কেনাকাটা করতে শহরে||

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

আজকে কি বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয় পোস্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন বন্ধুরা।আব্বুর সাথে সকালের দিকে ফরিদপুর মার্কেটে যেতে হয়েছিল কিছু কেনাকাটা করার জন্য।গতকাল বাসায় এসেছি বৃষ্টির মধ্যে এরপর আবার একদিনের জন্য আসা।তাই একদমই যেতে ইচ্ছে হচ্ছিলনা মার্কেটে।তাছাড়া এনার্জিও ছিলনা কোনরকম হাঁটা চলা করার।এরপরেও যেতে বলল আব্বু তাই যাওয়া আরকি।প্রথমেই ইজির আউটলেটে গেলাম আমরা সেখানে কয়েকটি টি শার্ট দেখলেন আব্বু যেগুলো পুরোনো মডেলের ওই টি শার্ট আব্বুর ছিল।আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর আবার ডাবল এক্স এল সাইজটা নেই।তাই আপাতত টি শার্ট না কিনেই সরাসরি মার্কেটে গেলাম।মার্কেটে গিয়ে যেই দোকান থেকে আব্বু শার্ট প্যান্ট এর পিচ গুলো কিনে থাকেন সেখানে গেলাম ।তারপর কয়েকটি শার্ট দেখার পর এই দুইটা আমার পছন্দ হয়। ইন্ডিয়ান একটা কাপড়ের শার্ট দুজনেরই পছন্দ হয় সেটা নেওয়া হয় প্রথমেই।এরপর আব্বু আরেকটা পছন্দ করলে সেটা আমার ভালো লাগেনি তাই আমার পছন্দের অন্য শার্টটি নিলেন।আর প্যান্টের পিচ নিলেন একটা যেটা আমারও পছন্দ হয়েছিল সফট ব্ল্যাক জিন্সের মধ্যে ছিল এটা।

IMG20240717102924.jpg

IMG20240717104728.jpg

শার্ট প্যান্ট সবগুলো মিলে ২০০০ টাকা পড়েছিল।এরপর আম্মুর জন্য দুইটা ওড়না কিনলাম।তারপর আব্বু যেখান থেকে শার্ট প্যান্ট বানিয়ে থাকে টেইলার্স এর দোকানে সেখানে গিয়ে দেখি দোকানদার আসেনি।আব্বু আঙ্কেল কে ফোন করলে তিনি বলেন আধা ঘণ্টা লেট হবে আসতে।তারপর সেই সময়টায় আমরা ঘড়ির দোকানে গেলাম আব্বু অফিসের জন্য একটি দেয়াল ঘড়ি নিয়েছিল সেটাতে সমস্যা দেখা দিয়েছে সেটা ঠিক করলেন।এরপর আমরা ফার্স্ট ফুদ খেতে গেলাম মার্কেটের পাশেই।তারপর বাসার জন্য কিছু খাবার পার্সেল নিয়ে নিলাম।

IMG20240717120308.jpg

কয়েকটি আউটলেটে গেলাম আব্বু জুতা দেখছিললেন কিছু।তারপর পছন্দ অনুযায়ী একটি নিলেন।এরপর সোজা মার্কেটে ফিরে এলাম।মার্কেটে টেইলার্সের দোকানে আসার পরেই দেখতে পেলাম আঙ্কেল আসলেন।তারপর আব্বুর পোশাকগুলোর মাপ নিলেন।এরপর আমরা সেখান থেকে বেরিয়ে বাসার জন্য কিছু মুদি দোকান গিয়ে গ্রোসারি আইটেম কিনলাম।তারপর সেখান থেকে বেরিয়ে সোজা বাসার উদ্যেশ্যে রওনা দিলাম।যেহেতু বাইকে গিয়েছিলাম আমরা তাই আমাদের খুব একটা দেরি হয়নি মার্কেটে।দুপুর ১২ টার মধ্যেই ফিরে এসেছিলাম আমরা বাসায়।যেহেতু বৃষ্টির সিজন তাই পথে দু এক ফোঁটা বৃষ্টির দেখা পেয়েছিলাম। গত দিনও আমার ফরিদপুর শহরে যাওয়া হয়েছিল সেদিন মিছিল এর মুখে পড়েছিলাম যার জন্য জ্যামে পড়তে হয়েছিল।আজকে আর সেটা হয়নি কারণ মিছিল এর টাইম ছিল নাকি আজকে ১২ টা থেকে দুইজন পুলিশ গল্প করছিলেন যখন খেতে গিয়েছিলাম শুনেছিলাম।ছাত্রলীগ,যুবলীগ,মুক্তিযোদ্ধা সবগুলো আলাদা দলের লোকরা মিছিল করছে।কয়েকদিন যাবৎ আমাদের দেশের পরিবেশ অস্থিতিশীল রয়েছে আর এর কারণ আমাদের সকলেরই জানা।আসলে কোটা বৈষম্য দূর হলে সেটা আমাদের দেশের জন্যই ভালো হবে ।তাছাড়া দেশ একসময় মেধাশূন্য হয়ে যাবে।এখন সকল শিক্ষার্থীর একটাই ইচ্ছা আমাদের দেশ থেকে এই কোটা বৈষম্য বাতিল হোক।সাধারণ শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী একটি সরকারি কর্মসংস্থানের সুযোগ পান।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-17th July,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 4 months ago 

কেনাকাটা করা সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে কেনাকাটা করতে আমার অনেক ভালো লাগে আর কেনাকাটা করার জন্য যদি শহরে যায় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার আব্বুর জন্য শার্ট প্যান্ট ও আপনার আম্মার জন্য দুটো ওড়না কিনেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 4 months ago 

আপনি কেনাকাটার মুহূর্তটা আমাদের মাঝে বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন। শহরে কেনাকাটা করতে গিয়েছেন এবং বেশ কিছু কেনাকাটা করেছেন সেখানে। আজকের এই পোষ্টের মাধ্যমে কিন্তু আপনার সেই মুহূর্তের বিশেষ বিশেষ কিছু জানার সুযোগ পেলাম।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

বাবার সাথে ঘুরে ঘুরে ভালোই তো শপিং করেছেন। যদিও আঙ্কেলের জন্য সবগুলো শপিং করা হয়েছে। তবে ভাগ্যের বিষয় যে আপনি পছন্দ করে আপনার আব্বুর জন্য জামা কাপড় কিনেছেন। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বাবা মায়ের পছন্দ মতই কিন্তু জামা কাপড় পরতাম। যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তখন ছেলে মেয়েদের পছন্দসই জামাকাপড়ই কিন্তু বাবা মা পড়ে থাকেন। যেমন আমার আব্বু ঈদের শপিং এর সময় আমাকে যেতে বলেছিল। আমি সহ দেখে চয়েজ করে কিনেছিলাম। ভালো লাগলো আপনাদের এই মুহূর্তটা। তবে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাইকে সোচ্চার হয়ে ওঠা উচিত।

 4 months ago (edited)

জি আপু ,ঠিক বলেছেন একদম ।আম্মুর দুইটা ওড়না কেনা হয়েছিল ,তাছাড়া গ্রসারি আইটেম ও কেনা হয়েছিল ছবি দিতে খেয়াল নেই।পরিস্থিতি না যুদ্ধের রূপ নেয় সেই চিন্তায় করছি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37