কেনাকাটা করতে শহরে||
শার্ট প্যান্ট সবগুলো মিলে ২০০০ টাকা পড়েছিল।এরপর আম্মুর জন্য দুইটা ওড়না কিনলাম।তারপর আব্বু যেখান থেকে শার্ট প্যান্ট বানিয়ে থাকে টেইলার্স এর দোকানে সেখানে গিয়ে দেখি দোকানদার আসেনি।আব্বু আঙ্কেল কে ফোন করলে তিনি বলেন আধা ঘণ্টা লেট হবে আসতে।তারপর সেই সময়টায় আমরা ঘড়ির দোকানে গেলাম আব্বু অফিসের জন্য একটি দেয়াল ঘড়ি নিয়েছিল সেটাতে সমস্যা দেখা দিয়েছে সেটা ঠিক করলেন।এরপর আমরা ফার্স্ট ফুদ খেতে গেলাম মার্কেটের পাশেই।তারপর বাসার জন্য কিছু খাবার পার্সেল নিয়ে নিলাম।
কয়েকটি আউটলেটে গেলাম আব্বু জুতা দেখছিললেন কিছু।তারপর পছন্দ অনুযায়ী একটি নিলেন।এরপর সোজা মার্কেটে ফিরে এলাম।মার্কেটে টেইলার্সের দোকানে আসার পরেই দেখতে পেলাম আঙ্কেল আসলেন।তারপর আব্বুর পোশাকগুলোর মাপ নিলেন।এরপর আমরা সেখান থেকে বেরিয়ে বাসার জন্য কিছু মুদি দোকান গিয়ে গ্রোসারি আইটেম কিনলাম।তারপর সেখান থেকে বেরিয়ে সোজা বাসার উদ্যেশ্যে রওনা দিলাম।যেহেতু বাইকে গিয়েছিলাম আমরা তাই আমাদের খুব একটা দেরি হয়নি মার্কেটে।দুপুর ১২ টার মধ্যেই ফিরে এসেছিলাম আমরা বাসায়।যেহেতু বৃষ্টির সিজন তাই পথে দু এক ফোঁটা বৃষ্টির দেখা পেয়েছিলাম। গত দিনও আমার ফরিদপুর শহরে যাওয়া হয়েছিল সেদিন মিছিল এর মুখে পড়েছিলাম যার জন্য জ্যামে পড়তে হয়েছিল।আজকে আর সেটা হয়নি কারণ মিছিল এর টাইম ছিল নাকি আজকে ১২ টা থেকে দুইজন পুলিশ গল্প করছিলেন যখন খেতে গিয়েছিলাম শুনেছিলাম।ছাত্রলীগ,যুবলীগ,মুক্তিযোদ্ধা সবগুলো আলাদা দলের লোকরা মিছিল করছে।কয়েকদিন যাবৎ আমাদের দেশের পরিবেশ অস্থিতিশীল রয়েছে আর এর কারণ আমাদের সকলেরই জানা।আসলে কোটা বৈষম্য দূর হলে সেটা আমাদের দেশের জন্যই ভালো হবে ।তাছাড়া দেশ একসময় মেধাশূন্য হয়ে যাবে।এখন সকল শিক্ষার্থীর একটাই ইচ্ছা আমাদের দেশ থেকে এই কোটা বৈষম্য বাতিল হোক।সাধারণ শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী একটি সরকারি কর্মসংস্থানের সুযোগ পান।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | ফরিদপুর |
Post by-@rahnumanurdisha
Date-17th July,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
কেনাকাটা করা সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে কেনাকাটা করতে আমার অনেক ভালো লাগে আর কেনাকাটা করার জন্য যদি শহরে যায় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার আব্বুর জন্য শার্ট প্যান্ট ও আপনার আম্মার জন্য দুটো ওড়না কিনেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
আপনি কেনাকাটার মুহূর্তটা আমাদের মাঝে বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন। শহরে কেনাকাটা করতে গিয়েছেন এবং বেশ কিছু কেনাকাটা করেছেন সেখানে। আজকের এই পোষ্টের মাধ্যমে কিন্তু আপনার সেই মুহূর্তের বিশেষ বিশেষ কিছু জানার সুযোগ পেলাম।
ধন্যবাদ ভাইয়া।
বাবার সাথে ঘুরে ঘুরে ভালোই তো শপিং করেছেন। যদিও আঙ্কেলের জন্য সবগুলো শপিং করা হয়েছে। তবে ভাগ্যের বিষয় যে আপনি পছন্দ করে আপনার আব্বুর জন্য জামা কাপড় কিনেছেন। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বাবা মায়ের পছন্দ মতই কিন্তু জামা কাপড় পরতাম। যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তখন ছেলে মেয়েদের পছন্দসই জামাকাপড়ই কিন্তু বাবা মা পড়ে থাকেন। যেমন আমার আব্বু ঈদের শপিং এর সময় আমাকে যেতে বলেছিল। আমি সহ দেখে চয়েজ করে কিনেছিলাম। ভালো লাগলো আপনাদের এই মুহূর্তটা। তবে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাইকে সোচ্চার হয়ে ওঠা উচিত।
জি আপু ,ঠিক বলেছেন একদম ।আম্মুর দুইটা ওড়না কেনা হয়েছিল ,তাছাড়া গ্রসারি আইটেম ও কেনা হয়েছিল ছবি দিতে খেয়াল নেই।পরিস্থিতি না যুদ্ধের রূপ নেয় সেই চিন্তায় করছি।