আমার ছোট বোন এইচএসসি পরীক্ষা দিল এবার।এখন শুধু প্রাকটিকাল পরীক্ষাগুলো বাকি রয়েছে।আপনারা সবাই জানেন এইচএসসি পরীক্ষার পর অনেকে এডমিশন কোচিং এ ভর্তি হয়ে থাকে।ভালো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার জন্য।আমার বোন এর ইচ্ছা বিজ্ঞান বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার,তাই কোচিং বা নির্দিষ্ট গাইডলাইন ছাড়া চান্স পাওয়া সম্ভব নয় সেটা তো সবাই জানেন।সবার জীবনেই কিছু স্বপ্ন থাকে, কারও হয়তো ভাগ্যের বা কাজের দোষে পুরণ হয়না।আমাদের তো আর ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে।তারপর না পারলে ভাগ্যের দোষ হিসেবেই ধরে নিতে হবে।
মূল ঘটনায় আসি,গত বৃহস্পতিবার আমার বোনকে উদ্ভাস কোচিং সেন্টারে ভর্তি করতে নিয়ে গেলাম।আমার বোন বিজ্ঞান বিভাগের পড়াশুনা করেছে।তাই ওকে ভার্সিটির 'ক' ইউনিটেই ভর্তি করার চিন্তা ভাবনা ছিল।তো সেই অনুযায়ী গেলাম এবং ভর্তি করলাম 'ক' ইউনিটেই।কোচিং এ ভর্তি করতে মোট ১৬,০০০ টাকা লেগেছে,৪ মাসের কোর্স।এমনিতে ১৮,০০০ টাকা কোর্স ফি।দুই হাজার টাকা ছাড়ে ভর্তি চলছিল , ঐদিন লাস্ট দিন ছিল ছাড়ে ভর্তির।তাই আমরা ঐদিনই ভর্তি করিয়েছিলাম।
লোকেশন
বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য উদ্ভাস কোচিং সেন্টার শুনেছি ভালো এবং তাদের বেশ সাফল্য। কোর্স ফি অনুযায়ী সার্ভিস ভালো দেওয়া উচিত।যেহেতু হিউজ এমাউন্ট,আশা করছি ভালো সার্ভিস পাওয়া যেতে পারে।কেমন সার্ভিস ছিল,সেটা কোচিং শেষ হলে বলতে পারবো হয়তো।তারপর উদ্ভাস কোচিং সেন্টারে যাওয়ার পর ভর্তির প্রক্রিয়া অফিস রুম থেকে সমস্ত বিষয় জানলাম।তারপর ভর্তি হতে একটি ফর্ম পূরণ করতে হলো এবং এক কপি ছবি জমা নিলো আর পেমেন্ট ক্লিয়ার করলাম।তারপর উদ্ভাস থেকে অনেকগুলো বই এবং শিট দিয়েছেন আমার বোনকে।
লোকেশন
দুই ব্যাগে প্রায় ২২ টি বই,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক ছিল।তাছাড়া অনেকগুলো শিট ছিল।ক্লাস শুরু হবে আগামী ২৪ তারিখ থেকে।তারপর আমরা বইগুলো নিয়ে পেইন্টিং করার জন্য মার্কেট থেকে একটি পোস্টার রং,তুলি কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।পোস্টার রং ,তুলি কিনতে মোট ৩২০ টাকা লেগেছিল। সর্বোপরি,সবার কাছে দোয়াপ্রার্থী ।আমার বোনের জন্য দোয়া করবেন।যাতে ভালো রেজাল্ট এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তির সুযোগ হয়।আমার জীবনেও অনেকটা সময় হতাশায় গিয়েছে চান্স না পাওয়ার পর।কোচিং করেছিলাম,প্রিপারেশন নিয়েছিলাম।হয়তো কিছু ভুল ত্রুটি বা ভাগ্যের দোষে চান্স হয়নি।ওয়েটিং এ ছিলাম অনেক জায়গায়। আপনাদের সাথে এসব বিষয় অন্য একদিন শেয়ার করবো।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি। আমার লেখাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোনো পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যাবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
লোকেশন | ফরিদপুর |
তারিখ | ১৫-১২-২০২২ |
সময় | দুপুর১১:০০মিনিট |
বার | বৃহস্পতিবার |
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
আপনার বোনের জন্য দোয়া রইল। এখন তো কোচিং ফি অনেক বেশি ১৬০০০ টাকা। আমাদের সময় অনেক কম ছিল। আর বই দেখছি অনেকগুলো দিয়েছে। যাক সে বিজ্ঞান বিভাগে ভালো কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাক এই কামনা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য।
এসএসসি পরীক্ষার পর যেমন সময় পাওয়া যায় এইচএসসি পরীক্ষার পর মোটেও সময় পাওয়া যায় না। ভর্তি পরীক্ষার যুদ্ধে নামার জন্য আগে থেকেই প্রিপারেশন নিতে হয়। আপনার ক্ষেত্রে হয়তো কিছুটা ভুল ত্রুটি ছিল। তাই ভাগ্যে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ হয়নি। তবে এবার যেহেতু সচেতন ভাবে আপনি তার পাশে রয়েছেন আশা করছি আপনার বোন ভালো কোথাও ভর্তির সুযোগ পাবে। যাই হোক আপনি যেহেতু রং তুলি কিনে নিয়েছেন আশা করছি দারুন দারুন পেইন্টিংও দেখতে পাবো আমরা।
জি আপু একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু আপনার বোনের জন্য অনেক শুভকামনা রইল, আশাকরি ভালো কোন ইউনিভার্সিটিতে চান্স পাবে।আপনি যেহেতু তার পাশে আছেন অবশ্যই ভালকিছু হবে। আর আপু উদ্ভাস কোচিং সেন্টার খুব ভাল।একটা জিনিস খেয়াল করবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে বলবেন।আপনার কি ভুল ছিল জানি না। তবে আমার মনে হয় লাক ও একটা ব্যাপার থাকে। যাই হোক অনেক দোয়া রইলো আপনার বোনের জন্য। ধন্যবাদ আপু।
জি আপু একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।
জেনে ভালো লাগলো যে আপনার বোন এবার এইচএসসি দিয়েছে। উদ্ভাস কোচিং সেন্টার আমার অনেক প্রিয়। আমি উদ্ভাস কোচিং এ কিছুদিন ক্লাস করেছিলাম। আমার কাছে ওইটাই পড়ানোর সিস্টেমটি অনেক ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য এবং আপনার বোন এর জন্য।
ও আচ্ছা।ধন্যবাদ আপু পোস্টটি পড়ে গুছিয়ে মতামত দেওয়ার জন্য।
প্রথমে আপনার বোনের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া রইল। আপনার বোনের মনের আশা যেন পূর্ণ হয়। আমি ভাবছি একটি ব্যাগে কিভাবে ২২ টি বই নিয়ে আসলেন। তবে শুনেছি উদ্ভাস কোচিং সেন্টারটি বিজ্ঞান স্টুডেন্ট এর জন্য বেশ ভালো।
আনতে তো কষ্ট হয়েছিল আপু।দুইজন ছিলাম তো দুইজন দুইটি ব্যাগ নিয়েছিলাম।ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য আপু।শুভ কামনা রইল ।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে সম্মানের সাথে আপনার বোন উত্তীর্ণ হোক এবং ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাক। কারণ বর্তমান যুগে এত বেশি পরিমাণে কম্পিটিশন চলছে যে ভালো রেজাল্ট না হলেই সমস্যা। আপনাদের যে কোচিং সেন্টারে ওকে ভর্তি করিয়েছেন সেখানকার উদ্বুদ্ধমূলক শব্দ দেখে বেশ ভালো লাগলো। আর যে কোন কোচিং সেন্টার ভালো করে কোচিং দিতে গেলে এই রেঞ্জের খরচ তো হয়। এখন এত খরচ করে ভর্তি করলেন ,আশা করব ও সেটাকে মর্যাদা দিয়ে ভালো রেজাল্ট করে আপনাদের দেখাবে।
জি আপু কম্পিটিশনের যুগে ভালো রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ ।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্যের জন্য।