না। বাঙ্গালীর সাহসীকতার জন্যই আমরা বিজয়টা ছিনিয়ে আনতে পেরেছি। ধন্যবাদ।

 7 months ago 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বাঙালি জাতির বিজয়ের দিন সম্পর্কে পোস্ট লিখে দারুণভাবে শেয়ার করেছেন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরে পাকিস্তানি সেনারা এই দিনে আত্মসমর্পণ করার কারণে আমরা বিজয় অর্জন করতে পেরেছি। এই বিজয় অর্জন করার জন্য বাংলার দামাল ছেলেরা অনেক রক্ত বিলিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44