কলেজ ক্যাম্পাস থেকে করা শেষ বিকেলের সুন্দর কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast month (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

গতকাল বিকেলের দিকে ফরিদপুর যেতে হয়েছিল একটু দরকারে।তবে কাজটি হয়ে উঠল না,আরেকদিন যেতে হবে তার জন্য।তো তারপর আমার হাতে আরও একঘন্টা সময় ছিল ৫ টা থেকে ৬ টা। যেহেতু হাতে সময় আর কাছে ছিল মোবাইল ফোন, তাই ভাবলাম সময়টা কাজে লাগিয়ে নিই।এক ঘন্টা পরে বাসায় গেলে কিছু হবেনা কারণ এখন আর আগের মতো ধরা বাধা রুটিন নেই।আর বেশ কয়েক বছর শহরের এদিকটাতে যাওয়া হয়না আমার।মোটামুটি তিন থেকে চার বছর হবে।তাই হাঁটতে হাঁটতে গেলাম রাজেন্দ্র কলেজের ক্যাম্পাস এর দিকে।এদিকে যাওয়া হয়না সেইভাবে এজন্য এর আগে আপনাদের সাথে এখানকার কোনো ফটোগ্রাফি শেয়ার করা হয়নি ।শুধুমাত্র আমাদের মহিলা কলেজের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছিলাম।আমাদের কলেজ ক্যাম্পাস টা আবার একদম মেইন শহরের মধ্যে।আর এটি একটু ব্যাক সাইডে আরকি।তো গতকাল কিছু সুন্দর সময় নিয়ে করা ক্যাম্পাস এর মধ্যকার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি।

IMG20240525173519.jpg


Divice:Realme 5i
Location


এখানে তিনটি কথা হাইলাইট করেছে দেখতে পাচ্ছেন নিশ্চয় বন্ধুরা।শিক্ষা মানুষকে শান্তি এবং প্রগতি উভয় দিয়ে থাকে।ফুল গাছ গুলোর মধ্যে ইট পাথর দিয়ে করা কালারফুল ভাস্কর্যটি বেশ সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফিটি করেছিলাম।

IMG20240525173657.jpg


Divice:Realme 5i
Location


আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তার ভাস্কর্য এটি কলেজ প্রাঙ্গণে।প্রতিটি দেশেই একজন করে জাতির পিতা রয়েছেন তেমনি আমাদের দেশেও তিনি।

IMG20240525173806.jpg


Divice:Realme 5i
Location


এটি মুক্তমঞ্চ বেশ সুন্দর লাগছিল দেখতে মাঠের মধ্যে নতুন করা হয়েছে।

IMG20240525173943_03.jpg


Divice:Realme 5i
Location


এটি কলেজে নতুন ভবন।এই ভবন উদ্ভোধন করা হয়েছে এই বছরে।অনেকগুলো ডিপার্টমেন্ট এবং শিক্ষক মিলনায়তন রয়েছে এখানে।

IMG20240525174119.jpg


Divice:Realme 5i
Location


এই ভবনে ইন্টারমিডিয়েট এর শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলে।এই ভবনটি খুব বেশি আগের না মোটামুটি আট থেকে দশ বছর আগে করা ভবনটি।

IMG20240525174348.jpg


Divice:Realme 5i
Location


এটি কলেজ ক্যাম্পাসের মধ্যকার রাস্তা বিভিন্ন ভবনে যাওয়া আসা এবং বাহিরে যাতায়াত করে থাকে লোকজন।

IMG20240525174400.jpg


Divice:Realme 5i
Location


এটি ক্যাম্পাসের খেলার মাঠ।অনেক বড় একটি খেলার মাঠ এখানে ছাএরা খেলাধুলা করছিল।আমি শেষ বিকেলের মুহূর্তে এই ফটোগ্রাফিটি করেছি।

IMG20240525174648.jpg


Divice:Realme 5i
Location


এটি কলেজের মেইন ফটকের ঠিক পাশেই অবস্থিত শিক্ষক মিলনায়তন।রাস্তার পাশ দিয়ে ফুল বাগান আর শেষে ছোট্ট ঘরটি দেখতে সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফটি করেছিলাম।

IMG20240525174725.jpg


Divice:Realme 5i
Location


ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ফটোগ্রাফিটি করেছিলাম।এটি হচ্ছে মেইন ফটক।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-26th May,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last month 

আপনার ক্যাম্পাসটা দেখছি বেশ সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনার ক্যাম্পাসে সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ ভাইয়া।

 last month 

আজকে অত্যন্ত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন কলেজ ক্যাম্পাস থেকে শেষ বিকালের অত্যন্ত সুন্দর কিছু ফটোগ্রাফি। ভিতরের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগলো। শেখ কামাল মুক্তমঞ্চটি দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে। এই কলেজের পরিবেশটি বেশ ভালো ছিল। সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন।

 last month 

জি মুক্তমঞ্চ টি সুন্দর ছিল,ধন্যবাদ আপনাকে।

 last month 

কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর বিষয়টা খুবই ভালো লাগলো যে আপনার নিজ কলেজ থেকে এই ফটোগ্রাফি গুলো আপনি সংগ্রহ করেছেন। আসলে কলেজ জীবনটা খুবই আনন্দের একটা জীবন হয়ে থাকে। এখানে গিয়ে বিকেলের কিছু সময় অতিবাহিত করলেন এবং খুব সুন্দর ফটোগ্রাফি করলেন। আর আপনার পোস্ট করে জানতে পারলাম আপনাদের কলেজের যে নতুন ভবন হয়েছে সেটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং এই বছরেই সেটি উদ্ভাবন হয়েছে। বিষয়টা খুবই ভালো লাগলো এছাড়াও কলেজ ক্যাম্পাসটা অসাধারণ লাগছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

জি কলেজ ক্যাম্পাসটি সুন্দর ,ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে আপনাদের কলেজের বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির আপনি বেশ দারুন ভাবে বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার কলেজ ক্যাম্পাসের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last month 

কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখছি বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনাদের নতুন ভবনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া ভাস্কর্যটিও দেখতে কিন্তু বেশ দারুন হয়েছে। এই ভাস্কর্যগুলো তৈরি করা কিন্তু খুবই কঠিন। তবে এই কঠিন কাজগুলো কমপ্লিট করার পর দেখতে ভালো লাগে। তার সাথে শিক্ষক মিলনায়তন জায়গাটাও বেশ দারুন লেগেছে। বেশ সুন্দর সময় কাটিয়েছেন দেখছি।

 last month 

কলেজের নতুন ভবন সুন্দর করেছে অনেক ভালো লেগেছে আমারও,ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার কলেজ ক্যাম্পাসের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। কলেজ ক্যাম্পাস তো সত্যি অনেক সুন্দর আর বেশ বড় একটা এরিয়া। নতুন ভবন দেখে বেশ ভালো লাগলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করা দেখলাম। মাঠের মধ্যে মুক্ত মঞ্চটাও খুব সুন্দর। পুরো সময়টা কাজে লাগানোর পাশাপাশি ভালোই উপভোগ করেছেন নিশ্চয়ই। ধন্যবাদ আপু।

 last month 

কলেজ ক্যাম্পাস টি সুন্দর আপু আসলেই,ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতেও ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো। রাজেন্দ্র কলেজের ভেতরকার দৃশ্য গুলো সত্যি অনেক সুন্দর লাগলো।

 28 days ago 

জি আপু সুন্দর কলেজটি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60277.41
ETH 3351.71
USDT 1.00
SBD 2.42