মজাদার স্টিকি নুডলস রেসিপি||

in আমার বাংলা ব্লগlast year (edited)

||আজ-৫ই,বৈশাখ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||


আসসালামুআলাইকুম/আদাব। কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা। আমার আজকের ব্লগটি একটি রেসিপি ব্লগ।আজকে আমি আপনাদের মাঝে একটি নাস্তার রেসিপি নিয়ে উপস্থিত হলাম।আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার নুডলস রেসিপি।বিকেলের হালকা নাস্তা হিসেবে নুডলস কিন্তু বেশ ভালোই হয়।আর রমজান মাসে ইফতার মেনুতে একটু নুডলস থাকলে কিন্তু মন্দ হয়না।এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব।আমি রেসিপিটি যেভাবে তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া শেয়ার করছি।

রেসিপির ফাইনাল লুক

GridArt_20230418_004858502.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • নুডলস
  • সোয়াবিন তেল
  • লবণ
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ডিম

GridArt_20230418_002951811.jpg

ধাপ-১

প্রথমে পেঁয়াজ,মরিচ,টমেটো কুচি করে কেটে নিতে হবে।তারপর পরিমাণ মতো পানি দিয়ে নুডলস সিদ্ধ করে নিতে হবে।দুই মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ করতে নুডলস।তারপর একটি চালনে করে নুডলস এর পানি ঝরিয়ে নিতে হবে।

GridArt_20230418_003027001.jpg

ধাপ-২

এবার পরিমাণ মতো সোয়াবিন তেল,কাঁচা মরিচ,পেয়াঁজ কুচি, টমেটো কুচি দিয়ে উপকরণ গুলো একসাথে নাড়তে হবে কিছুক্ষণ।তারপর ডিম ভেঙে দিতে হবে এবং স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ।

GridArt_20230418_003701438.jpg

ধাপ-৩

এবার উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এবং পানি ঝরিয়ে রাখা নুডলস গুলো দিয়ে দিতে হবে।তারপর নুডলসের মসলা দিয়ে দিতে হবে ।

GridArt_20230418_003856849.jpg

ধাপ-৪

এবার পাঁচ মিনিট মতো নাড়তে হবে এবং চুলা অফ করে দিতে হবে।আমার মজাদার নুডলস রেসিপি প্রস্তুত হয়ে গিয়েছে।

GridArt_20230418_005434968.jpg

GridArt_20230418_004130372.jpg

ধাপ-৫

এপর্যায়ে রেসিপিটি একটি প্লেটে পরিবেশন করতে হবে।

IMG20230413181455.jpg

IMG20230413181447.jpg

IMG20230413181455.jpg

ধন্যবাদ সবাইকে আমার রেসিপি ব্লগটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি আমার নাস্তার রেসিপিটি।আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

আপু আপনার নুডুলস দেখে খুব খেতে ইচ্ছে করছে। এভাবে নুডুলস রান্না করলে খেতে খুবই ইয়াম্মি হয়। এই দুপুর বেলা আপনার নুডুলস দেখে তো জিভে জল চলে আসল। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আসলেই রমজান মাসে ইফতারিতে নুডুলস রেসিপি থাকলে মোটেও খারাপ লাগে না কারণ নুডুলস পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আপনার এই নুডুলস রান্নার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। মজাদার এই নুডুলস রান্নার রেসিপি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতেও এরকম মজাদার রেসিপি আপনার থেকে আশা করব।

 last year 

ধন্যবাদ ভাইয়া সবসময় চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

বেশ কিছুদিন থেকেই নুডুলস খাওয়া হয় না। বিশেষ করে রমজান মাসে এই খাবারগুলো খুব একটা খাওয়াই হয় না। আপু আপনি এত সুন্দর ভাবে নুডুলস রান্না করে পরিবেশন করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

স্টিক নুডলস খেতে আমার খুব ভাল লাগে। গত সপ্তাহে আমিও রেসিপি দিয়েছিলাম।আপনি অনেক সুন্দরভাবে রান্না করে রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ একদম সহজভাবে দেখিয়েছেন যা দেখে যে কেউ চাইলেই রান্না করে খেতে পারবে। পরিবেশন সুন্দর হয়েছে।

 last year 

ও আচ্ছা ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।

 last year 

আপু এত মজার মজার রেসিপি দিয়ে কিভাবে যে লোভ লাগানো বুঝিনা। সত্যিই আপু নুডুলস রেসিপি দেখে একেবারে জিভে জল চলে এসেছে কারণ অনেকদিন খাওয়া হয়না। অনেক চমৎকার ভাবে রান্না করেছেন দেখেই বুঝা যাচ্ছে খুব মজা হয়েছে।

 last year 

এতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

এ তো দেখি ঝটপট ইফতার। ইফতারিতে একটু নুডুলস রান্না করলে খারাপ হয় না। আপনি তো দেখি বেশ সুন্দর করে নুডুলস রান্না করলেন। আমার নুডুলস রান্না করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

স্টিকি নুডলস রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। নুডলস আমার খুব পছন্দের একটি খাবার। যদিও রমজান মাসে খাওয়া হচ্ছে না। কারণ সারাদিন রোজা রেখে তৈলাক্ত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। বিকেলের নাস্তায় নুডলস খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63017.22
ETH 2457.38
USDT 1.00
SBD 2.61