ডাই প্রজেক্ট||রাতের উজ্জ্বল লাল চাঁদ||

in আমার বাংলা ব্লগlast year (edited)

||আজ-২৯ই,মাঘ||১৪২৯বঙ্গাব্দ, শীতকাল||



হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?কেমন আছেন সবাই?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি পেইন্টিং নিয়ে উপস্থিত হয়েছি।এটি আমার দ্বিতীয় পেইন্টিং স্টিমিটে শেয়ার করা।আমি যেহেতু প্রফেশনাল আর্টিস্ট না,জানিনা কেমন লাগবে আপনাদের চেষ্টা করেছি মাত্র আমার সৃজনশলতাকে প্রকাশ করার। আমি খুব সহজেই করেছি পেইন্টিং টি করেছি।আমি যেভাবে পেইন্টিংটি করেছি,আপনাদের মাঝে পেইন্টিং এর ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।।

রাতের উজ্জ্বল লাল চাঁদ

IMG20230212175237.jpg

উপকরণসমূহ-

  • কাগজ
  • পোস্টার রং
  • পানি
  • তুলি
  • কম্পাস
  • পেন্সিল

IMG20230212141430.jpg

আমি পেইন্টিং টি যেভাবে করেছি,নিম্নে সবগুলো ধাপ শেয়ার করছি।

ধাপ-১

প্রথমে কাগজে তুলি দিয়ে লাল রং করে নিয়েছি।তারপর কালো রং দিয়ে তুলির সহযোগে নিচের অংশ এঁকে নিয়েছি।

IMG20230212141608.jpg

IMG20230212141657.jpg

IMG20230212141748.jpg

IMG20230212141755.jpg

IMG20230212142216.jpg

IMG20230212142533.jpg

IMG20230212142818.jpg

IMG20230212143035.jpg

ধাপ-২

এবার কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিয়েছি এবং পরবর্তীতে সাদা রং এবং পানির সহযোগে চাঁদ এঁকে নিয়েছি।

IMG20230212171227.jpg

IMG20230212171236.jpg

IMG20230212171340.jpg

IMG20230212171350.jpg

IMG20230212171513.jpg

IMG20230212172220.jpg

IMG20230212172141.jpg

IMG20230212171803.jpg

ধাপ-৩

এবার গাছ এঁকে নিয়েছি রং,পানি সহযোগে নিচ অংশ থেকে এবং গাছের ডালপালা গুলো এঁকে নিয়েছি ক্রমান্বয়ে।তারপর ডান পাশের দিকে একটি চেয়ার এবং নিচের অংশে ঘাস এঁকে নিয়েছি কালো রং দিয়ে।স্টেপ বাই স্টেপ দেখানো হলো।

IMG20230212172355.jpg

IMG20230212172511.jpg

IMG20230212172554.jpg

IMG20230212172911.jpg

IMG20230212173021.jpg

IMG20230212173027.jpg

IMG20230212173850.jpg

IMG20230212174059.jpg

IMG20230212174105.jpg

ধাপ-৪

এবার তুলির সাহায্যে সাদা রং এবং পানি মিশিয়ে ছিটিয়ে দিয়েছি ফোঁটা ফোঁটা করে।আমার পেইন্টিং প্রস্তুত।

IMG20230212175300.jpg

IMG20230212175237.jpg

পেইন্টিংটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
আজকের মতো এখানেই শেষ করছি।আমার শেয়ার করা দ্বিতীয় পেইন্টিংটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোনো পেইন্টিং নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে
Sort:  
 last year 

আপু আপনি যেমন প্রফেশনাল আর্টিস্ট নন আমরাও কেউ আসলে প্রফেশনাল আর্টিস্ট নই। তবুও নিজের ক্ষুদ্র দক্ষতায় নতুন কিছু করার মাঝে আলাদা রকমের আনন্দ আছে। আপনিও নিজের দক্ষতায় এই সুন্দর একটি পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। এভাবে এগিয়ে যান আশা করছি ভালো কিছু করবেন।

 last year 

জি ধন্যবাদ আপু

 last year 

আপনার সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য যে পেইন্টিং টি শেয়ার করেছেন তা বেশ ভালো হয়েছে আপু। শেয়ার করা পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনি প্রফেশনাল না আর্ট করার ক্ষেত্রে এবং এই চিত্রাংকনটি আপনার দ্বিতীয় তম চিত্রাংকন এই প্লাটফর্মে। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনি নতুন হলেও বেশ ভালো ভাবেই পেইন্টিং টি করেছেন। এভাবে সুন্দর সুন্দর আর্ট করার চেষ্টা চালিয়ে যান, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার দ্বিতীয় আর্টকে সাধুবাদ জানাই। অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমিও উৎসাহ পেলাম।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু গঠনূলক মন্তব্যের জন্য।

 last year 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। পেইন্টিং টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এত সুন্দর ধামাকাদার আর্ট করার পরেও যদি বলেন যে আপনি প্রফেশনাল আর্টিস্ট নন তাইলে কেউ বিশ্বাস করবে না।অসাধারণ হয়েছে আপনার চিত্রকর্মটি।অসাধারণ চিত্রকর্মটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

সেই কবে রং আর তুলি কিনে রেখেদিয়েছি কিন্তু ছবি আর আকা হয়ে উঠেনা। আসলে দেখতে যতটা সহজ মনে হয়ে ছবি আকা ততটা সহজ নয়। তবে আপনার ছবিটা বেশ ভালো লাগলো। চালিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

জি একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61436.95
ETH 3388.33
USDT 1.00
SBD 2.49