আলু পটল দিয়ে তিন কাঁটা মাছের চচ্চড়ি রেসিপি||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামুআলাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগবাসী?আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আরো একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো আলু,পটল দিয়ে তিন কাঁটা মাছের চচ্চড়ি রেসিপি।বড় মাছের চেয়ে আমার যেকোনো ছোট মাছের চচ্চড়ি রেসিপি খেতে বেশি ভালো লাগে।তাই ভাবলাম আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি।

পরিবেশন লুক

poribeshon recipe1.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণপরিমাণ
তিন কাঁটা মাছ১০০ গ্রাম
আলু২টি
পটল৪টি
পেঁয়াজ৩ টি
রসুন৩ কোয়া
কাঁচা মরিচ২ টি
শুকনো মরিচ৪ টি
জিরাপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো
হলুদ গুড়াপরিমাণ মতো
ধনিয়া গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণ মতো

projonio upokoron.jpeg

আমি রেসিপিটি যেভাবে রান্না করেছি প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি।

ধাপ-১

প্রথমে আলু ,পেঁয়াজ,মরিচ এবং পটল কুচি করে কেটে নিয়েছি।এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে।এবারপরিমাণ মতো লবণ,ধনিয়া গুড়া,হলুদ গুড়া, সয়াবিন তেলএবং বাটা মসলা (রসুন ৩ কোয়া,জিরা,১টি পেয়াজ,শুকনো মরিচ )একসাথে দিয়ে মেখে নিতে হবে এবং পরিমাণ মতো পানি দিতে হবে।

curry 1.jpeg

curry2jpeg.jpeg

curry3.jpeg

curry4.jpeg

ধাপ-২

এবার মাছ গুলোতে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে নিতে হবে।তারপর আলাদা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে মাছগুলোকে।

fish1.jpeg

korai2peg.jpeg

fish3.jpeg

fish4.jpeg

ধাপ-৩

এবার ভেজে রাখা মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে এবং ১৫ মিনিট মতো রান্না করতে হবে।

cook1jpeg.jpeg

cook2.jpeg

ধাপ-৪

এবার ঝোল শুকিয়ে আসলে চুলা অফ করে দিতে হবে।ব্যাস আমার আলু পটল দিয়ে তিন কাটা মাছ চচ্চড়ি রেডি।

cook3.jpeg

cook4.jpeg

ধাপ-৫

এপর্যায়ে রেসিপিটি একটি পাত্রে পরিবেশন করতে হবে।
poribeshon recipe2.jpeg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি।আমার রেসিপি পোস্টটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপিটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
তারিখ০৮-০৯-২০২২

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

তিন কাটা মাছ নাম টা শুনতে ভালো লাগলো। আমরা যদিও একে অন্য নামে ডাকি। যাইহোক ধাপে ধাপে খুব ভাবে উপস্থাপন হয়েছে রেসিপিটি। ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া,অনেক নাম আছে মাছটির। আমরা এই নামেই চিনি।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বাহ! খুব সুন্দর একটা নাম জানলাম তো তিন কাটা মাছ। এ মাছটি আগে খেয়েছি তবে এর নামটা আমারও পারফেক্টলি জানা নেই। আপনার মাধ্যমে আজকে জানতে পারলাম হয়তোবা আমাদের এদিকে অন্য নাম বলে চিনে কিন্তু আমার জানা নেই। খুবই সুস্বাদ একটা রেসিপি তৈরি করেছেন ৩ কাঠা মাছ দিয়ে দেখে তো ভালই লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি খেতে ভালো হয়েছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

আলু পটল দিয়ে তিন কাঁটা মাছের চচ্চড়ি রেসিপি। দেখে তো খেতে ইচ্ছা করছে। মাছের চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। তিন কাঁটা মাছের নাম বাহ দারুন।

 2 years ago 

আলু ও পটল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন তিন কাটা মাছের। দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করতেছে। খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপনা করে শেষ করেছেন। এত সুন্দর একটি রেসিপি উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনার রান্নার পদ্ধতি ঠিক আছে।আমি ও মাঝে মাঝে এভাবে সব মেখে তারপর রান্না করি।খেতে বেশ মজা হয়।আপনার তিন কাঁটা মাছের রেসিপি অনেক পুষ্টিকর একটি খাবার।

 2 years ago 

জি আপু চচ্চড়ি এভাবেও রান্না করে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

তিন কাটা মাছ আসলে অনেক সুস্বাদু বর্ষার মৌসুমে আমাদের এদিকে প্রচুর পরিমাণে পাওয়া যায়।। মাঝে মাঝেই এমন রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়।। আপনি দুর্দান্তভাবে রেসিপি প্রস্তুত করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন রেসিপির কালার টি দেখে বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছিল।।

 2 years ago 

হরতাল এই মাছ বর্ষার মৌসুমে প্রচুর দেখা যায়।জি ভাইয়া খেতে মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই তিন কাটা মাছগুলোকে আমরা বাতাসি মাছ বলে থাকি। এই মাছ চচ্চড়ি করে খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জি আপু বাতাসি মাছ ও বলে এই মাছকে।চচ্চড়ি খেতে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আলু পটল দিয়ে তিন কাটা মাছের চচ্চড়ি রেসিপিটি দারুন হয়েছে তবে আমি তিন কাটা মাছটি সঠিকভাবে চিনতে পারছি না। যাইহোক ছোট মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তা আমাদের মাঝে মাঝে যে কোন কিছু দিয়েই চচ্চড়ি করে রান্না করে খাওয়া দরকার।

 2 years ago 

ছোট মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় ।আপনার রান্না দেখে বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ।অনেক ধন্যবাদ এত ভালো একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই মাছটি আমি অন্য নামে চিনি। তিন কাটা এই নামটা অনেক সুন্দর। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40