নাটক রিভিউ - পরস্পর||

in আমার বাংলা ব্লগ24 days ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম।অনেকদিন পর আজকে আপনাদের সাথে নাটকের রিভিউ পোস্ট শেয়ার করতে চলেছি।দুইদিন আগে নাটকটিতে অভিনীত মেয়েটির ফাইটিং ক্লিপ ফেসবুকে দেখে বেশ ভালো লাগে তাই নাটকটি দেখেছিলাম।তো আজকে কি পোস্ট করবো ভাবতেই মনে হলো রিভিউ পোস্টটি শেয়ার করি।চলুন বন্ধুরা শুরু করা যাক আমার নাটকের রিভিউ পোস্ট।

IMG_20240523_115922.jpg


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামপরস্পর
পরিচালনাসাজ্জাদ হোসেন বাপ্পী
ইডিট এবং কালাররাশেদ রাব্বি
অভিনয়েখায়রুল বাশার,তাসনিয়া ফারিন ,শিরীন আলম,শম্পা নিজাম,তনুশ্রী তন্নী,মুন্না আহসান আরও অনেকে
চিত্রগ্রহণএইচ এম জামান
সহকারি ইডিটরসুবীর হালদার শুভ
মুক্তির তারিখ১৯-০৫-২০২৪
দৈর্ঘ্য৪১ মিনিট ২৫ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন একটি লোক বসে আছেন এবং তার পাশে একটি লোক দাঁড়িয়ে।যিনি বসে আছেন তিনি ডিম ব্যবসায়ী রকিবুল।তার কর্মচারী ক্যাশ থেকে ১০০ টাকা সরিয়ে নিয়েছে তিনি বুঝতে পারার পর বলেছে দুষ্টামি করছিলেন।এজন্য রকিবুল তাকে বলছিলেন বাংলাদেশে কোনো চোর নাই শুধু চুরি করে ধরা পড়ার পর লোকে বলে দুষ্টামি করছিলাম।

IMG_20240523_120341.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছেন রকিবুল তার বাবা মায়ের সাথে মেয়ে দেখতে গিয়েছে।মেয়েটির নাম নাজিয়া ।

IMG_20240523_120324.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

রকিবুলের মা নাজিয়া কে নিয়ে ঘুরতে যেতে বলে বাড়ির পাশে।সেখানে গিয়ে তিনি নাজিয়া কে ডিমের কথা জিজ্ঞেস করে কত টাকা করে পিচ বিক্রি করে ডিম তাদের এখানে।নাজিয়া প্রশ্নটি শুনে অপ্রস্তুত হয় এবং বলে হালি হিসেবে ডিম বিক্রি হয় এখানে।যেটা তিন টাকা বেশি বিক্রি হয় রকিবুলের দোকান থেকে।তাই তখনি রকিবুল তার কর্মচারীকে ডিমের দাম বাড়িয়ে দিতে বলে।

IMG_20240523_120315.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

বিয়ের দিন তারিখ ঠিক করার কথা বললে রকিবুল বলে সে ব্যবসা রেখে প্রতিদিন সময় নষ্ট করতে পারবেনা।তাই যা করার আজকেই করতে হবে ।তাই ওই একদিনেই বিয়ে করে নাজিয়াকে বাড়িতে নিয়ে আসে।

IMG_20240523_120303.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

এই ছবিতে দেখা যাচ্ছে নাজিয়া রকিবুলকে খাবার পরিবেশন করছে।রকিবুলের প্রিয় খাবার ডিম তাই প্রতিদিন খাবারের মেনুতে তার ডিম আইটেম থাকে।তারপর রকিবুল বাজারের উদ্দেশ্যে রওনা দেন।

IMG_20240523_120237.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

এবার বিয়ের একদিন পর নাজিয়া সকালে মুরগির মাংস রান্না করে।এটা দেখে রকিবুল নাজিয়া কে অনেক কথা শুনায় এবং ভাতের প্লেট ফেলে দিয়ে কাজে চলে যায়।কারণ সে কখনো সকালে ডিম দিয়ে ভাত না খেয়ে কাজে যায় না।রকিবুলের বাবা ছোট বেলায় মারা যাওয়ায় তখন থেকেই সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় ।এজন্য কিছুটা অদ্ভুত স্বভাবের তিনি।পড়ালেখা ক্লাস সিক্স পর্যন্ত করেছেন।

IMG_20240523_120246.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

একদিন রাতে রকিবুল এসে শুনতে পাই নাজিয়া তার মাকে কলেজে যাওয়ার কথা বলছে।যেহেতু বিয়ের সময় তারা বলেছিল যে তাকে পড়াবে।কিন্তু এখন অন্যরকম কথা বলছে পরে কলেজে যাওয়ার কথা।কিন্তু কলেজের তো নিদ্দিষ্ট একটি সময়সীমা রয়েছে তার মধ্যে না গেলে বছর গ্যাপ যায়। রকিবুলের মা কে নাজিয়া মিত্থা আশ্বাস দিয়েছিল এটা বলার জন্য রকিবুল থাপ্পড় দেয় ।

IMG_20240523_120217.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

পরের দিন নাজিয়া কে নিয়ে রকিবুল গ্রামে ঘুরতে বের হয়।তারপর নাজিয়া বাবার বাড়ি যেতে চাইলে ডিমসহ তাকে বাবার বাড়ি ছেড়ে আসে।নাজিয়া বাবার বাড়ি গেলে তার বাবার কাছের থেকে সে স্মার্ট ফোন টি নিয়ে আসে।যাতে করে সে ভালো একটু সময় কাটাতে পারে।

IMG_20240523_120202.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

IMG_20240523_120118.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

রকিবুল ফোন,টিভি এগুলো সহ্য করতে পারেনা।নাজিয়ার হাতে ফোন দেখায় তাকে থাপ্পর দিয়ে বসে।
নাজিয়া প্রতিদিন মার খেতে খেতে ক্লান্ত হয়ে যায় কিন্তু কোনো প্রতিবার করেনা।এরপর সে ইউটিউব থেকে ফাইট করা শিখে ভিডিও দেখে যাতে করে মার খেলে প্রতিবাদ করতে পারে।রকিবুলের বন্ধু তাকে নাজিয়া কে মারতে নিষেধ করে এবং তার কাছ থেকে স্মার্ট ফোন নিয়ে নিতে বলে।কেননা সে বেশি স্মার্ট হয়ে যাবে রকিবুলের থেকে।রকিবুল আবার বাটন ফোন ব্যবহার করে থাকে।

IMG_20240523_120106.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

IMG_20240523_120052.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

IMG_20240523_120034.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

IMG_20240523_115956.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

একদিন রাতে রকিবুল বাড়ি ফিরে না কেননা তার পাঁচ লক্ষ টাকার ডিমের গাড়ি এক্সিডেন্ট করে।অনেক ক্ষতি হয়ে যায়।তাই সকালে বাড়ি ফিরলে নাজিয়া কেন বাড়ি আসেন নি রাতে জিজ্ঞেস করলে তাকে একটা থাপ্পর দিয়ে বলে কৈফিয়ত দিতে পারবেনা কোনো ।তখন নাজিয়া রেগে বলে আমাকে দিবেন না তো কাকে দিবেন বলে তাকে মারতে শুরু করে।অনেক ইনজুরি হয় রকিবুলের।এগুলো রকিবুলের মা বোন বাজার থেকে এসে দেখে ফেলে।তারপর নাজিয়ার বাড়ির লোকদের সাথে সালিশ বসালে রকিবুলের মা নাজিয়া কে তালাক দিতে বলে।কিন্তু রকিবুল সবসময় মায়ের কথা শুনলেও এবার না শুনে বলে বিয়ে করেছি তালাক দিতে না।তারপর নাজিয়ার বাড়ির লোককে ডিম দিয়ে ভাত খেয়ে যেতে বলে।তারপর তাদের সম্পর্কের উন্নতি হয় এখানেই নাটক শেষ হয়।

IMG_20240523_115943.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।এখানে কয়েকটি বিষয় শিক্ষণীয় রয়েছে যেটা আমার মনে হয়েছে ডিম ব্যবসায়ী লোকটি কথায় কথায় তার বউকে হাত তুলতেন।এক পর্যায়ে তার বউ এগুলো সহ্য করতে না পেরে অন্যায়ের প্রতিবাদ করেন।একপর্যায়ে লোকটি বউ এর হাতে মার খেয়ে নিজের ভুল বুঝতে পারেন যে তিনি অন্যায় করেছেন।মেয়েদের প্রতিবাদী হয়ে ওঠা জরুরি ।কারণ মানুষ শক্তের ভক্ত নরমের যম।তাছাড়া ছেলেটির মা মেয়েটির অন্যায়ের জন্য তাকে একেবারে ছেড়ে দিতে বলেছে।কিন্তু তার ছেলেকে কখনো শাসন করেননি যখন মেয়েটিকে তার ছেলে মারতেন।এখানে ছেলেটি সবশেষে সঠিক ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তার মায়ের কথা শুনে তাকে না ছেড়ে।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৮/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-23th May,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 24 days ago 

ভাই নাটক টি অনেক সুন্দর। আমি ও তাসনিয়া ফারিন এর ফাইটিং দেখে অনেক মজা পাইছি।ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 24 days ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম নাটক গুলো দেখতে আমি খুবই পছন্দ করি। আগামীতে সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব। দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

ফেসবুকে একটা শর্ট ভিডিও আমিও দেখেছিলাম। তবে নাটকটা দেখব দেখব করে আর দেখা হচ্ছে না। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন আপু। রিভিউ টা পড়ে বেশ ভালো লাগলো। নাটকের শেষে আসলেই ছেলেটা সঠিক ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। চেষ্টা করব নাটকটা দেখার। ধন্যবাদ আপু।

 24 days ago 

খায়রুল বাশার আমার পছন্দের একজন অভিনেতা। পরস্পর নাটকটি আমি আজকে সকালে দেখেছিলাম। নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে চমৎকার একটি নাটকের রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ করেছেন আপনি।নাটক টা এখনো দেখা হয়নি।গল পরে বেশ ভালো লাগলো।খুবই গুছিয়ে রিভিউ টা করেছেন।অনেক ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66228.07
ETH 3559.90
USDT 1.00
SBD 3.01