টেম্পোরারি বিদায় নিলাম অপ্রিয় শহর থেকে
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে দুপুরের দিকে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।যেহেতু সিট ছেড়ে দিয়েছিলাম হুট করেই তাই কিছু জিনিসপত্র রয়ে গিয়েছিল সেগুলোই আনতে যাওয়া আরকি।এই মাস না থাকলেও আমার সিট রয়েছে এজন্য আরকি কিছু মালামাল এতদিন ও ছিল।আজকে যেহেতু বৃহস্পতিবার আর মার্কেট এ কিছু কাজ থাকায় ভাবলাম একবারে সব জিনিস গুলো নিয়েই যায়।যদিও আমার পক্ষে একা নিয়ে আসা সম্ভব নয় ওই জিনিসপত্র।তাই বোনকে নিয়ে গেলাম।সব মিলিয়ে তিন মাসের মধ্যে ধরতে গেলে দুইমাস মেসে থাকা হলো আর এক মাস বাড়িতে।এই কদিন বাসায় এসে মিস করছিলাম মেস এর মুহূর্ত গুলো।এজন্য আমার কোনো কাজেই মনোযোগ বসছিল না।আজকে থেকে একটু একটু করে শুরু করে দিয়েছি অবশ্য দৈনন্দিন রুটিন মাফিক চলতে।একবারেই একজন মানুষ তার রুটিন চেইন্জ করলে সেটা কন্টিনিউ করতে পারেনা।এজন্য অভ্যাস টা আগে তৈরি করতে হয়।
এখন ট্রেনে বসে পোস্ট লেখা কমপ্লিট করছি।অতিরিক্ত গরম বাইরে যার জন্য খুবই খারাপ লাগছে।আর ট্রেন ছাড়তে এখনো ১৫ মিনিট মত সময় বাকি।তাই সময়টাও কাজে লাগানো হলো আর একটি কাজ ও শেষ হয়ে যাবে।আমাদের মেস টা বেশ নিরিবিলি ছিল।আর যারা বাড়ির বাইরে থাকতে কমফোর্ট ফিল করে তাদের জন্য এখানে বেশ সুবিধা নিরিবিলি একটি পরিবেশ।আমি আমার ব্যক্তিগত সমস্যার জন্যই থাকতে পারলাম না।তাছাড়া সেদিনের পোস্টে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ গুলো।যেকোনো জায়গায় থাকলেই একটা মায়া সৃষ্টি হয় প্রিয় হোক কি অপ্রিয়।তবে সুবিধা অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিতে হয়।আর নিজের ব্যক্তিস্বাধীনতা অনুযায়ী চলাটাই বুদ্ধিমানের কাজ।
এই রাস্তা দিয়ে আমার কোচিং যাওয়া হতো ।দুই মাসে কোচিং গিয়ে সবার সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল স্যার এবং আমার সহপাঠীদের অনেক মিস করছি যার জন্য।আর সর্বশেষ যেই রাস্তার ছবিটি সেটি আমাদের কলেজ রোড। মাত্র দুই মিনিটেই কলেজ যেতে পারতাম।কলেজে গিয়ে ডিপার্টমেন্ট এর স্যারের কাছে বন্ধুদের সাথে পড়ার সময়টাও মিস করছি।তবে বাসায় এসেও আমার খারাপ সময় কাটছে না।কারণ ২০১৯ এর পর থেকে বলতে গেলে আমি বাসায় রয়েছি ।আর অভ্যস্ত হয়ে গিয়েছি যেন এতেই।তাই কোথাও গেলে মানাতে কষ্ট হয় যায় ।আর বাসার লোকদের মিস করতে থাকি।আমার জীবনের স্মৃতির একটি অংশ হিসেবে থাকবে তিন মাসের এই সময়টা।আপনাদের এই শহরটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।আর হ্যা পোস্টের টাইটেলে টেম্পোরারি বিদায় লিখেছি এজন্য আমার তো কলেজ এখানে তাই আসতেই হবে।মেস ছেড়েছি পার্মানেন্ট ভাবে কিন্তু শহর ছাড়িনি।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | রাজবাড়ি |
Post by-@rahnumanurdisha
Date- 13th September,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
যাই হোক আমি তো প্রথম টাইটেল পড়ে মনে করেছিলাম কি নাকি। যেহেতু আপনার কলেজ এখানে আপনার আশায় লাগবে। শিক্ষাজীবনে অনেক মেস পাল্টাতে হয়। হয়তো আপনার তাই হবে। তবে তো আপনার কলেজে আসা লাগবে এটা সত্য। যাই হোক নিজের চলাচল স্থান সব সময় প্রিয় স্থান হয়ে থাকে। তাই ফিরে আসতে হবে আবার যে কোন মুহূর্তেই। যাইহোক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনার লেখা বর্ণনা গুলো পড়ে খুবই ভালো লাগলো। তিন মাসের মধ্যে খুব সুন্দর একটি সময় কাটিয়েছিলেন সবার মধ্যে সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি শহর ছিল। এখন বাসায় থাকেন আগের স্মৃতি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
জি আপু ,ধন্যবাদ।
বেশ অনেক কিছু জানার ছিল আপনার এই পোষ্টের মাঝে। যখন কোন স্থানে দীর্ঘদিন থাকা যায় সেখানে কিন্তু মায়া জন্মায়। আবার সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় উপস্থিত হলে পূর্বস্থানের প্রতি টান সৃষ্টি থাকে। আর মেস পাল্টানোর বিষয়গুলো আলাদা। তবে যাই হোক কলেজে যেহেতু আপনাকে যেতে হবে অবশ্যই এই শহরে আপনার চলাচল থাকবে। সাময়িক সময়ের জন্য হয়তো অনুপস্থিত থাকবেন সেখানে। তবে এটা কিন্তু বিষয় না। অনেকটা ভালো লাগলো সুন্দর একটি ব্লগ দেখে।
আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।