অভিনব কায়দায় বাসার ছাদে বাগান করে শখ পূরণ -by@rahnumanurdisha।।০৫-০৭-২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ।কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই।আমিও ভালো আছি।আজকে আমি বাগান করার অভিজ্ঞতা শেয়ার করবো। আজকাল আমরা যারা শহরে বাস করি ফ্ল্যাট বাসা এবং বাসায় জায়গা কম থাকার কারণে আমরা নিজেদের শখ পূরণ করতে পারি না। কিছু টেকনিক অবলম্বন করে আমরা আমাদের শখ পূরণের সাথে সাথে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি।এই পোষ্টের মাধ্যমে জানিনা কার কতটুকু কাজে আসবে তারপরও আমার ছোট্ট চেষ্টা।

cocksheet fruite treee box.jpeg

বাগান করার কথা ভাবলেই আমরা টবের কথা আগে চিন্তা করি,সেটা মাটির হতে পারে আবার প্লাস্টিকেরও হতে পারে। কিন্তু টবে বড় গাছ লাগানো একটু সমস্যা হয়ে পড়ে কম জায়গা হওয়ার কারণে।এজন্য আমি টব ব্যবহার না করে ককশিটের বক্স ব্যবহার করার চেষ্টা করেছি। যেটা স্বল্প মূল্যের এবং উপকারী।
ককশিট বক্স ব্যবহার করে আমরা ছাদে সুন্দরভাবে আমাদের বাগান প্রতিষ্ঠা করতে পারি ।
ককশিট বক্সের মধ্যে মাটি এবং জৈবসার দিয়ে বক্সটি পূরণ করতে হবে তারপর গাছ লাগিয়ে দিতে হবে।

frut tree.jpeg

ককশিট বক্সের মধ্যে আমরা মোটামুটি বড় সাইজের গাছও লাগাতে পারি।যেমন-আম, কমলালেবু,পেয়ারা,ডালিম,মালটা ইত্যাদি ফলের গাছ।

mango treejpeg.jpeg

lemon tree.jpeg

এভাবে আমরা ছাদে ফল গাছ লাগিয়ে শখ এবং চাহিদা পূরণ করতে পারি।

*পোস্টটি করার জন্য ব্যাবহার করেছি

ডিভাইস: রিয়েল মি ফাইভ আই
লোকেশন: খলিলপুর, ফরিদপুর
ফটোগ্রাফি:@rahnumanurdisha

ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন সবাই।

Sort:  

Great post, shared and upvoted👍🧃

 2 years ago 

বাগান করা আসলে আমারও খুব শখ। আপনি খুব সহজভাবে ছাদে বাগান করার কিছু পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন এবং বাগান করেছেন তার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভালো লাগছে আপনার ফটোগ্রাফি গুলো। ভাল ছিল আপনার পোষ্টের উপস্থাপনা।

 2 years ago 

বর্তমানে প্রযুক্তি অনেক আপডেট যার কারণে মানুষ ছাদেও বাগান করে ফসল বুনতে পারছে। আপনিও কিছু ফলের চারা রোপন করে সফল হয়েছেন দেখছি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 2 years ago 

আসলেই প্রযুক্তির অনেক আপডেট না হলে কখনই যে বাগান করে আর্থিকভাবে সাবলম্বি হতে পারি এটা চিন্তা করতে পারতাম না এবং সফল ও হতে পারতাম না।সব কিছু প্রযুক্তির অবদান। আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও সবসম।

 2 years ago 

আপনার কথার সাথে আমি একমত, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটি সম্ভব। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার শেয়ার করা পোস্টটি দেখে খুবই উপকৃত হলাম‌ আমাদের বাসার ছাদেও এভাবে বাগান করার চেষ্টা চালাবো আসলে কাজ চাকরি পাশাপাশি আলাদা একটু কাজ করলে ব্যায়ামও হয় পাশাপাশি টাকাও সেভ হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ। শুনে অনেক ভালো লাগলো আমার পোস্ট দেখে আপনি উপকৃত হয়েছেন এবং আপনারা ছাদেও বাগান করবেন। হ্যাঁ চাকরির পাশাপাশি অবশ্যই এসব শখ পূরণ করতে পারবেন এবং আপনার ব্যায়াম ও হবে। আপনার বাগান করার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58