রেনডোম ফটোগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি।প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আজকে আমি কিছু রেনডোম ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।কয়েকদিন আগে হাসপাতালে গিয়েছিলাম আমার বান্ধবী অসুস্থ ছিল।ওকে দেখে আসার সময় সামনে কিছু পাতাবাহার গাছ এবং কিছু ফুলের বাগান দেখতে পেলাম।আমার পাতাবাহার গাছ এবং যেকোনো ফুলের বাগান দারুন পছন্দের।তখন কিছু ফটোগ্রাফি করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে আমার ফটোগ্রাফিগুলো শেয়ার করি।আপনাদেরও আশা করি ভালো লাগবে আমার ফটোগ্রাফিগুলো।

photo 1jpeg.jpeg

অসাধারণ কিছু পাতাবাহার গাছের ফটোগ্রাফি। সত্যি কথা বলতে বাগানের সৌন্দর্য বৃদ্ধিকারক গাছ হিসেবে পরিচিত এই গাছগুলো।

photo2.jpeg

পাতাবাহার গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ।বাগানের সাজসজ্জায় অথবা ছাদে টবের মধ্যে কিংবা ইনডোর প্লান্ট হিসেবে বাহারি বা ক্রোটনের বেশ কদর রয়েছে। পাতা বাহারি গাছের মধ্যে পড়তে পারে গুল্ম, লতানো, সাকুলেন্ট ইত্যাদি।পাতাবাহার গাছের কথার মধ্যেই রয়েছে এই গাছের পাতা অত্যন্ত সুন্দর দেখতে হয় মাঝেমাঝেই গাছে আবার ফুল ফোটে। বাড়িতে ঢোকার সামনে প্রাচীরের দুই পাশে অথবা ছাদে টবের মধ্যে খুব সহজেই চাষ করতে পারেন পাতাবাহারী।

photo8.jpeg
মোরগ ফুল গাছের অসাধারণ ফটোগ্রাফি এবং এই গাছগুলোর মধ্যে ভিন্ন ফুলের ফটোগ্রাফি।

মোরগ ফুল সচরাচর গ্রাম-গঞ্জের আঙিনায়, বসতবাড়ির উঠোনের পাশে, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ফুটে থাকে। প্রজাতি ভেদে গাছের পাতা, শাখা-প্রশাখা ও ফুলের রং ভিন্ন হয়। লাল, কমলা, হলুদ, সাদা, সোনালী ও মিশ্ররঙের মোরগফুল দেখতে পাওয়া যায়। ফুল গন্ধহীন, উজ্জ্বল রঙের মোলায়েম পালকের মতো। পরিপক্ব ফুলের মাঝে ডাঁটা বীজের মতো বীজ হয়। ফুলের গুচ্ছাকার তন্তুর মধ্যে বীজ থাকে। বীজ অত্যন্ত ক্ষুদ্র। দেখতে একেবারে লাল শাকের বীজের মত
photo 3.jpeg

রঙ্গন ফুল এবং সাথে দেশি বিদেশি কিছু নারিকেল গাছের ফটোগ্রাফি।

photo4.jpeg

সৌন্দর্য বর্ধনকারী রঙ বেরঙের কিছু ফুলের ফটোগ্রাফি।
photo6.jpeg
সবুজ রঙের ঝাউ গাছের ফটোগ্রাফি।এই গাছটি সবার অনেক পছন্দের।এই গাছের পাতাগুলো অনেকদিন পর্যন্ত ঠিক থাকে এবং সূচালো আকৃতির পাতাগুলো সহজেই সবার নজর কাড়ে।
photo7jpeg.jpeg
হলুদ রঙের গাদা ফুল এবং আরও কিছু ফুল গাছের ফটোগ্রাফি।

সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানে শেষ করছি।পরবর্তীতে আবার নতুন কোন লেখা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর
তারিখ৩১-০৮-২০২২

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে আপু। মোরগ ফুল গাছের ফটোগ্রাফি বেশি সুন্দর লাগছে। আমার বাসার ছাদেও এই ধরনের মোরগ ফুল গাছ আছে। এই গাছটি দেখতে সত্যিই খুব আকর্ষণীয়। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল। ভালোবাসা অবিরাম।

আপু আপনার বিভিন্ন গাছ এর ছবি দেখে খুব ভাল লাগলো বিশেষ করে হলুদ ফুল গুলো। ফুল দেখলেই আমার মন ভাল হয়ে যায়।

 2 years ago 

শুনে খুব ভালো লাগলো, যে আমার পোস্ট আপনার খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত মনে হচ্ছে। দেখে খুব ভালো লাগলো। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো রেনডম হলেও দারুণ ছিলো। খুব সুন্দর ভাবে ছবি গুলো ক্যাপচার করেছেন আপনি আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার ফুলের এবং ফুলের খুব সুন্দর সুন্দর পাতার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। অনেক ভালো লাগলো সবগুলো ফটোগ্রাফি। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Sowing good seeds🌱 and re-sharing great posts like this on our page.

 2 years ago 

আপনি কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিলো। সুন্দর করে ফটোগ্রাফি করছেন আর বর্ণনা করেছেন অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। দেখতে সত্যিই খুব ভালো লাগছে, সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ছিল তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রঙ্গন ফুলের সাথে দেশি-বিদেশি নারিকেল গাছের ফটোগ্রাফি কারণ ওই ফটোগ্রাফির মধ্যে গাছের ফাঁকে আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো হয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ফটোগ্রাফি মানে ছবি তোলা নয়। অনেক দিক খেয়াল করে অনেক কিছু খেয়াল করে ফটোগ্রাফি করতে হয়। তবে যেহেতু শুরুটা ছিল আশা করছি যত বেশি ফটোগ্রাফি করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আরো ভালো ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন এই শুভকামনা রইল।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আরেকটু ক্লোজ শট থেকে ক্লিক করলে বেশি জোস হইতো।তবে এমনিতেও খারাপ হয় নাই ভালই লাগছে দেখতে।তবে নীল আকাশের ঐ ফটোগ্রাফিটা ছি সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65266.27
ETH 2639.14
USDT 1.00
SBD 2.84