ঈদে গ্রামে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

path-1464725_1280.jpg

সোর্স


আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি লেখা নিয়ে।আশা করছি আমার আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে।

দীর্ঘ তিন বছর পর আগামীকাল বাড়িতে ঈদ করতে যাবো।তাই অনেকটাই আনন্দ লাগছে।তিন বছর বিভিন্ন কারণে ঈদ করতে গ্রামে যাওয়া হয়নি। যার মধ্যে দুই বছর তো করোনার প্রাদুর্ভাব ছিল সেটা কারও অজানা নয়।আর এই দুই বছর অর্থাৎ ২০২০ থেকে ২০২২ এ আমাদের পরিবার থেকে চির বিদায় নেন আমার প্রিয় দুজন মানুষ,দাদা এবং দাদী।এজন্য আরও যাওয়া হয়নি।দাদা ২০২০ এর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে মারা গিয়েছিলেন এবং দাদী ২০২২ এর জানুয়ারিতে।দুজনই মাত্র দুই বছরের ব্যবধানে আমাদের সকলকে ছেড়ে চলে যান।ভাবতেও পারিনি হঠাৎ করে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন তারা।আগে বাড়িতে যাওয়ায় হতো দাদা দাদীর জন্য।ঈদের সময় দাদী ফোন করতে শুরু করে দিতেন কবে যাবো আমরা।আমার অন্যান্য চাচা চাচিরাও বাড়িতে আসতেন ঈদ করতে।আমরা যৌথ পরিবার ছিলাম তখন।আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা ২৬ জন।বিশাল জনসংখ্যার পরিবার বলা যায় আমাদের।তাই ঈদের সময় অনেক আনন্দ হতো।বছরে দুই ঈদে আমরা কাজিনরা সবাই এক জায়গায় হতাম।বেশ উৎসবমুখর হয়ে উঠতো সময় আমাদের।দাদা,দাদী ১২-১৩ জন নাতি নাতনি,ছয় ছেলে,বৌমা,এক মেয়ে, জামাই সবাইকে দেখে বেশ খুশি হতেন।ঈদ বাড়িতে না করলে তারা ভীষণ কষ্ট পেতেন।এজন্য সবসময় ঈদে বাড়ি যাওয়ার চেষ্টা করতো আব্বু।নিমিষেই যেন দুইজন মানুষ পরপারে চলে গেলেন আর বাড়ির উৎসব মুখর পরিবেশটাও শেষ হয়ে গেল।এবার থেকে আমরা আলাদা সবাই।যৌথ পরিবার বিচ্ছিন্ন হওয়ায় বিভিন্ন কারণ থাকে সব পরিবারেই।এগুলো না হয় পরে কোনোদিন আলোচনা করবো বন্ধুরা।

আমার এক চাচা শুধু বাড়ি থাকেন।তাছাড়া সবাই বাড়ির বাইরে থাকেন কাজের জন্য।ঈদের আমেজ শেষে যখন যে যার কাজের জায়গায় ফিরে যেতেন,তখন দাদী বেশ কষ্ট পেতেন।আমাদের সকলকে বিদায় দিতে অনেক দুর পর্যন্ত যেতেন দাদী। যতক্ষণ আমাদের দেখা যেতো ঠিক ততক্ষণ চাতক পাখির মতো দাড়িয়ে থাকতেন ব্রিজের পাশে।আমাদের বাড়ি অনেকটা ভিতরে মেইন রাস্তার।দুই পাশ দিয়ে কাঁচা রাস্তা আর মাঝখানে নদী।ওই ক্যানাল দিয়ে আমাদের মেইন রাস্তায় আসতে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।তাই অনেকদূর পর্যন্ত দেখা যায়,মেইন রাস্তা হলে আর সম্ভব হতো না।দাদী মারা যাওয়ার পর যেদিন শেষ বাড়ি থেকে এসেছিলাম,সেদিন বার বার পিছনে ফিরে দেখছিলাম আর মনে করছিলাম আজ দাদী বেঁচে থাকলে এতক্ষণ দাড়িয়ে থাকতেন,আম্মুও একই কথা বলছিল।এগুলো খুবই কষ্টের বিষয়।

ঈদে বাড়ি যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করলাম।নিজের কিছু কাজ ছিল,সেগুলো করে নিলাম।কারণ গ্রামের বাড়িতে বেশ নেট কানেকশন দুর্বল থাকে।আমার অনলাইন ক্লাস গুলোও বন্ধ দিয়ে দিয়েছে ইতিমধ্যে।তাই সেসকল নোটস এবং ভিডিও ক্লাস গুলোও গুছিয়ে রাখলাম।যাতে এসে কোনো সমস্যা না হয়।প্রতিবার আব্বুর অফিস ঈদের বেশ কয়েকদিন আগে ছুটি হতো।তবে এবার দেরিতে হলো।এবার বলতে এই প্রথম দুই ঈদে এরকম হলো,ঈদের একদিন আগে ছুটি।এতো বড় একটি এনজিও হওয়া সত্বেও তারা ঈদের মাত্র এক দিন আগে ছুটি দিয়েছে এটা মানা যায়না আসলেই।আব্বু বলছিল,এবার উচ্চ পর্যায়ের বস যিনি নতুন এসেছেন।তিনি এসব সমস্যা করছেন অর্থাৎ কর্মীদের সুযোগ সুবিধা আগের মতো দেখছেন না।কিন্তু অন্যান্য ছোট - বড় এনজিও,সরকারি প্রতিষ্ঠান গুলো গতকাল থেকেই ছুটি হয়ে গিয়েছে।যাইহোক সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখাটি শেষ করছি।অগ্রিম ঈদ মোবারক বন্ধুরা।পরিবারের, আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশী সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

গ্রামে না আসলে ঈদের আনন্দ বুঝা যায় না। ঈদের প্রকৃত আনন্দ বুঝতে হলে গ্রামের আসতে হয়। আপনারাও গ্রামে যাওয়ার জন্য ঈদের প্রস্তুতি সম্পন্ন করলেন শুনে ভাল লাগলো। বর্তমান সময়ে তো যৌথ পরিবার গুলো ভেঙে একক পরিবার বেশি হচ্ছে তাই আনন্দও কমে যাচ্ছে। গ্রামে যাচ্ছেন তাহলে তো অনেক মজা হবে আপু।

 last year 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

আপু তিন বছর পরে গ্রামে ঈদ করতে যাচ্ছেন, আপনার আবেগ অনুভূতি বুঝতে পারতেছি। যাইহোক ঈদে বাড়িতে গিয়ে আপনজনের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করেন, সেই কামনা করি। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

আপু আপনাদের যখন যৌথ পরিবার ছিল তখন নিশ্চয়ই অনেক মজা হতো। আমার কাছে সবাই একসাথে মিলেমিশে থাকতে অনেক ভালো লাগে। কিন্তু এখন তা দেখা যায় না। আপনাদের পরিবারে ২৬জন সদস্য ছিল। তার মানে তো অনেক বড় পরিবার ছিল। সত্যিই যখন গাছ না থাকে তখন শিকড় গুলো যেদিকে ইচ্ছে হয় চলে যায়। এত বছর পর বাড়ি যাচ্ছেন তাহলে নিশ্চয়ই অনেক আনন্দ হচ্ছে। আগের মতো এত বেশি আনন্দ না পেলেও সময়টা খারাপ যাবেনা। আপনাকেও অগ্রিম ঈদ মোবারক। সুস্থ ভাবে বাড়ি পৌঁছাবেন এই দোয়া কামনা করি।

 last year 

জি আপু একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ পুরো পোস্টটি পড়ার জন্য এবং গঠনমূলক মন্তব্যে প্রকাশ করার জন্য।

 last year 

আমার জানামতে আপনার ঈদের অনুভূতিটা সবচেয়ে বেস্ট কারণ অনেকদিন পর পুরো পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারছেন। সত্যিই এটা অনেক বড় পাওয়া যেটা ঈদ উপলক্ষে সম্পূর্ণ হচ্ছে সার্থক হোক আপনার ঈদের সুন্দর মুহূর্তগুলো। খুব সুন্দর ভাবে কাটাতে পারেন সেটাই প্রত্যাশা করি অনেক বড় একটি পরিবার জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

তিন বছর পর বাড়িতে যাচ্ছেন ঈদ করতে জেনে ভালো লাগলো। সত্যি কথা বলেছেন দাদা-দাদি না থাকলে আসলে বাড়ি যাওয়ার টান অনুভব হয়না।আপনার আব্বু একদিন আগে ছুটি পাওয়াতে আপনাদের যেতে দেরি হলো।তারপরেও যাচ্ছেন জেনে বেশ ভালোই লাগলো।সবাই সুন্দর ও সুস্থভাবে বাড়ি পৌঁছে যাবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

মুরুব্বীরা গ্রামে থাকলে ফোন করে ঈদের সময় যেতে বললে তখন না করা যায় না। আর গ্রামে ঈদ করার মজাই আলাদা। একসাথে সবার গেট টুগেদারও হয়ে যায়,আবার ঈদের আনন্দও উপভোগ করা যায়। আপনাদের পরিবার তো অনেক বড় দেখছি। যাইহোক এতো দিন পর গ্রামে যাচ্ছেন ঈদ করতে। আপনার দাদা দাদী বেঁচে থাকলে আরো বেশি আনন্দ করতে পারতেন। যাইহোক এমন চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

পুরো পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 55971.81
ETH 2362.70
USDT 1.00
SBD 2.32