পানি অপচয় থেকে দূরে থাকি||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

splashing-gcf3da51de_1280.jpg

ছবির উৎস
বিশুদ্ধ পানির অপর নাম জীবন।এটা আমাদের প্রত্যেকেরই অজানা নয়।তবে এই পানি আমাদের এশিয়া মহাদেশের মানুষের মধ্যে অতোটা চিন্তার বিষয় না।কেননা আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি।আর না চাইতেই পাওয়ার জন্য আমাদের যতো অবহেলা পানি নিয়ে।এজন্য বিভিন্ন ভাবে পানির অপচয় করে ফেলি আমরা সাধারণ মানুষ।অন্যদিকে আফ্রিকা মহাদেশ গুলোর দিকে তাকালে দেখা যায়। এক ফোঁটা পানি কতোটা মূল্যবান তাদের জন্য।কয়েক মাইল হেঁটে গিয়ে কতো কষ্ট করে তারা এক কলস পানি পাচ্ছেন।শুধুমাত্র নিজেদের জীবন বাঁচাতে কতোটা সংগ্রাম করছেন তারা।তাই বলা যায়,পানি আমাদের এশিয়া মহাদেশের মানুষের জন্য আল্লাহর দেওয়া অনেক বড় একটি নিয়ামত।


আমাদের দেশে একমাত্র বন্যার সময় সাধারণ মানুষেরা বিশুদ্ধ পানির অভাব টা বুঝতে পারে।তাছাড়া সবসময় তো অঢেল পানির ব্যাবস্থা রয়েছে নলকূপ,পুকুর নদীগুলোতে।আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে লিখতে এসেছি এজন্য যে,আজকে দুপুর থেকে আমাদের বাসায় লোডশেডিং ছিল।আর দুই ঘণ্টা লোডশেডিং হওয়াতে পানির সংকট পড়ে গিয়েছিল বাসায়।ঠিক দুপুরে এই অবস্থা,তাই পানির অভাব বেশি করে বুঝতে পারা আরকি।আমরা যেখানে থাকি সেখানে দুই হাজার লিটারের ট্যাঙ্কি দেওয়া আছে।বিল্ডিংয়ে মোট নয়টি ইউনিটে মানুষ বাস করছে ।যেহেতু দুই হাজার লিটারের ট্যাঙ্কি,তাই সকালে একবার পূর্ণ করা হয়।আর বিকেলের দিকে পূর্ণ করা হয়। কিন্তু আজকে দুপুর ১ টার দিকেই ২০০০ লিটার পানি শেষ হয়ে গিয়েছে।ওই সময়টাই বাসায় সবাই খেতে আসেন,যারা চাকুরী করেন এবং বাসার অন্যদের গোসলের সময় থাকে।আর ঠিক ওই সময়টাতে লোডশেডিং হওয়ায় সবাইকেই সমস্যায় পড়তে হয়েছে।

প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার এই সমস্যার কারণ,যেটা আমার মনে হয়।এই নিয়ে দুইদিন এরকম সমস্যা হলো।সব ফ্ল্যাটেই মোটামুটি ছোট বাচ্চা রয়েছে এখন।একমাস যাবৎ নতুন এসেছেন যারা,তাদের সকলেরই ছোট বাচ্চা।তাই হঠাৎ করেই পানির অপচয় বেশি দেখা যায়।যদিও বাড়িওয়ালা পানি নিয়ে কোনো ঝামেলা কখনোই করেন না।যখন ইচ্ছে তখনই মোটরের সুইচ অন করে পানি উঠানো সম্ভব।তাই সেদিক দিয়ে কোনো পেরা নেই।শুধুমাত্র ঝড়,বৃষ্টি আর লোডশেডিং এর দিনগুলোতে পানির অবদান বুঝতে পারি আমরা। শুধুমাত্র পানি নয়,যেকোনো জিনিস প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার ঠিক নয়।কারণ একপর্যায়ে অপচয় এর ফলাফল নিজেদেরই ভোগ করতে হয়।তাই আমরা সবসময় আল্লাহর নিয়ামত গুলো অপচয় থেকে সকলে দূরে থাকতে চেষ্টা করবো।অপচয়কারী শয়তানের বন্ধু এটা মনে করে।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

ঠিক বলেছেন আপু আমরা পানি নিজের অজান্তেই বিভিন্ন ভাবে পানি অপচয় করে ফেলি। বিশুদ্ধ পানি খেয়ে আমরা জীবন বাচাই। আপনাদের বাসায় লোডশেডিং এর কারনে তাহলে তো দুপুরে সবাই ভালো একটা ঝামেলার মধ্যে পরতে হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার ঠিক নয়। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি ঠিক বলেছেন আমরা অনেকেই পানির মূল্যটা আসলে বুঝছিনা ,তাই যে যেমন পারছে অপচয় করছে। শুধু আফ্রিকা মহাদেশ কেন আপু বাংলাদেশের কয়েক জায়গায় এখন পানির অভাব দেখা গেছে। মাইল এর মাইল হেঁটে গিয়ে পানি আনতে হচ্ছে তাদেরকে এবং সারা দিনে একবার পানি আনতে পারছে ।কয়েকদিন আগে পানি নিয়ে একটি মুভি দেখেছিলাম। মুভিটা দেখা গেছে একফোঁটা পানির জন্য মানুষ কিভাবে তাদের জীবন দিয়ে দিচ্ছে এবং একে অপরের জীবন নিয়ে নিচ্ছে। সত্যি এটা বেশ কষ্টের ,তাই আমাদের সবাইকে পানি অপচয় রোধ করতে হবে।

 last year 

জি আপু একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর সচেতন মূলক একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এ মহামূল্যবান পোস্ট পড়ে আমি মুগ্ধ হয়েছি। আপনার ভেতরে যে এত সুন্দর সজাগ আর সচেতন দৃষ্টিভঙ্গি রয়েছে। আশা করি আপনার এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকেই সচেতন হবেন।

 last year 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য। পানির অপর নাম জীবন। কিন্তু আমরা কারণ অকারণে অনেক সময় পানির অপচয় করে ফেলি। যেটা মোটেই ঠিক নয়। প্রকৃতপক্ষে শুধু পানি নয়, যেকোনো কিছুর অপচয় করা ঠিক নয়। কারণ অপচয়কারী শয়তানের বন্ধু। আর আমাদের মৃত্যুর পর প্রতিটি জিনিসের অবশ্যই হিসাব দিতে হবে। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66603.07
ETH 3335.94
USDT 1.00
SBD 2.70