দরদ নাটক রিভিউ।।১০%বেনিফিশিয়ারিshy-fox এবং ৫%বেনিফিশিয়ারি abb-schoolকে।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তারিখ-২৭-০৭-২০২২
বার-বুধবার

আসসালামু আলাইকুম/ আদাব।কেমন আছেন সবাই ? আশা করি অনেক ভালো আছেন সবাই ।আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ শেয়ার করছি। এটি আমার প্রথম কনটেন্ট, নাটকের রিভিউ নিয়ে। আজকে নাটকটি দেখে আমার অনেক ভালো লেগেছে।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
bannaer.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য-
নাটকের নাম-দরদ
পরিচালক এবং লেখক-মাহিদুল মাহিম
প্রধান চরিত্র-মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা
দৈর্ঘ্য-৫৮ মিনিট ০৬ সেকেন্ড
ভাষা-বাংলা
মুক্তির তারিখ-১৭জুলাই ২০২২

নাটকের সারসংক্ষেপ
hawkeri.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

প্রথমে স্ক্রিনশটটি থেকে দেখা যাচ্ছে যে মুশফিক আর ফারহান অনেক মানুষ জড়ো করে নিয়ে তার মলম বিক্রির জন্য প্রচার করছে। এখানে তিনি হকারের ভূমিকা পালন করছেন। হকার যেমন অনেক মানুষ জড়ো করে বিভিন্ন কথা বলে মানুষকে কনভিন্স করে এবং তার প্রোডাক্ট সম্পর্কে বলে । এখানও মুশফিক আর ফারহান প্রথমে মুসলমান ভাইদের প্রতি সালাম হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের আদাব এবং অন্যান্য ভাইদের প্রতি ভালোবাসা রইল জানিয়ে তার প্রচার শুরু করেন।তিনি বলেন নেপোলিয়ন বোনাপার্টী বলেছিলেন ইন দ্যা স্টেট লাইন অফ দা ফর স্টেট কান্ট্রি। মানে শিক্ষা জাতির মেরুদন্ড ।যেই জাতির মাঝে শিক্ষা নাই সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা ভাই। এজন্যই বলি নিজের সন্তানকে শিক্ষা দিন এবং নিজেও সুশিক্ষায় শিক্ষিত হন। আপনারা হয়তো আমাকে চিনবেন, চিনবেন কারণ ভাই ৬৪ টা জেলায় ৬৮ হাজার গ্রামে ভ্রমন করে থাকি।ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া, মহাখালী,নোয়াখালী কুমিল্লা,আন্দরবন-বান্দরবান সব জায়গায় আমাকে পাবেন ভাই। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি ভাই। রোগটার নাম হচ্ছে চুলকানি ভাই। সেই বিষয়ে পরে কথা বলি তার আগে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। নেপোলিয়ন বোনাপার্টি একটা কথা বলেছিলেন, আন্ডার স্টেটমি প্লান অফ দ্যা সিচুয়েশন কান্ট্রি এন্ড দ্যা প্লাস্টিক মডার্ন কাপুর।যেই জাতির ভিতরে সাধারণ জ্ঞান কম সেই জাতি শিক্ষার বিস্তার করতে পারবে না । তারপর তিনি আরও প্রশ্ন করেন এবং তার মলম বিক্রি করেন ।

giving money.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

তিনি আগে থেকেই এই দুইজনকে সেট করে রেখেছিলেন যাতে দুজন মলম নিয়ে অন্যান্য লোকদেরকে অনুপ্রাণিত করে এবং তারা তারা মলম কিনে। তিনি দুজনকে পঞ্চাশ টাকা করে দিলেন তাদের বকশিশ এবং বাসায় চলে গেলেন।

wife & daughter.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

এদিকে তার স্ত্রী এবং সন্তান তার অপেক্ষাই রেডি হয়ে বসে আছে।তিনি আসলে তার সাথে ফুসকা খেতে যাবেন।তিনি প্রতিদিন কথা দিয়ে যাই তার স্ত্রী এবং সন্তানকে কাজের থেকে এসে তাদের ফুসকা খাওয়াতে নিয়ে যাবে।কিন্তু একদিনও সময়মতো আসতে পারেনা এবং তাদের ফুসকা খাওয়াতে নিয়ে যেতে পারেনা।আজকেও দেরিতে আসার জন্য পাশের বাসার ভাবি এসে বলে কি ভাবি আজকেও সেজেগুজে বসে আছেন ফুসকা খেতে যাওয়ার জন্য। বসে থাকেন স্বপ্ন দেখা ভালো।তারপর তার স্ত্রী লিপ্সটিক মুছে ফেলে রেগে গিয়ে আর তার মেয়েকে বলে,তোর ফুসকার রঙ মনে আছে,আজ থেকে মনে করবি ফুসকা মরে গেছে,ফুসকা বলে কিছু নাই মরে গেছে ফুসকা।

home.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

এবার হকার বাসায় আসে এবং তার মেয়ের সাথে জানালা দিয়ে কথা বলে।ওদিকে তার স্ত্রী রেগে ফায়ার। হকার তার মেয়ের কাছ থেকে মুড়ি খেতে চাইলে তার স্ত্রী এসে বলে আমরা আপনার ফুসকা খাই,যে মুড়ি খাবেন।প্রতিদিন কথা দিয়ে কথা রাখেননা।তারপর তিনি স্ত্রীর রাগ ভাঙাতে হকারি শুরু করে ইমোশনালি হাহা। কিন্তু তিনি ফুসকা বাইরে থেকে নিয়ে এসেছিলেন সারপ্রাইজ দেওয়ার জন্য।

story with vabi.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

এবার হকার গোসল করতে যায়। এবার পাশের বাসার ভাবি অনেক জিনিস নিয়ে পানি নিতে আসে।তারপর তিনি ভাবির প্রশংসা করে এবং নিজের স্ত্রীর দুর্নাম করে ।এভাবে আপনি কি যে সুন্দর ভাবি কতো গুনি।অন্যদিকে আমার স্ত্রীর কোন গুণ নাই। একথা আবার তার স্ত্রী শুনে রেগে যায় । তিনি ভাবিকে এসব কথা বলে ইম্প্রেস করে পাঠিয়ে দিয়ে নিজে গোসল করে।এবার গোসল করে বাসায় এসে তার মেয়ের কাছ থেকে শুনে তার ভাত বন্ধ।আবার তার স্ত্রীর রাগ ভাঙাই এবং ঈদ এ গ্রামের বাড়ি যাওয়া নিয়ে কথা বলে এবং রওনা হয় কাজের জন্য অর্থাৎ হকারি করতে।

daughter & mom.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

এদিকে মা মেয়ে গ্রামের বাড়ি যাবে দুই বছর পর ঈদে, সেই খুশিতে অনেক আনন্দিত।

eid market.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

এবার হকার কাজ শেষ করে ঈদের কেনাকাটা করে স্ত্রী,মেয়ে বাড়ির বাকি লোকদের জন্য এবং বাসায় এসে সেগুলো স্ত্রী এবং মেয়েকে দেখায় এবং তারা অনেক খুশি হয় এবং সমস্ত কেনাকাটা পছন্দ করে।তিনি তার স্ত্রীর জন্য লাল শাড়ি কিনেন। সকলের জন্য কেনাকাটা করেন কিন্তু নিজের জন্য কিছুই কিনেন না। তাই তার স্ত্রী বলে আপনার জন্য কিছু কিনেন নাই কেন।বলে আমার তা কেনা আছে না গতবারের সেলাই করে দিস।তারপর তার স্ত্রী বলে প্রত্যেক বাবারা বুঝি এমনই হয়।সবার জন্য কিনে ঈদে অথচ নিজের জন্য না। জানতাম আপনি কিনবেন না তাই আপনার জন্য পাঞ্জাবি কিনছি লাল টুকটুকে। একদম ম্যাচিং ম্যাচিং দুইজনের।

launch.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

go to home.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

কয়েকদিন পর তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবার লঞ্চে উঠে তার স্ত্রী তো আবার রেগে ফায়ার।এই অবস্থা দেখে হকার তার স্ত্রী কে ডেকের বাইরে নিয়ে যায়। তাড়াহুড়ো করে তাকে লিপস্টিক নিতে দেয় নাই। তারপর হকার তার স্ত্রীকে বলে লিপস্টিক আনছোস এখন দে। তার স্ত্রী বৈশাখী বলে আয়নাটা ধরেন এখনই দিব। হকার তার স্ত্রীকে বলে বৈশাখী তরে ভালোবাসি তো তাই কিছু বলিনা নইলে ব্লক করে রাখতাম।তার স্ত্রীর রেগে যাওয়ার আরও কারণ তাকে ভিআইপিতে নেওয়ার আশ্বাস দিয়ে নেয় নি।পরে হকার বলে আমি তকে ভিআইপিতে নিবো কখন কইছি ডেকেও ভিআইপি হয় চল তুই।এই বলে তারা ডেকে ফিরে যায়।

taitanic pose.jpeg
স্ক্রিনশট-রিয়েলমি ফাইভ আই

এখানে তারা টাইটানিক পোস দেয় এবং টাইটানিক খেলা খেলতে গিয়ে মোবাইল ফোনটি হারিয়ে ফেলে।

এরপরের অংশে হকার তার মেয়েকে নিয়ে বাইরে যায় কিন্তু তার স্ত্রী ডেকেই থেকে যায় এবং হঠাৎ করেই লঞ্চে ভয়াবহ আগুন লেগে যায় এবং দুর্ঘটনায় তার স্ত্রী পুড়ে মারা যায়।তার স্ত্রী মারা যাওয়ার আগে তাকে তার মেয়েকে বাঁচাতে বলে।তারপর হকার তার মেয়েক নিয়ে লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দেয় ভয়াবহ আগুন থেকে বাঁচতে।যেহেতু পানিতে ঝাঁপ দিয়েছিলেন তাই তার হূশ জ্ঞান ছিল না। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যখন তাদের উদ্ধার অভিযান চালিয়ে অনেককে উদ্ধার করে।তাকেও উদ্ধার করে। তখন হঠাৎ করে হকারের জ্ঞান ফিরে আসে এবং ভীড়ের মধ্যে তার মেয়েকে খুজতে থাকে এবং দেখে তার মেয়ের নিথর দেহ। শেষ পর্যন্ত হকার তার মেয়েকে বাঁচাতে পারেনা।

নাটকের বেশিরভাগ অংশই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি।যে অংশটুকু বাদ পড়েছে আপনারা চাইলে নাটকটি সার্চ দিয়ে দেখে নিতে পারেন।

আমার ব্যক্তিগত মতামতঃ

দরদ নাটকটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। কারণ নাটকটি বাস্তবের সাথে অনেক মিল রয়েছে । প্রতি বছরে ঈদের সময় আমাদের বাংলাদেশে দুর্ঘটনা বেশি ঘটে থাকে। কয়েক বছর আগে বাংলাদেশের এরকম একটা দুর্ঘটনা ঘটে সেটিও লঞ্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছিল।তখন অনেক মানুষ দুর্ঘটনাতে তাদের প্রিয় মানুষদের হারায় । দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনা আমাদের কাছে হয়তো সাধারণ একটি ঘটনা ।তবে অনেকের কাছে তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল।

আমার ব্যক্তিগত রেটিংঃ
এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে।তাই আমি এই নাটকটির রেটিং দিতে চাই ১০০এর মধ্যে৯৯।

bannaer.jpeg
সোর্স
আজকের মতো এখানেই শেষ করছি।আবার নতুন কোন লিখা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন।

Sort:  
 2 years ago 

দরদ নাটকটি আমার এখনো দেখা হয়নি আপনার নাটক রিভিউ দেখে মনে হল নাটকটি খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ নাটকটি যথেষ্ট মানসম্মত এবং বাস্তবের সাথে সামঞ্জস্য ।দেখতে পারেন ভাইয়া নাটকটি।

 2 years ago 

নাটক খুব একটা দেখা হয় না। তবে এখনে আমার একজন প্রিয় মানুষ আছে তানজিন তিশা। আমি তার নাটকগুলো দেখি। আপনার রিভিউ পড়ে নাটকটি অনেক ভালো লাগলো। খুব দ্রুত আমি নাটকটি দেখবো ইনশাআল্লাহ।

 2 years ago 

বাস্তবের সাথে মিল রেখে করা নাটকগুলো বেশ ভালো লাগে। দেখে মনে হয় যেন একদম বাস্তব কাহিনী। যদিও নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। খুব সুন্দরভাবে নাটকের রিভিউ দিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

নাটকটি রিভিউ করে আমার খুবই ভালো লেগেছে এবং নাটকটি দেখতে আমার খুব ইচ্ছে করছে। আগামী দিন সময় পেলেই আমি নাটকটি দেখব। খুবই সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এইতো সে দিন নাটকটি দেখলাম। খুবই সুন্দর ছিল নাটকটি। তবে নাটকের শেষের দিকে এসে অনেকটা খারাপ লেগেছে। যাইহোক আপনি বিস্তারিতভাবে নাটকের রিভিউটি শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

জি ধন্যবাদ ভাইয়া আপ্নাকে।আপনার মূল্যবান মতামতের জন্য।হ্যাঁ,আসলেই নাটকের শেষের দিকটা তে অনেক খারাপ লেগেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67334.81
ETH 3235.43
USDT 1.00
SBD 2.64