লেভেল ওয়ান থেকে আমার অর্জন-by@rahnumanurdisha।।০৬-০৭-২০২২।।১০%বেনিফিশিয়ারি@shy-fox ও৫%abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন।আমিও ভালো আছি আল্লাহর রহমতে।বাংলা ভাষা প্রকাশ করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি সত্যি একটি অনন্য প্ল্যাটফর্ম। আমরা নিজেদের ভাষা নিজেদের মতো করে উপস্থাপন করতে পারি খুব সহজে এখানে।এত সুন্দর একটা কমিউনিটি আমাদের উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ কমিউনিটির ফাউন্ডার এবং অন্যান্য এডমিন এবং মডারেটরদেরকে। তাছাড়া এ কমিউনিটির মডারেটর এবং এডমিন সবাই অনেক হেল্প ফুল। তাই এককথায় বলতে পারি এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম।

IMG_20230731_193104.jpg

সোর্স

মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বাঙালিরা বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করি।আমার বাংলা ব্লগে লেভেল ওয়ান হতে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পাই।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে অবশই টাইটেল দিতে হবে এবং এর মধ্যে অবশ্যই ২৫৫ ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না । বডিতে ৬৫৫৩৬ ক্যারেক্টার লেখা যাবে আনুমানিক এবং ৬৫ কিলো বাইটের টেক্সট নির্দ্বিধায় ব্যবহার করা যাবে।। কোন ছবি আপলোড করার সময় খেয়াল রাখতে হবে যেন ১০ মেগাবাইট সাইজের উপরে না যায় এবং ২৫০ শব্দের একটি লেখায় পাঁচটি বানান ভুল টলারেট করা হয়।

প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলঃ
১।কোন ধরনের এক্টিভিটিটিজ স্প্যামিং বলে গণ্য হয়?
উত্তরঃঅপ্রাসঙ্গিক বিষয় এবং অবাঞ্ছিত বিষয় যদি বারবার করা হয় তাহলে সেটা স্প্যামিং এর মধ্যে যাবে। স্প্যামিং অনেক ধরনের হতে পারে। একটি পোস্ট বারবার করা ঘুরিয়ে পেঁচিয়ে, সেটি এক ধরনের স্প্যামিং।নিজের পোস্টে বিরক্তিকরভাবে কোন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার মেনশন দিলে এবং এটি হচ্ছে স্প্যামিং এর সবথেকে খারাপ দিক।কমেন্টের মাধ্যমেও স্প্যামিং হতে পারে। যেমন -অন্য কারো পোস্টে কমেন্ট করতে গিয়ে নিজের পোস্টের লিংক দেওয়া এবং ভোট চাওয়া।অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা হলেও স্প্যামিং এর মধ্যে পড়তে পারেন।যেমন- আপনার পোস্টের সাথে রিলেটেড কোন ট্যাগ ব্যবহার করলেন না।

২।ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তরঃফটো কপিরাইট সম্পর্কে বলতে পারি ,যখন মানুষ তার নিজের মেধা দিয়ে কিছু তৈরি করে এবং যদি অন্য একজন সেটা তার অনুমতি না নিয়েব্যবহার করে সেটা কপিরাইটের মধ্যে পড়ে।বিভিন্ন সময় কোন পোস্ট ফুটিয়ে তুলতে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ছবি নিতে হয় ফটোকপিরাইট ফ্রি না হলে সেটা নেওয়া যাবে না।

৩।তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তরঃতিনটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলো-
*https://pixabay.com
*https://www.pexels.com/
*https://www.freeimages.com

৪।পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তরঃট্যাগএকটি কিওয়ার্ড। এটা দ্বারা আমরা সহজেই কোন একটা কনটেন্টকে খুঁজে পেতে পারি। যদিকনটেন্টে ট্যাগ ব্যবহার করি তাহলে ওই রিলেটেড যত পোস্ট থাকে সব পোস্ট এক জায়গায় জমা পড়বে ফলে সহজেই কনটেন্টে খুজে পাওয়া যায় । আমরা পোস্টের ভিত্তিতে ট্যাগ ব্যবহার করে থাকি পোস্টে যে বিষয় নিয়ে লেখা সেই বিষয়ের উপর ট্যাগ ব্যাবহার করতে হবে।

৫।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃআমার বাংলা ব্লগে বিভিন্ন ধরনের পোস্ট লেখা যাবে না যেমন - নারীদের সম্মান ক্ষুন্ন হয় এমন ধরনের লেখা, সামাজিক বর্ণবৈষম্য সমর্থন মূলক কোন পোস্ট,কোন ধর্ম ব্যক্তিত্ব জাতিসত্তার বিরুদ্ধে খারাপ আচরণ মূলক এবং হেয় প্রতিপন্ন করে এমন কোন পোস্ট ,পশু পাখি নির্যাতন মূলক ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না, মিথ্যা গুজ, ধর্মীয় কুসংস্কার,nsfw ট্যাগ ছাড়া যেকোনো অশ্লীল ভিডিও,শিশু পর্ণোগ্রাফিক ইত্যাদি।

৬।প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃপ্লগিয়ারিজম এবং কপিরাইট কে একসাথে মিলিয়ে ফেলি আমরা।আসলে দুইটি আলাদা।এটি লেখার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া অথবা কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি। অন্যের লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে যদি লিখতে চাই তাহলে অবশ্যই ৭০ শতাংশের বেশি নিজের হতে হবে এবং অন্যের থেকে ৩০% লেখা হয়তোবা নিতে পারব এবং সেটিও কিছু নিয়ম-নীতির মাধ্যমে।

৭।re-write আর্টিকেল কাকে বলে?

উত্তরঃবিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে নিজের মতো করে গুছিয়ে লেখাকে রিরাইট আর্টিকেল বলা যায়।

৮।ব্লগ লেখার সময় re-write আর্টিকেলের কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তরঃ re-writeআর্টিকেলের ক্ষেত্রে নিজের লেখা হতে হবে অন্তত ৭৫ শতাংশ। বাকিটুকু যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তার উপযুক্ত সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে। রেফারেন্স সোর্স গুলো অবশ্যই উল্লেখ করতে হবে।যেসব তথ্য কালেক্ট করেছি অন্য জায়গা থেকে সেগুলো ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কালেক্টর কপিরাইট ফ্রি ইমেজগুলি সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।

৯।একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃএকটি ছবি এবং ১০০ ওয়ার্ডের কম যেকোনো ধরনের পোস্ট ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হবে।

১০।প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তরঃপ্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ।

Sort:  
 2 years ago 

আপনি লেবেল ১ থেকে অনেক কিছু অর্জন করেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। তবে চেষ্টা করবেন আরো কিছু ট্যাগ দেওয়ার জন্য। আমাদের প্ল্যাটফর্মে ক্লাসগুলো করে আপনি একদিন ভেরিফাইড মেম্বার হতে পারবেন এবং সেই দিন বেশি অপেক্ষা করতে হবে না। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং কমিউনিটি নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে যান।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মতামতের জন্য। দোয়া করবেন ,আমি যেন আমার বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনে কাজ করে যেতে পারি। হাইফেন দেওয়া ট্যাগ নেয়নি এজন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়েছে বেশি ব্যবহার করতে পারেনি।

 2 years ago 

লেভেল-১ এর অর্জিত বিষয়গুলো আপনি খুব সুন্দর ভাব্দ বর্ণানা দিয়েছেন। এভাবেই সততার সাথে কাজ করে যান। আশা করি ভালোই হবে আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া, যতটুকু পেরেছি চেষ্টা করেছি বর্ণনা করার।জি আমি সর্বদাই সততার সাথে কাজ করার চেষ্টা করবো এবং আমার বাংলা ব্লগ এর সকল নিয়মকানুন মেনে কাজ করে যাবো।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম বিষয়গুলো আপনি বেশ ভালোই বুঝেছেন। আগামী শুক্রবার লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। জি অবশ্যই আগামী শুক্রবার লেভেল ওয়ান এর ক্লাসে থাকার চেষ্টা করব।আমি যেটুকু বুঝতে পেরেছি লিখেছি ভাইয়া। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 2 years ago 

আপু আপনি লেভেল ০১ অনেক কিছু শিখতে পেরেছেন। লেভেল ওয়ানের ক্লাসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনি খুব ভালোভাবে এগুলো বুঝে নিয়েছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপু, ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আমি যেটুকু বুঝতে পেরেছি লিখেছি আপু ।ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত এবং শুভ কামনার জন্য।আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56